|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমি অত প্যাচগুছের কিছু দেখি না ;আমি সহজে যেটা বুঝি সেটা হল: আমি সারা বছর খুব পরিশ্রম করে লেখা পড়া করলাম
অতপর যখন আমি একটা পরীক্ষা হলে বসে পরীক্ষা দিচ্ছি তখন দেখা গেল আমার পাশের সিটে বসা পরীক্ষাটি সারা বছর বই
ছুঁয়েও দেখে নাই কিন্তু আমার পরীক্ষার খাটা দেখে লেখল এবং পরীক্ষার রেজাল্ট যখন বের হল তখন দেখা গেল আমার যে ফলাফল
তারো সেই একই ফলাফল অবশেষে দুজনে মিলে ভাগ্যক্রমে যদি কোন সরকারী চাকুরির জন্য অ্যাপলিকিশন করি বা জমা দেই দেখা
যাবে আমার খাতা দেখে লেখে পরীক্ষায় পাশ করা ব্যক্তির চাকুরি হয়ে গেল আমার হল না,তার কারন ওই ব্যক্তির মাথার ওপর হয়ত
বাবা না হলে চাচা,মামার মুক্তিযোদ্ধার কোটার ছায়া আছে,আর তারই শক্তি বলে ওই ব্যক্তির চাকুরি হয়ে গেল অথচ আমি যে সারা বছর
কত পরিশ্রম করে লেখা পড়া করলাম তার সঠিক মূল্যায়ন পেলাম না। আসলে আমার হিসেবে কোটাগুলো কিছু পর্যায় সীমাবদ্ধটা বা
কোটার ক্ষমতা প্রয়োগের অনুমদোন না দেয়া।যেমন চাকুরির ক্ষেত্রে না দেয়া প্রয়োজন এবং এরকম বেছে বেছে কিছু বিষয় কোটা থেকে
অভমুক্ত রাখতে হবে ।এক কথায় চাকুরির ক্ষেত্রে কোটা বাদ দিয়ে দিতে হবে ।  এখানে যার যার মেধা অনুযায়ী চাকুরি পাবে,কোনও কোটার
ক্ষমতায় না । বিশেষ করে কোটা শুধু যারা মুক্তি যুদ্ধে অংশ গ্রহন করছেন তাদের নিজেদের জন্যই বহাল রাখলে ভালো হয়,পুরো বংশ সহ
নয়। এতে করে অন্তত দেশের অনেকের আসল মেধা পরিচয় পাওয়া যাবে যেমন অন্যদিকে শিক্ষাতীরাও ভালোভাবে শিক্ষার দিকেমনযোগী হবেন।
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:০৩
১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই সব আসল সত্য গুলো অনেক জ্ঞানী পাগলাদের মাথায় কেন যে এখনো ডুকছে না ।
২|  ১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:০৭
১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:০৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী যার যার পরিশ্রমের হক তাকে তাকে বুঝিয়ে দিন !
  ১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:১১
১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আস্তে বললে হবে না জোরছে বলতে হবে । 
৩|  ১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৪৩
১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: সকাল সকাল একটা দাবি তুলতে চাই। সরকারের কাছে অনুরোধ, ভেবে দেখবেন।
বাংলাদেশের জন্ম যারা মানতে পারেনি, যারা রাজাকার, ঘাতক হিসাবে চিহ্নিত তাদের জন্য বাংলাদেশের সকল সুযোগ সুবিধা নিষিদ্ধ করা হোক। যুদ্ধাপরাধী, রাজাকার বা তাদের সন্তানেরা যারা সরকারী চাকুরিতে বা বিভিন্ন বাহিনীতে আছে তাদেরকে বরখাস্ত করে প্রকৃত দেশপ্রেমিকদের নিয়োগ দেয়া হোক। মুক্তিযুদ্ধ বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। ৭৫ পরবর্তী সময়ে কোথায় কারা কী করছে সেসব তথ্য প্রকাশ করে ব্যবস্থা নেয়া হোক।
জয় বাংলা।
  ১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:১৭
১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় বঙ্গবন্ধু,
৪|  ১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৫০
১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৫০
ব্লগ মাস্টার বলেছেন: সকাল সকাল আপনার পোস্ট পড়েই শুরু করছি ব্লগের কমেন্ট ঘরে আগমণ ।
  ১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:১৭
১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৫|  ১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৫৩
১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৫৩
কেএসরথি বলেছেন: সাথে শেয়ারবাজারের টাকাগুলোও!!! খিকজ!
  ১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:১৮
১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৬|  ১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:২০
১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:২০
চাঁদগাজী বলেছেন: 
উনার হিসেব নিকেশের সাথে অনেকের হিসেব নিকেশ মিলবে না
  ১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:১৮
১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন ওস্তাদ।
৭|  ১০ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৪০
১০ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৪০
ব্লগ সার্চম্যান বলেছেন: সকলে সফলতা বয়ে আনুক।
  ১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:১৯
১১ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকলের জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৫৮
১০ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৫৮
ঢাবিয়ান বলেছেন: ছাত্ররা এবার ক্ষমতা ধরে রাখার মুল জায়গায় আঘাত করেছে। কোটা প্রথা মুলত রাখা হয়েছে দলীয় লোকদের ঢোকানোর জন্য। আজকে যারা পুলিশে, প্রসাসনে সর্বোচ্চ আসনে বসে আছে, খোজ নিলে দেখবেন এরা সবাই কোটা দিয়ে ঢুকেছে। এদের কাজ যে কোন মূল্যে সরকারের গদি টিকিয়ে রাখা। বিনা ভোটে একজন সরকারকে টিকিয়ে রেখেছে এই পুলিশ এবং প্রসাশন।