|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গত কয়েকদিন যাবত এই কোটা প্রথা সংস্কার নিয়ে কি ঘটল তা সরজমিনে আমরা সবাই দেখেছি ।সাধারন ছাত্রছাত্রীদের একটা 
ভালো বিষয় বিষয় নিয়ে বা নিজেদের অধিকার আদায়ের লক্ষে কঠর যুদ্ধ করতে হল এমন কি বহু সংখক ছাত্রছাত্রীদের রক্ত দিয়ে
 সর্বশেষ পযন্ত রাজাকারের ট্যাগও নিতে হয়েছে,আর এ সব কিছুর অবসান ঘটিয়ে সোনর বাংলার সে হিরের টুকরোরা ফের প্রমান
করল এখনো আমাদের রক্তের ত্যাজ কমে যায়নি;আমরা চাইলে বিশেষ করে বাংলাদেশের ছাত্রছাত্রীরা চাইলে তারা অনেক কিছুই
করতে পারে।আর এর বড় প্রমাণ এই কোটা প্রথা আন্দোলন।তারা এই আন্দোলনে বিজয় অর্জন করেছে ।আমাদের বাংলাদেশে কোটা 
পদ্ধতির সংস্কার নিয়ে যে আন্দোলন হল সেটা নিয়ে আজ বুধবার সংসদে এক প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এখন 
থেকে সব কোটা পদ্ধতি বাতিল। সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত জানান।
তিনি বলেন "কোটা পদ্ধতি থাকলে দেশে সব সময় এই ধরণের আন্দোলন হবে বার বার। প্রতিবন্ধী বা ক্ষুদ্র-নৃগোষ্ঠী যারা আছেন তাদেরকে আমরা অন্যভাবে চাকরীর ব্যবস্থা করে দিতে পারবো।তাই কোটা পদ্ধটি বাতিল করা হল।
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০  ১১ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:৩১
১১ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ প্রশ্নফাস জাতি আর কিছু না পারলেও একবার চটে গেলে আবার অনেক কিছুই করতে পারে ।
২|  ১১ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:০৮
১১ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:০৮
হাফিজ বিন শামসী বলেছেন: 
প্রধানমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট। তাঁর আজকের বক্তব্যের ওপর ভিত্তি করে কোন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
  ১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:০৮
১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাও ঠিক বলেছেন।
৩|  ১১ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৩৯
১১ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন: 
এই প্রতিবাদের দরকার ছিলো, উনি বেকারত্বের কষ্ট বুঝতে পারছেন না; উনি  জানতো না যে, পদ্মাসেতু নিজের টাকায় করা যায়, চাপে পড়ে শিখেছেন; এখন চাপে পড়ে বুঝবেন যে, চাকুরী সৃষ্টিও সম্ভব।
  ১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:০৯
১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো সেটাই মনে হয় ওস্তাদ।
৪|  ১১ ই এপ্রিল, ২০১৮  রাত ৯:২০
১১ ই এপ্রিল, ২০১৮  রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রীর কৌশলী বক্তব্যকে স্বাগত ।
  ১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:০৯
১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৫|  ১১ ই এপ্রিল, ২০১৮  রাত ৯:৩৩
১১ ই এপ্রিল, ২০১৮  রাত ৯:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'তিনি' বলেছেন বলেই এখনও সময় আসেনি উপসংহারে আসার। তবে সত্য হলে কাজের কাজই হলো এই আন্দোলনে...
  ১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:১১
১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখা যাক ভাই কি হয়।আমরাতো কেবল দর্শক  
৬|  ১১ ই এপ্রিল, ২০১৮  রাত ৯:৪৫
১১ ই এপ্রিল, ২০১৮  রাত ৯:৪৫
তার ছিড়া আমি বলেছেন: "যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্দী, তাদের অন্যভাবে চাকরীর ব্যবস্থা করে দিতে পারবো।" প্রধান মন্ত্রীকে সাধুবাদ জানাই, যদি তিনি মন থেকে কথাটি বলে থাকেন।
  ১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:১১
১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।।
৭|  ১২ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:৩৭
১২ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:৩৭
ব্লগ সার্চম্যান বলেছেন: আচ্ছা এটাকি ওনার মনের কথা।
  ১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:০৭
১৩ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কইতে পারি না ভাই।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
১১ ই এপ্রিল, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
মাথায় কদুর তেল দেন, মাথা ঠান্ডা করেন; উনার রাগ কমুক, তখন বুঝা যাবে।