নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

এবার বার্মাজিরা খ্রিস্টানদের ওপর হামলা করছেন

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৪

বার্মার উত্তরাঞ্চলীয় প্রদেশে উপজাতি কাচিন বিদ্রোহী এবং সেনাবাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনায় হাজার হাজার খ্রিস্টান ধর্মের মানুষেরা ঘরবাড়ি ফেলে রেখে বার্মা থেকে পালাচ্ছেন।জাতিসংঘের তথ্যসূত্রে যতটুকো জানা যায় চলতি মাসের শুরু থেকে এই পর্যন্ত প্রায় চার হাজার মানুষ তাদের ঘরবাড়ি থেকে পালিয়ে গেছে। সাম্প্রতিক সেই অঞ্চলে কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন এবং সরকারি বাহিনীর মধ্যে পুরনো দ্বন্দ্ব নতুন করে শুরু হওয়ার কারণেই নাকি এই ঘটনা ঘটছে।অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীরা জানিয়েছেন যে তারা বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছেন।আর এদিকে চীনের সীমান্তবর্তী সংঘাত-পীড়িত এলাকাগুলোয় হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলেও ধারণা করা হচ্ছে। দাতব্য সংস্থাগুলো ওই এলাকায় যেতে সরকারের অনুমতি চেয়েছেন।প্রসঙ্গত, কাচিন জনগোষ্ঠীর লোকেরা প্রধানত খ্রিস্টান এবং ১৯৬১ সাল থেকে তারা বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে স্বায়ত্বশাসিত এলাকা প্রতিষ্ঠার দাবিতে লড়াই করে যাচ্ছে। কেআইএ বিদ্রোহীদের হাতে প্রচুর অস্ত্রশস্ত্র আছে এবং তারা অন্যতম শক্তিশালী একটি বিদ্রোহী গ্রুপ বলে মনে করা হয়।
তথ্যসূত্রঃ বিবিসি

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


তারা কোনদিকে পালাচ্ছে?

বার্মার মতো দেশে স্বায়ত্ব শাসন চাওয়ার কোন অর্থ আছে? লোকগুলো বেকুব; দেশে মোটামুটি ডিক্টেটরশীপ, সেখানে স্বায়ত্ব শাসন?

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো আসলে মানুষ বলেনা সুখে থাকতে ভূতে কিলায় সে অবস্থা হইছে বার্মার খ্রিস্টাণদের । ;) এমনে ছিলি সুখেইতো ছিলি কি ধরকার ছিল খামোওক্কা বর্মা পাগলা কুত্তা গুলার সঙ্গে লড়াই করার। :(

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩৩

কাওসার চৌধুরী বলেছেন: মায়ানমারের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে অনেকগুলো বিদ্রুহী গ্রুপ আছে। এরা প্রতিনিয়ত সরকারের সাথে যুদ্ধে লিপ্ত। আর কাচিন বিদ্রুহীরা চীন থেকে ভারী অস্ত্র চোরাই পথে কিনে আনে। আর এলাকাটি গহীন জঙ্গলে আবদ্ধ তাই বিদ্রহী দমন করা খুব কঠিন।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখা যাক পরিস্থিতি কোথায় যেয়ে দাঁড়ায়।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৯

ব্লগ মাস্টার বলেছেন: দুনিয়াটা ফাউল বিষয় দিয়ে ভরে গেছে এটা অপ্রয়োজনীয় একটা আলোচনা।

০১ লা মে, ২০১৮ ভোর ৪:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই নাকি মাস্টারসাব।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বার্মার মানুষ অসভ্য।

০১ লা মে, ২০১৮ ভোর ৪:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুধু কি অসভ্য ।ইতর বদমাইস।ছোটলোক ।একটা বর্বর জাতি ।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩২

সৈয়দ তাজুল বলেছেন: বিশ্ববাসী অসভ্য না হলেও অসভ্যের সমর্থক হিসেবে অসভ্য

০১ লা মে, ২০১৮ ভোর ৪:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও আপনার সাথে সহমত।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯

ব্লগ সার্চম্যান বলেছেন: এসব হই হাঙ্গমা যুদ্ধ ও জোর যবস্থ আর ভালো লাগে না।

০১ লা মে, ২০১৮ ভোর ৪:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারও না।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: কাচিন বিদ্রোহি, সেনাবাহিনী এবং আমাদের ব্লগারদের মানবতা জেগে উঠুক।

০১ লা মে, ২০১৮ ভোর ৪:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কম আর বেশি জেগে উঠবেই।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

হাঙ্গামা বলেছেন: বার্মায় খালি হাঙ্গামা

০১ লা মে, ২০১৮ ভোর ৪:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটা বর্বর জাতি ।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: করুক, হামলা করুন। শেষ হয়ে যাক।
যে শক্তিশালী সে টিকে থাকুক।

০১ লা মে, ২০১৮ ভোর ৪:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটা বর্বর জাতি ।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

ঠ্যঠা মফিজ বলেছেন: বার্মার মানুষ ভালো না।

০১ লা মে, ২০১৮ ভোর ৪:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটা বর্বর জাতি তারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.