|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
এই একটা ভালো সুযোগ আইছে এতদিনে আলমাড়িতে বন্দী থাকতে থাকতে মরিচা পরে জং ধরে গেছে এই সুযোগ সরকার
ফ্রীতে আলমের ১নং পঁচা সাবান দিচ্ছেন আমাদের মত সরকারি এবং সাধারন মানুষের অর্থ সম্পদ লুটেরাদের জন্য; যাতে 
আমরা সেই সব অর্থ সম্পদ আলমাড়ি থেকে বের করে ধুয়ে পরিস্কার করি তার জন্য সরকার আমাদের সুযোগ দিচ্ছেন । কিছু 
করার নাই এই সকল সুযোগ সুবিধা না দিলে অনেকেরি ভবিষৎ পিট বাঁচানো সম্ভব না ।আগামী ২০১৮ এবং ১৯এর অর্থ
বাজেটে কালো টাকা সাদা করার বিশাল সুযোগ পাচ্ছেন কালো টাকা পাচারকারী মালিকরা। তবে আমি এর পক্ষে আছি কারন হল দেশে অর্থনৈতিক অবস্থা যে মন্দা যাইতেছে তাতে এরকম একটা সুযোগ ধরকার তাতে অন্তত দেশের সাধারন মানুষ দুই বেলা খেতে পারবেন সাথে কিছু টাকা পয়সারো মুখ দেখবেন। অনেক সুযোগ সুবিধা থাকা সর্ত্বেও এবং হাতে অনেক অর্থ সম্পদ বন্দী থাকা সত্বেও অনেকে 
টাকা পয়সা বিনিয়োগ করতে পারছিলেন না তারা যদি এই সুযোগটি কাজে লাগান আমি মনে করি দেশেষ অর্থনৈতিক অবস্থার
অনেক পরিবর্তন হবে ।
 ১৬ টি
    	১৬ টি    	 +০/-০
    	+০/-০  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩৯
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: Click This Link
২|  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৫২
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৫২
Zinat Imam বলেছেন: "দেশের টাকা দেশেই থাকুক।" পঁচা সাবান এর কনসেপ্ট টা ভালো। পড়ে ভালো লাগলো।
  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৫৬
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ জিন্নাত ইমাম আপু। আপনাকে আমার এই ছোট্র ব্লগ ঘরের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। 
৩|  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:১০
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:১০
মোস্তফা সোহেল বলেছেন: মামা আমাদের কোন টাকা নাই চিন্তাও নাই।
  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:১৩
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: টাকা থাকলেও কোন ঝামেলা নাই সুযোগ পাবেন। 
৪|  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:৫৩
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১:৫৩
অক্পটে বলেছেন: মামা আওয়ামীলীগ আমলে এটাকে কালো টাকা বললেন কেন? বরং আপনার বলা উচিৎ ছিল "অপ্রদর্শিত অর্থ" কালো টাকার ট্যাগটা বিএনপির ক্ষেত্রে বললে ভালো লাগে আমরা অনেকে খুশি হই। আ.লীগ আর কালো টাকা এটা এক সাথে যায় না। আওমীলীগ আর উন্নয়ণ এটা ঠিক আছে, অপ্রদর্শিত অর্থ এটাও তো উন্নয়ণেরই জন্য।
  ২১ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:২৩
২১ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আগে ভাবিনাই ভালো একটা কথা বলছেন।
৫|  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ২:০৩
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ২:০৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: তবে সার্পএক্সেল ব্যবহার করলে মনে হয় আরো ভালো হবে।
  ২১ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:২৩
২১ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৬|  ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ২:০৮
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ২:০৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখনই সঠিক সময়।
  ২১ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩৪
২১ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সময় চলে গেলে আর ফিরে আসেনা।
৭|  ১৮ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৫২
১৮ ই এপ্রিল, ২০১৮  বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: সেই কালো টাকা গুলো দিয়ে যদি দেশে কলকারখানা স্থাপন করা হয় তাহলে দেশে বেকার সমস্যা কিছুটা লাঘব হবে।
  ২১ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩৫
২১ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন ভাই।
৮|  ১৮ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:২৯
১৮ ই এপ্রিল, ২০১৮  রাত ৮:২৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো খবর।
  ২১ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩৫
২১ শে এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩১
১৮ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৩১
সৈয়দ তাজুল বলেছেন: মামা, আজ সকালে পত্রিকা পড়া হয়নি!

খবরটা স্পষ্ট করুন