![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়ে বিশ্বের সাথে আরো একবার নতুন ভাবে পরিচিত হওয়ায় অভিনন্দণ জানাই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ।তার এই সফলতাকে সাধুবাদ জানাই ।আজ ক্রবার অস্ট্রেলিয়ার সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন সম্মেলনের সভাপতি আইরিন ন্যাটিভিডাড ।আর এটা পান তিনি
নারী নেতৃত্বের যে সফলতা অর্জন করেছেন,তারই স্বীকৃতি হিসেবে।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন ওস্তাদ,আমিও সহমত
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৬
অর্ধ চন্দ্র বলেছেন: শুভেচ্ছা
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৭
ব্লগ মাস্টার বলেছেন: অভিনন্দণ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়
'.......... অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনোদিন একসাথে হয়ে দেশের কোনো কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয় ............' ------------------------------------------------------------বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের 'অমাপ্ত আত্মজীবনী', পৃষ্ঠা ২৭৩
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কু গুরু ভাই।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
পুরস্কার নিয়া করমু কি?? খামু???
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাবতে ভাবতে দুটি চোখ অন্ধ মোর
খোলওনা বন্ধু তোমার বন্ধ ঘরের বন্ধ ডোর।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২
শহীদ আম্মার বলেছেন: চাঁদগাজীর সাথে একমত। তবে এতে সমস্যা আছে। রওশন এরশাদের পাশাপাশি মতিয়া চৌধুরী-মমতাজ বেগমদের চাকুরী দেওয়ার জন্য পুরস্কার পেতে থাকলে এতসব পুরস্কার রাখার জন্য বাংলাদেশ সমান একটা সুকেইস এর প্রয়োজন হবে। আর এতবড় সুকেইস নিজস্ব অর্থায়ণে তৈরী করতে গেলে বাচ্চাদের টিফিনের টাকা-বিদেশগামীদের বিমান টিকিটের উপর ধার্যকৃত সদকা-গামেন্টস শ্রমিকদের একদিনের বেতনের টাকা এসব তোলার জন্য টেন্ডারের আহবান করা লাগবে। রীতিমত বৈশাখী আমেজের একটা উৎসবই হবে বটে!!!!!!!!
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কথা
৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
হাঙ্গামা বলেছেন:
এই পুরস্কার দেশ ও জাতির সকল সমস্যার সমাধান এক নিমিষেই করে দিবে।
চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে.....দুর্নীতি বন্ধ হবে......(কয়টা কমু ?)
০১ লা মে, ২০১৮ ভোর ৪:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩
পলাশবাবা বলেছেন: যারা পুরুষ্কার দিচ্ছেন তারা কারা ?
বিস্তারিত পড়লে মজা পাইবেন। খিক খিক খিক ।
০১ লা মে, ২০১৮ ভোর ৪:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
উনাকে আরো একটি পুরস্কার দেয়ার দরকার রওশন এরশাদকে চাকুরী দেয়ার জন্য।