|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
পোস্টের প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই ।শুভ নববর্ষ।
আশা করি সকল ব্লগার ভাই বোন এবং বন্ধু সম বয়সী বন্ধুদের বছরের প্রথম দিনগুলো পরিবার স্বজনদের নিয়ে খুব ভালো কাঁটছে । 
এবার পোস্টের মূল বিষয় আলোচনায় ফেরা যাকঃ ইতি মধ্যে আমরা জেনেছি সরকার
অনলাইনের যেমন গুগল,ফেসবুক,ইউটিভ,ইয়াহু সহ বিভিন্ন সাইটগুলোর উপরে কর আরোপ করছেন আর সে জন্য আগে থেকেই আমাদেরও প্রস্তুতি নিয়ে থাকতে হবে বলা যায়না এমনো হতে পারে বাংলা ব্লগ সাইটগুলোর ওপরেও কর নিয়ে ধরপাকরাও চলতে পারে ।হ্যা ইতি মধ্যে আমরা যারা বাংলা ব্লগার তারা জেনেছি সারা বিশ্ব জুড়ে সব চেয়ে বড় বাংলা ব্লগ হল আমাদের প্রিয় সামহোয়্যার ইন বাংলা ব্লগ,তাই যত বেশি ভয় এই প্রিয় ব্লগটি নিয়ে ।কেননা সরকারের যদি ব্লগের প্রতি নজর পরে তাহলে সবার আগে আমাদের প্রিয় এই স্থানটির ওপরেই পরবে । আর সে জন্যই আমাদের সবাইকে প্রিয় এই ব্লগটা বাঁচিয়ে বা টিকিয়ে রাখতে আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে ।প্রশ্ন হতে পারে কি ভাবে টিকিয়ে রাখবো ? যদি সরকার ব্লগের ওপর আর্থিক চাপ প্রয়োগ করেই তাহলে আমাদের সকলের প্রিয় ব্লগটির পাশে যে ভাবে দাঁড়াতে হবেঃ
 ধরুন আমরা যারা নিয়মিত প্রতিদিন সামুতে পোস্ট প্রকাশ করছি, তারা যদি ব্লগে প্রতি মাস শেষে না হয় দুই মাস অন্তত তাও সম্ভব
না হলে তিন মাস বা ছয় মাস পর অথবা বছর শেষে ব্লগে কিছু করে অনুদান দেই সেই ক্ষেত্রে কেমন হয় ।এখানে কথা হল অনুদান কে
কোন চোখে নিবেন সেটা আপনার একান্ত নিজর্স ভাবনা তবে অক্ষর ক্ষেত্রে অনুদান অর্থ হল সহযোগিতা অথবা একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়ানো ।তাই আসুন আমরা সরকারের হাত থেকে ব্লগটিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তা নিয়ে ভাবি এবং ব্লগের প্রতি আমাদের সহানুভূতির হাতটুকো বাড়িয়ে দেই । দেখুন ব্লগে আমাদের দেয়া অর্থ কিভাবে ব্যায় করা হতে পারে ।
যেমনঃ
(১) ব্লগ কৈতৃপক্ষ পাবে ১% 
(২) ব্লগ মডারেট পাবে ১%
(৩) ব্লগ অর্থরিতি পাবে ১%
(৪) ব্লগ সরমঞ্জাম এবং বিভিন্ন সমসাময়িক সমস্যার জন্য ১% জমা রাখতে হবে ।
(৫) সরকারকে ভ্যাট ১%
(৬) বিভিন্ন দুস্থদরিদ্র অসহায় লোকদের জন্য ১%
(৭) ব্লগ ম্যানেজ ম্যান্টের জন্য ১%
(৮) বছর শেষে সেরা কবিতা লেখক প্রতিভাদের জন্য ১%
(৯) বছর শেষে সেরা গল্প লেখক প্রতিভাদের জন্য ১%
(১০) বছর শেষে সেরা সময় সাময়িক এবং বিভিন্ন ইতিহাবিষয় লেখক প্রতিভাদের জন্য ১%
(১১) বছর শেষে সেরা রম্য লেখক প্রতিভাদের জন্য ১%
(১২) বছর শেষে সেরা রাজনীতিক হালচাল প্রেক্ষাপত লেখক প্রতিভাদের জন্য ১% 
(১৩) বছর শেষে সেরা মুভি রিভিউ লেখক প্রতিভাদের জন্য ১%
(১৪) বছর শেষে সামু থেকে বাছাইকিত সেরা লেখা নিয়ে বই বের করা হবে,তার খরচ ভাবদ ১% ।
(১৫) ব্লগের বিশেষ ফাউন্টে ১% জমা রাখা হবে ।
আর এভাবে সবাই মিলে ব্লগের পাশে দাঁড়াতে পারলে আমি নিশ্চিত সরকারকে ব্লগারদের শক্তি সম্পর্কে বোঝানো সম্ভব হবে ।
পোস্টটি ফান হিসেবেই লেখা তবে সত্যিকার অর্থে কথাগুলো কার্যকরিতা করা হলে কেমন হবে আমার জানা নেই । 
লেখাটি কারো কাছে খারাপ মনে হলে জানাবেন মুছে দেয়া হবে।
 ২২ টি
    	২২ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৩৫
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যিই বলছেন ।
২|  ১৫ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:২৩
১৫ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:২৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমার মনে হয় লেখাটি রম্য। সত্যি ভালো গেলেছে। তবে প্রস্তাবগুলি মন্দ নয়।
  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৩৭
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল ।বলা যায়না দেশের আর্থিক যে অবস্থা আমরা না দিলে সরকার কোথায় পাবে।
৩|  ১৫ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:২৪
১৫ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:২৪
ঢাকাবাসী বলেছেন: সরকারের টাকা দরকার গুগল ফুগলকে ধরছে তো সামু বাদ যাবে কেন?
  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৩৮
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাই দেশের আর্থিক যে অবস্থা আমরা না দিলে সরকার কোথায় পাবে বলেন । 
৪|  ১৫ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:৩২
১৫ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:৩২
ক্স বলেছেন: সামুর টাকা কই যে সরকার সামুর দিকে তাকাবে?
  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৩৯
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার আমার পকেটে টাকা থাকলেই চলবে সরকার ওখান থেকেই নিবে।
৫|  ১৫ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:৫২
১৫ ই এপ্রিল, ২০১৮  সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: সাধারন মানুষ যে পরিমান ভ্যাট দেয়, সেই পরিমান ভ্যাট সরকার পায় কখন?
  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৪২
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি যদি খেতে নাই পারি তাহলে খাবার নষ্ট করে মানুষের মুখের খাবার জীবজন্তু পশুদের মুখে তুলে দিয়ে লাভ কি।
৬|  ১৫ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:০৪
১৫ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:০৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমি ভ্যাট দিতে পারুমনা।
  ১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৪৪
১৬ ই এপ্রিল, ২০১৮  সকাল ৭:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার  দায়িত্ বেশি তাই আপনার ওপর ডাবল কর আরোপ করা হইল। 
৭|  ১৬ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:০৫
১৬ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:০৫
*** হিমুরাইজ *** বলেছেন: এমন হলে ভালই হত মামু।
  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৬
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও ভালোর পক্ষেই।
৮|  ১৬ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:০২
১৬ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:০২
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো কথা কৈ মাছের তেল দিয়ে কৈ ভাজা। 
  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৭
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জি যা ধরেছেন।
৯|  ১৬ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৫৫
১৬ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৫৫
ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর ভাবনা আপনার সাধুবাদ জানাই।
  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৮
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
১০|  ১৬ ই এপ্রিল, ২০১৮  রাত ১০:৪১
১৬ ই এপ্রিল, ২০১৮  রাত ১০:৪১
সোহানী বলেছেন: আইডিয়া খারাপ না............ বাট সামুর নিজেরই ইনকাম এর খোঁজ নাই...............
  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৯
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নেই তো কি হয়েছে আপু ভবিষৎ হবে । 
১১|  ১৭ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:৪৩
১৭ ই এপ্রিল, ২০১৮  সকাল ৮:৪৩
থিওরি বলেছেন: সর্বমোট ১৫% হল! বাকী ৮৫ভাগ কি শুভঙ্করের ফাকি? নাকি আবার আনায় ফিরে গেলেন!!?
  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:১১
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই ১৫ % সঠিক ভাবে কার্যকরিত হলেই দেখবেন বাকি ৮৫% এমনেই হাতে চলে আসবে । 
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৫৯
১৫ ই এপ্রিল, ২০১৮  সকাল ৯:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মামা, আপনার মাথায় এসব ভূত কেন চাপলো বুঝছি না!!!

সরকারের সিদ্ধান্তটা ঠিক। তবে সামুর উপর ট্যাক্স আরোপ করার সম্ভবনা নাই। মাথায় কদুর তেল দিয়ে ঘুমান।