![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোস্ট পড়ার আগেই বলে দিচ্ছি আপনি কাউকে চিনলেন বা না চিনলেন সেটা বড় কথা না,
কিন্ত পড়ার সময় আমার কানের কাছে প্যান প্যান করতে পারবেন না,এই বলে যে কোনটা
কার ছবি । এটা আমার পক্ষে দেয়া সম্ভব না কেননা সবাইরো একটা গোপনীয়তা এবং শর্তাবলী
বলে কথা আছে ।আর যে সকল মহারাজ এবং মহারাণীদের সেই গোপনীয়তা ও শর্তাবলী ভেঙে
তাদের ছবি প্রকাশ করেছি,তাদের কাছে আমি ক্ষমা চাইছি ।পোস্টটিকে একটা আনন্দ বা ফুর্তি অথবা
ফানপোস্টও মনে করতে পারেন ।
একে কেউ চিনলে নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন আমরাও দেখে চিনে রাখবো
এই লোকটাকে কোথায় যেন দেখেছি,
ইনি সম্ভবত উত্তর দিকের লোক
ইনি কে আমি চিনি না আর চিনলেও বলতাম না।
এই চারজনকে অনেকেরি চেনার কথা আর না চিনলেও কিছু করার নাই যাইয়া ঘুমাইয়া পড়েন হয়ত ঘুমের ঘরে
স্বপ্নের মাঝে ইনাদের নাম মনে পড়বে।দুঃখীত আপুরা আপনেরাও মাইন্ট কইরেন না ।
আছেন কেমন মিয়া ভাই ? গানের চর্চা ফর্সা ঠিক মত হচ্ছেতো ।
যাদের ছবি পোস্টে দুইবার করে এসেছে তারা নিজেদের ধন্য মনে করতে পারেন।দুইবার ছবি আসাটা খুবই ভাগ্যের ব্যপার সেপার।
পরে নিচের দিকে বা শেষেরদিকে যাদের ছবি তারা আবার কেউ কেউ মনে করবেনা দেখো আমাদের ছবিগুলো পরে দিলো মনে হয় হাসু
মামু আমাদের কম ভালোবাসে তাই,আসলে সেরকম কিছুই না,কাউকে না কাউকেতো নিচে আসতেই হবে বা থাকতে হবে ।
এই ছবিটা দেখে মনে হচ্ছে এই লোকটার অনেক জল পিপাসা লেগেছিল তাই জল খেতে খেতে জলে নেমে জলের ভিতর
হাবুডুবু খেলছে।
ইনাকেও চিনতে পারলাম না তবে শুনেছি ইনিও খুব হিটম্যান রাইটার।
এখানে কে বা কোনটা কার ছবি এ কথার চেয়ে বেশি মূল্যবান কথা হলো এসব গুণী লোকরা আমাদের অনেক সুন্দর
সুন্দর লেখা ছবি পড়তে,জানতে,দেখতে সুযোগ করে দিছেন,তাই এদেরকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই।
আর এই সকল ছবির উৎস বা সূত্র ছবির মালিক নিজেরাই
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো ভালো লাগল।
২| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহ, বাস্তবে যদি দেখা মিলতো।
কামাল ভাইয়ের ক্যামেরা প্রেম যাবে না এ জন্মে
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সে সময় আর কই। মনে হয়না অত সময় ব্যয় করার মত সময় এখন কারো সঞ্চয়তে আছে। ধন্যবাদ ভাই।
৩| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫
নাইম রাজ বলেছেন: ভালো শেয়ার করছেন।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
৪ জনকে চিনতে পেরেছি
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ সকলের আপনার ছবি দেখার জন্য অস্থির হয়ে গেছে।
৫| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
সেলিম আনোয়ার বলেছেন: আপনার রাজা রাণী চেনা গেল।
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ কবি মহাদয় ।শুভ সকাল।
৬| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
আমার পক্ষ থেকেও সবার প্রতি অশেষ ধন্যবাদ রইলো ।
ইনারা কে বা কারা তা জানতে চেয়ে আপনাকে বিব্রত করতে চাই না !! আপনার কথা মেনেই বললাম ! ছবি কথা বলে !
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমায় বিব্রত না করার জন্য।
৭| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
প্রামানিক বলেছেন: নিজের ছবি বাদে অনেকরেই চিনতে পারলাম। কামাল ভাইয়ের ছবিটা মনে হয় আমিই তুলেছিলাম।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রামানিক ভাই কষ্ট করে পোস্টে অংশ নেবার জন্য।
৮| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১
প্রামানিক বলেছেন: থুক্কু-- হাসু মামারে এই কাজের জন্য ধন্যবাদ দেয়া হয় নাই, হাসু মামারে অসংখ্য ধন্যবাদ দিয়ে গেলাম।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই কমেন্টে মজা ফাইলাম ভাই।
৯| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একজনকেও চিনতে পারিনি। আচ্ছা আপনারা কি কেউ এদেরকে চেনেন?
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি চিনি না চিনলে বলমুনি
১০| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
ক্লে ডল বলেছেন: ইয়াহু! আমি আপনাকে অন্তত চিনতে পেরেছি!
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কাউকে খইয়েন না।
১১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০
সুমন কর বলেছেন: হায় হায়.......এসব কি করলেন !! এখন তো রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে......
* আপনি কি ফেবুতে আমার সাথে আছেন ???
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না থাকলে পাইলাম কই ?ফেসবুক আর ব্লগ মিলাইয়া আইজ চাইর বৎসরকার মত হইল আপনার দেখটাছি ।
১২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
সৈয়দ তাজুল বলেছেন: (মন্তব্যকারীদের মধ্যে) ধরে ধরে পরিচয় করিয়ে দেয়ার মত কাউকে মিলল না
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮
নূর-ই-হাফসা বলেছেন: কয়েকজন কে চেনা গেল যারা ব্লগে ছবি দিয়েছেন নিজেদের
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবু আপনার আট আঙ্গুলের কপাল কাউকে চিনছেন।
১৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬
রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা হা
নিজেরে ধইন্য মনে করলাম । সত্যিই মজা পেয়েছি নিজের দুই রকম ছবি দেখে।
এতোটা ভালোবাসার জন্য জনাব হাসুর কাছে কৃতজ্ঞতা জানাই
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাদেরকও অনেক ধন্যবাদ আপু এবং কৃতজ্ঞতা রাগ না করার জন্য।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: দেখলাম। বেশির ভাগকেই চিনতে পারলাম না।
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২২
শাহরিয়ার কবীর বলেছেন: এখানে হাসু মামু কোনটা ???
সবার জন্য শুভ কামনা ও ভালবাসা রইল।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৪৪
সমুদ্র শাঁচি বলেছেন: বিব্রত করতে মন চাইলেও করতে পরবো না বিব্রত হবেন তাই..।
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৫৪
সোহানী বলেছেন: সবাইরে চিনি কিন্তু মজা পাইলাম আমার ছবিটা নিয়া..............হাহাহাহাহাহাহা।
ওইটাতো আমি না আমার ছায়া...তাই মাইনাস নকল ছবি দেয়ার অপরাধে........ আর বাকিদের জন্য প্লাস।
লিটন ভাইয়ের পাকা চুলগুলো একেবারে ফুটে উঠেছে..............
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ২:২৬
শাহিন বিন রফিক বলেছেন: সিনিয়র ব্লগারদের ছবির এলব্যাম, খুব ভাল লাগল।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছেও ভালো লাগে।
২০| ০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:২১
ব্লগ মাস্টার বলেছেন: ভালো মজার পোস্ট।
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
২১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আরে এত দেখছি বগার থুক্কু ব্লগারদের নিয়ে এলবাম।
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
২২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৬
সেলিম আনোয়ার বলেছেন: গিয়াস লিটন ভাই তো রাজার মতন সবার উপর। সোহানী আপুর ছবি বেশ মজা পেলাম।জেন রসি চিনলাম ।রাবেয়া রহিম আপুর ছবি চেনা গেলনা ।
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনারেও চেনা বড় দায় । আপনার একটা ছবি খোঁজ করছিলাম যদি পাইতাম ছাইড়া দিতাম ভেঙে যেত আপনার সব গোপনীয়তা
রক্ষা কবজ।
২৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯
আল ইফরান বলেছেন: আমরা চাঁদগাজী চাচার একখানা ফটুক দেখতে চাই
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পাইলাম না পাইলে ওস্তাদের একখান ফটো শেয়ার দিতাম।
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৭
তারেক ফাহিম বলেছেন: সবাইকে না কাউকে কাউকে কোথাও যেন দেখছি ও মনে পড়ছেে
এই ফ্ল্যাটপর্মেইতো।
কিছু মনে করবেন না মামু, একটি ভেবে লইলাম।
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার চিন্তা শক্তি অন্যরকম।
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখানে কি প্রথমজন আপনি ? নাকি লিটন ভাই সেটা জানার খুব ইচ্ছা।
ভাললাগলো কয়েকজনকে চিনতে পেরে।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি এখানে প্রথমে শেষে ও মাঝে কোথাউ নেই।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২
তারেক_মাহমুদ বলেছেন: কে কোনটা জানতে চাইলাম না , সবাইকে একসাথে দেখে ভাল লাগলো।