নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণের নতুন সময়

১১ ই মে, ২০১৮ রাত ৯:২৭


বাংলাদেশ সময় অনুযায়ী আজ শুক্রবার দিনগত রাত ২টা ১৪মিনিট থেকে পরবর্তী দুই ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণ করা হবে ।আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার অর্থাৎ গত কাল রাত ৩টা ৪৭ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড-৩৯ এ থেকে কক্ষপথে উড়াল দেয়ার প্রক্রিয়া শুরু হলেও প্রাথমিক কাজ শুরুর পর কারিগরি ত্রুটির কারণে একেবারে শেষ মুহূর্তে এসে তা আরো একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।তথ্য মতে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪মিনিট থেকে পরবর্তী দুই ঘণ্টার মধ্যে যে কোনও সময় বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের কাজ আবারও শুরু হবে।
তথ্যসূত্র এবং ছবি অনলাইন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


এত বড় কাজ, প্রাইম মিনিষ্টার একটা মিলাদ হলেও পড়াতে পারতো এই ব্যাপারে

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মিলাদ মাওফিল দেশে এখন নিষিদ্ধ তাই পড়াইনি। B-)

২| ১১ ই মে, ২০১৮ রাত ১০:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মামা, আপনাদের দোয়া চাই!!:)

[দেশ ও জাতির বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, বাংলাদেশ সময় আজ রাত ২:১২ টা থেকে ৪:২২ মধ্যে ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপন করা হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দেশবাসীর কাছে সফল উৎক্ষেপণের জন্য দোয়া প্রার্থনা করছে।(বন্ধুর মোবাইল থেকে)]

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দিলাম কইরা দোয়া।

৩| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: যে দেশ অভিজিৎ অনন্তের মতো বিজ্ঞান লেখকদেরকে হত্যা করার বৈধতা দেয়, সে দেশ মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে রমজানের চাঁদ খোঁজা ছাড়া আর করবেটা কী?

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.