![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাটঃ ১
আমাদের ভালো মন্দ আমাদেরকেই দেখতে হবে কোনও ভারত ও মালোয়শিয়া নয়
কেননা লোক মুখে শুনলাম সেই তত্ববধায়ক সরকারের আমলে বিএমপি যখন বিভিন্ন ধর পাকরাও ক্যাচালে পরা শুরু করে তখন তারেক রহমানের অনেক টাকার খোঁজ পাওয়া
যায় মালয়শিয়ার ব্যাংকে এমন কি সে দেশে নাকি তারেক রহমান গার্মেন্টসও খুলেছিলেন।আর সেগুলো নাকি বাংলাদেশেরই সম্পদ যখন বিএমপি ক্ষমতায় ছিল তখন নিয়া নাকি মালোয়শিয়া জমা রাখছিল আর সেই বন্ধু মালোয়শিয়াও যখন তারেক রহমান
দেশে বিপদের মুখে তখন তার সঙ্গে গাদ্দারি করলো,এক পর্যায় মালোয়শিয়ার গভার্মেন্ট কুকুরের বাঁচ্চারা তারেক রহমানের মালোয়শিয়া রাখা সকল সম্পদ লুন্ঠণ করে নিল।যত যাই হোক অগুলো কোনও বিষয় না,স্বার্থের লোভে মানুষ হয়ে ওঠে জানোয়ার আর হওয়াটাই স্বাভাবিক ।সব হয় মানুষ ক্ষমতা আর অর্থের লোভে। এই আধুনা যুগে মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করা এক মহা পাপ,কুকুর বিড়াল সহ অন্যান্য জীবকূলের প্রাণীদের বিশ্বাস করা ভালো তবু মানুষকে নয়। অনেকে আবার আমায় প্রশ্ন করতে পারেন মানুষকে নয় পশুকে কেন ? আমি তাদের বলছি মানুষকে নয় অন্যান্য জীব পশু প্রাণীকে কেন বিশ্বাস করবেন জানেন,মানুষ হয়ে মানুষের বিপক্ষে মানুষ ষড়যন্ত্র করতে পারে কিন্তু কোনও পশুর পক্ষে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সম্ভব না।
পাটঃ ২
আজ দশ বছরের কাছাকাছি আওয়ামীলিগ ক্ষমতায় আছেন । আর এই বিগত দশ বছরে আমরা দেখেছি বিশ্বের আর অন্য কোনও দেশের সাথে আমাদের সুসম্পর্ক না গড়ে ওঠলেও কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক বেশ কাঠাল আঠার মত সুসম্পর্ক চলছে
সে যে স্বার্থের জন্যই হোক সম্পর্ক কিন্তু বন্ধু সুলভ।আর শুধু স্বার্থ তা নয় ভারতের সাথে
আমাদের নারীর টাণ থুক্কু নারী নয় নাড়ের টাণ রয়েছে সেই পাক আমল থেকেই,তার
ওপরে দেশে মুক্তিযুদ্ধের সময় ভারত স্বার্থের লোভেই হোক আর যে কারনেই হোক আমাদের অনেক উপকার করছে। তাছাড়াও ইন্দ্ররাগান্ধীর আমল থেকেই ভারত বাংলাদেশকে বেশ ভালো বেসে আসছে ।আরেকটু বলতে গেলে বলতে হয় মাননীয়
প্রধান মন্ত্রীর সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো।
আমি আমার এই লেখায় ২টি পার্টে যেটা বোঝাইতে চাইছি সেটা হল যদিও কোনও কারনে বা রাজনীতির জটিল পরিস্থিতে দেশ ছেড়ে চিরদিনের জন্য আওয়ামীলিগের নেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে পলায়ন করতে হয় তাহলে তার জন্য চিন্তা নাই;তিনি ভারত যাইয়া পলায়ন করতে পারবেন সে পথ তার জন্য খোলা আছে ।
বিএনপিকও যদি একই অবস্থা বা পরিস্থিতির মোকাবেলা করতে হয় তাহলে তাদের জন্য
সিঙ্গাপুর বা মালয়শিয়ায় ব্যবস্থা আছে ।কেননা তারা ক্ষমতায় থাকা অবস্থায় মালশিয়া আর সিঙ্গাপুরে দেশের অর্থ সম্পদ নিয়ে জমিয়ে রাখছেন।
কিন্তু কথা হল আমাদের সাধারন মানুষদের বা কিছু মানুষ ছাড়া পুরো জাতির জন্য যেকোনও জতিলতায় মরণ ছাড়া আর কোনও বিকল্প পথ খোলা নাই ।
এদের এসব মিষ্টি হাসির ভিতর যত ধরনের কুৎসিত আর নোংরামি পালায়ন করে থাকে ।তাদের উজ্জল ঝকঝকে
হাসির ভিতর সেটা বোঝা বড় দায়।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
জাতি এঁদের ভালোবাসেন; নজ পায়ে কুড়াল মেরে এদের সুখ শান্তির ব্যবস্হা করে যাচ্ছেন।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাই নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত কেহ আমাদের সুখ দুঃখ দেখে না।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমাদের নবাব সিরাজকে দরকার আবারো।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই এখন একমাত্র রাস্তা আছে অয়ন ভাই।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
ভারত ও বার্মার সাথে আমাদের সুসম্পর্ক থাকার দরকার আছে।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা চাইলে কি হবে ওস্তাদ ভারত আর বার্মাতো নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০
সে্নসেটিভ শিমুল বলেছেন: সবাই বুঝে কিন্তু.।.।.।.।.।.।।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেউ কিছু বলার সাহস পায়না ।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১/ মানুষের চেয়ে পশু, পক্ষী ভাল।
২/ বাংলাদেশ কূটনৈতিক ও ভূরাজনৈতিক দিক দিয়ে শুরু থেকেই দুর্বল।
৩/ শেষের ছবিতে ম্যাডামেকে দারুন লাগছে।
৪/ পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই পরিবারতন্ত্র না বাদ হলে দেশের উন্নয়ন হবে না।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
হাঙ্গামা বলেছেন: উচিত কথা। উচিত শিরোনাম। +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
পোষ্টে এখনো কারো কান্দাকাটি দেখলাম না। আফসুস
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।পোস্ট হয়ত এখনো অনেকেরি নজরেই পরে নাই।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশ হচ্ছে ভারতের বাজার, বোংলাদেশে সকল পণ্য ভারতের, এতো বড় বাজার নিয়ে রাজনিতি কেনো অনেক কিছুই হতে পারে ।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের অলসতা এর জন্য প্রধান দায়ী।
৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
শাহিন বিন রফিক বলেছেন: আপনাকে একটা ব্যাক্তিগত প্রশ্ন করি, আপনি কি কখনও এই দু'দলের বাহিরে কাউকে ভোট দিয়েছেন যারা এই দু'দলের জোটে নেই।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার এখনো ভোট দেয়ার মত সৌভাগ্য হয়নি।
১০| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন: হাসু মামা,
আমাকে আপনাকে ৫০ টা টিভি চ্যানেল দিয়ে দিলে আমরা ও অলস হয়ে যাবো, এই দেশে কুষক কর্মি মারা গেছে টিভি দেখে দেখে ।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব কিছুর পাশাপাশি বিনোদনের বিকল্প নেই।
১১| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন: হাসু মামা, বিনোদনের চাপে আমার ওয়ারহাউজের বারোটা বেজে যাচ্ছে, এখন এতো দিনের পুরোনো গুদামঘর ঢাকা’র বাইরে স্থানান্তর ও বিশাল ব্যায়বহুল, আমার পোষ্টে গেলে বিনোদোনের কিছু নমুনা পাবেন। ধন্যবাদ হাসুমামা দেশটা পাকিস্তান ভারত আর রহিঙ্গাদের, আমার মতো মানুষের না ।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আপনি যা মনে করেন।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
আকতার আর হোসাইন বলেছেন: ভালো বিশ্লেষণ করেছেন।
পালিয়ে যাবার জন্যে
হাসিনার পথ যতটা সুগম, খালেদার ততটা না।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খালেদা আর পলায়ন করেই বা কি করবে তার হিসাব নিকাশ শেষ।
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
পলাশবাবা বলেছেন: কমিউনিষ্ট কমরেডবৃন্দ গাঁজা খেয়ে স্বপ্ন দেখে তারা অচিরেই "বিপ্লব" করিবেক । খিক খিক খিক।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পিক পিক পিক ।
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা এসেছেন বিচার করতে, দেশ চালানো উনার প্রাথমিক উদ্দেশ্য নয়; উনি যেটা করতে এসেছিলেন, উনি সেটা করেছেন। উনাকে আসলে বেগম জিয়ার সাথে মেশানো সঠিক হবে না।
বেগম জিয়া এসেছিলেন লোভে, শেখ হাসিনা এসেছিল ক্ষোভে
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এরা দুজনেই শয়তান বুড়ি ।এদের জন্য দেশ ও মনুষের অবস্থা বারো পর তেরোটা পার হয়ে যাচ্ছে ।
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: আপনি আপনার বক্তব্য স্পষ্ট সহজ সরল ভাষায় বলেছেন। অনেকেই যা পারে না।
আপনার আপনার সাথে সম্পূর্ণ একমত না হলেও আপনার মতামতকে সম্মান করি।
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭
ঢাবিয়ান বলেছেন: @ চাদ্গাজী, জিয়া পরিবাররের মত শেখ পরিবারও হাজার কোটি টাকা লন্ডন, আমেরিকা, কানাডায় পাচার করেছে। আপনার কাছে এই পাচারকে "লোভ" মনে না হয়ে "'ক্ষোভ"" মনে হওয়াটা একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত ।
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সে আর বলে লাভ নাই,ওস্তাদ আমার আবার একটু ওপক্ষে
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সোজা সাপ্টা কথা কোন ঘোরপ্যাঁচ নেই।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কোন উপায় নাই মরণ জীবনে একবার আসবেই দুইদিন আগে আর পরে । তবে আগে আগেই মরা ভালো অন্তত পাপ কিছু কম হবে।
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৪
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
এদের এসব মিষ্টি হাসির ভিতর যত ধরনের কুৎসিত আর নোংরামি পালায়ন করে থাকে ।
-ভাইসাব চরনটা বুঝতে পারলাম না।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুষ্ট লোকের মিষ্টি কথা
যা পরে হয় শুধু কারন অকারনে ব্যথা।
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো আলোচনা।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আগামীতে আরো ভালো আলোচনা চলবে ।
২০| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২
আরািফন বলেছেন: আওয়ামী বিএনপি সংঘাতটা রাজনৈতিক হয়নি, হয়েছে পেশীগত; কারণ ১৯৭৫ সালে আওয়ামী রাজত্বের অবসান হয়েছে হত্যাকান্ডের মধ্য দিয়ে, রাজনৈতিকভাবে নয়।সেই সময় থেকেই সংঘাতের জন্ম নিয়েছে এবং ক্রমেই তা বড় হয়েছে: ১৯৯৬ সাল, ২০০১ সাল, ২০০৬ সাল, ২০১৩ সাল, ২০১৪ ও ২০১৫ সালে। আর আওয়ামী বিএনপি সংঘাতের মাশুল দিতে হচ্ছে আমজনতাকে......
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন আমার মতে আমজনতার উচিত এই দুই দলে এই প্রধান দুই নেত্রীকে জনগন নিজ হাতে বিচার করা ।
কেননা এদের আস্তে আস্তে অনেক পাপ জমে যাচ্ছে ।
২১| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১
ব্লগ মাস্টার বলেছেন: আমার কিছু বলার নাই।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
২২| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দুটি পরিবারই পুরো জাতির জন্য অভিশাপ!
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু বলার নাই সাধারন মানুষের।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: শিরোনাম টা সেই লেভেলের!!! দারুন বলেছেন, ধন্যবাদ।