![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল পৈহেলা মে দুঃখীত কাল না আজই তো অর্থাৎ আজ শ্রমিক দিবস আর সেই শ্রমিক দিবস আর শবেবরাত উপলক্ষে ছুটি পাইছি দুইদিন কিন্ত চিন্তা করছি কামকাজ ফাকি দিয়া ছুটি কাটাইমু চারপাঁচদিন। কামকাইজ যা আছে সব গোল্লায় যাক পরে দেখমু সব আগে অফিস ফাকি দিয়া লই।
হাইরে দুনিয়া সব ফাকিবাজ হইয়া গেছে । দেইখেন আপনেরা কেউ আবার আমার অফিসে এ বিষয়টা জানাইয়া দিয়েন না।
হাইরে মানুষ রঙ্গিন ফানুস
দম ফুড়াইলে ঠুস
তবুও ভাই কারোরি নাই একটু খানি হুস
হায়রে মানুষ রঙ্গিন ফানুস
রঙ্গিন ফানুস হায়রে মানুষ।
একটু হিসাব মিলাইয়া লইয়েন আমার কথা একটু বুঝিয়া দেইখেন সবাই কিন্তু নিয়মিত ফাকিবাজ হইয়া যাইতেছে আর
কিছু কইলে ৬ + ৯ = ১৬ বুঝাইয়া দিবো । যাক বাফু আমার বেশি কথা কইয়া লাভ নাই আমি নিজেও কামকাইজ অফিস
ফাকি দিতে শিখিকা হেইটাই ভালো।
০১ লা মে, ২০১৮ ভোর ৪:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
২| ০১ লা মে, ২০১৮ ভোর ৪:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরিবারকে সময় দিন। অনেক তো কাম কাইজ করলেন জীবনে...
০১ লা মে, ২০১৮ ভোর ৪:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাবছি ভাই। তবে এই ফাকিবাজিটা কিন্তু আমি এই ব্লগ থেকেই শিখছি।
৩| ০১ লা মে, ২০১৮ ভোর ৬:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ফাকি দেয়া ভাল কাজ। আসুন, সবাই্ ফাকি দেই।
১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৪| ০১ লা মে, ২০১৮ সকাল ৭:১৬
সৈয়দ তাজুল বলেছেন: ভারতীয়রা এ কাজ ভাল পারে। হয়ত কিছুকাল পরে এটা গর্বের বিষয় হবে এই ভারতবর্ষে।
১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি জানি বাপু ।ভারত যেয়ে দেখতে হবে ।
৫| ০১ লা মে, ২০১৮ সকাল ৮:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইগ্না,কাজ ফাঁকি দিতে পারাটাও একটা আর্ট। সবাই নিপুনভাবে সেটা পারেনা।তবে মামুরা একটুআধটু ফাঁইকি দেয় ঠিকই, কিন্তু ভাইগ্নারা কর্মযোগী, এ বিশ্বাস আমাগো আছে।
অনেক অনেক ভাল লাগা ভাইগ্নাকে।
১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা।
৬| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন রম্য কামকাফি...
শুভেচ্ছা।
১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৭| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: আমি তো ফাঁকি দেই না।
১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটু আকটু দিয়েন শরীর সাস্থ্য বলে কথা
৮| ০১ লা মে, ২০১৮ বিকাল ৫:০৬
শামচুল হক বলেছেন: ফাঁকি না দিলে দেশ উন্নত হইবো কেমনে -- -
১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৮ রাত ৩:৪৬
কাওসার চৌধুরী বলেছেন: এক্কেবারে হাসু মামুর মতো পোস্ট