![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বৈরাতন্রে চলছে দেশ,
ধর্ষন,লুট চলছে বেশ,
হচ্ছে ধর্ষন,
ভরে ধর্ষনকারীতে দেশ!
নিচ্ছে কেউ একটু খানি রেশ
চলছে পেটভোজন মাতা জননী বেশ,
সাবাস জয়ও ধ্বানি সাবাস বাংলাদেশ।
হবিগঞ্জে কিশোরী বিউটি আক্তার ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব।
বিউটি আক্তার ধর্ষণ এবং হত্যার প্রধান আসামি বাবুলকে শুধু গ্রেপ্তার করে জেলে বসাইয়া সরকারি খাবার
খাওয়ালে চলবে না,দেশের মানুষ এই ধর্ষনকারীদের ধর্ষনের সেই ধারালো অশ্রটা কেটে ফেলার পক্ষে আছে।
তাই বাবুলকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যা দেখে দেশের আর কেউ ধর্ষনের মত কাজে পা বাড়াবার
সাহসও না করে ।আর এ সকল অপরাধের বিচার অবশ্যয়ই জনসম্মুখে হওয়া উচিৎ। যাতে বিচার দেখে
অধুর ভবিষৎ কেউ এরকম অপরাধ করার সাসহ না করে ।
এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের বিচার কয়েকটি ধাপে করা যায়।প্রথম ধাপ এদের গলায় জুটার মালা
পড়িয়ে এবং উলঙ্গ করে রাস্তায় ঘোরাতে হবে,পরে তাদের সেই ধারালো অশ্রে এক কেজি ওজনের পাথর বেধে রাস্তা
দিয়ে হাটাতে হবে অবশেষে হয় জনসম্মুখে ফাঁসি নয়ত গুলি আর না হলে তাদের ধারালো সেই অশ্র কেঁটে দিতে হবে।
ঠিক একই ভাবে ধর্ষনকারী বাবুলেরও জনসম্মুখে ফাঁসি নয়ত গুলি আর না হলে তার ধারালো সেই অশ্র কেঁটে দিতে হবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নয়ন ভাই সকলের এই একটাই দাবী ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮
পরম কাঁইজি বলেছেন: সহমত
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
এই লোকের দ্রুত বিচার হোক; পুরুষাংগ কর্তন ইত্যাদির কথা বলবেন না, এসব নির্দয় কথাবার্তা আমাদেরকে আরো নৈরাজ্যের মাঝে নিয়ে যাবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ আর সহ করন সম্ভব না । সেইটা আগামি কালকের একটা পোস্ট সেখানে বিস্তারিত লেখমুনি।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:২২
নাইম রাজ বলেছেন: সহমত ।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬
নাইম রাজ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
এই লোকের দ্রুত বিচার হোক; পুরুষাংগ কর্তন ইত্যাদির কথা বলবেন না, এসব নির্দয় কথাবার্তা আমাদেরকে আরো নৈরাজ্যের মাঝে নিয়ে যাবে
বিচার হলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াই প্রয়োজন। তাই লিঙ্গ কর্তনই প্রয়োজন এদের।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯
কানিজ রিনা বলেছেন: সরকার ঘোষনা করুক ধর্ষন কারীকে প্রমান
সহ ধরতে পারলে বা শিকারক্তি দিলে প্রশাসন
পিটিয়ে মেড়ে ফেলবে। এছারা গতি নাই।
অসংখ্য ধন্যবাদ আপনার সাথে একমত।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় কানিজ রিনা আপা।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
@নাইম রাজ,
নাগরিকের ভাবনা, নাগরিকের দায়িত্ববোধ, নাগরিকের আচরণ, দেশ ও জাতির প্রোফাইল গঠন করে; নাগরিকের আচরণ দেখেই বেগম জিয়ার মতো ডোডো, বা এরশাদের মত হ্যাংলা জাতির সর্বোচ্চ ক্ষমতায় যেতে সাহসী হয়েছে; নাগরিককে দায়িত্বশীল হিসেবে আচরণ করতে হবে।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ওস্তাদ।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮
শিখণ্ডী বলেছেন: খুনি ধর্ষকের শাস্তি চাই। কিন্তু পাশবিকতা দেখালে ওর সঙ্গে ভাল মানুষের পার্থক্য থাকল কোথায়?
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাঝে মাঝে সময় সুযোগ বুঝে মন না চাইলেও নিজেকে পাষাণ বানাইতে হয়।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩
ঘাওড়া মজিদ বলেছেন: ব্লগের ফ্লাডবাজ সমকামী নিকের পেছনে যে শুয়োরের বাচ্চা আছে ওর মায়েরে আমি কুত্তা দিয়ে চোদাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩
ঘাওড়া মজিদ বলেছেন: ব্লগের ফ্লাডবাজ সমকামী নিকের পেছনে যে শুয়োরের বাচ্চা আছে ওর মায়েরে আমি কুত্তা দিয়ে চোদাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭
আবু তালেব শেখ বলেছেন: চাঁদগাজি সাহেবের মতের সাথে চললে ধর্ষন বৃদ্ধি পাবে। আপনার কথায় রাইট। এদের লিংগ কর্তন করতে হবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার আবু তালেব ভাই ।সহমত।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭
আবু তালেব শেখ বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার,
সামু কতৃপক্ষ হইতো নাকে তেল দিয়ে ঘুমাতে পারে, কিন্তু পোস্ট মেরে ঘুমালেন কেন?
আপনার কমেন্ট বক্সে এসে সম্মানটাই খাওয়ালাম ছোটভাইয়ের কাছে। ভাইয়ের সামনে এমন অশ্লীল কথাবার্তা ফটো দেখে বেশ খারাপ লাগলো
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার আবু তালেব ভাই । আমি অতন্ত দুঃখীত এবং ক্ষমা প্রাথী।
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পোস্ট দিয়ে অন্তত কিছুক্ষণ থাকবেন তো!
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার এখনো আছি,হঠাৎ অফিসে তলব করায় একটু অফিসে যেতে হয়েছিল।
আর ওটা দিলেট করেছি ।
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩
পিকো মাইন্ড বলেছেন: ইসলামী শরীয়াহই একমাত্র সমাধান।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কঠোর শাস্তি চাই।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই । দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই কঠিন শাস্তি হওয়া উচিত।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ রাজী ভাই । কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে এই সকল ব্যক্তিদের।
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪
ঠ্যঠা মফিজ বলেছেন: ধর্ষনের জোরাল বিচারের দাবী।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কাটাকাটির প্রয়োজন নেই। প্রচলিত আইন ঠিকমত প্রয়োগ করলেই হবে।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই । দুঃখ সেখানেই আইন কিন্ত প্রয়োগ নেই।
১৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪
ক্স বলেছেন: শিশু ধর্ষণের শাস্তি পুরুষাঙ্গ কর্তনের বিকল্প নেই। এর চেয়ে কোন শাস্তিই যথেষ্ট নয়। তবে প্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণের শাস্তি হিসেবে ছবিতে দেখানো শাস্তি বেশ উপযোগী মনে হয়েছে আমার কাছে।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
২০| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
ধর্ষণ বন্ধ হয়ে যাবে, চট্রগ্রামে ১ জনকে ক্রসফায়ারে দিয়েছে, এটার ঠিক মতো প্রচারণা হলে কাজ হবে; যদিও ক্রস-ফায়ারে দেয়া ভয়ংকর অপরাধ।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ওস্তাদ ।ঠিক বলছেন।
২১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭
সোহানী বলেছেন: সহমত হাসু মামা এবং সহমত ক্স।
ধর্ষন বন্ধে এর চেয়ে মনে হয় আর কোন উপায় নেই। নতুবা সেঞ্চুরী মানিকের মতো দিনের পর দিন সেঞ্চুরী করে যাবে আর বুক ফুলিয়ে চলবে। কারন এরা জানে এর কোন শান্তি হয় না। আজ ফেবুতে এটি ভাইরাল হওয়ার কারনে একে ধরেছে নতুবা হয়তো সে ও সেঞ্চুরী মানিকের মতো বিদেশে চলে যেতে পারতো।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু ।এর চেয়ে আর কোন বিকল্প পথ দেখছি না আপু।
২২| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:২২
ব্লগ মাস্টার বলেছেন: আপনার লেখার সাথে সম্পূর্ণ সহমত।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মাস্টার ভাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শিরোনামের দাবীতে আমিও