নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুকে খোঁজা বহু করুণার মাঝে

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৪


ভাবিনী আগে কোনও এক নতুন স্পর্শে আমার মন থেকে মুছে দিবে পুরনো সব।
দেহে আনবে নতুন সজিবতা । তবে কি পারবে নতুন কিছু আমার কাছে পৌছে দিতে,
চলে গেছে এপার থেকে ওপারে পরিচিত আমার সেই সকল পুরনো আত্মা । জানি তা কখনই
হবার নয়। সব কিছু নতুন হতে পারে তবে মৃত ব্যক্তি নতুন ভাবে কখনই বাঁচতে পারে না সেটা
সম্ভবও নয়। হতে পারে খোলা মাঠে নতুন নতুন বড় বড় অট্রলিকা,হতে পারে সাগর আর নদীতে
বালুর চর,হতে পারে থেমে যাওয়া থেকে শুরু নতুন কোনও ঝড়,কিন্তু একবার মরে গেলে সে আর
আসে না ফিরে তাকে থাকতে হয় ওপারেই জীবনভর। হাসপাতালের ব্রেডে কোনো কোনো রুগীর হারানো জ্ঞান ফিরে আসলেও নিঃশব্দে চেয়ে থাকে চরণ পনে ।সেও যখন ভোগেন অভিক্ত যন্ত্রণায়,মৃত্যুকে খোঁজেন বহু করুণায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:০৮

ব্লগ মাস্টার বলেছেন: ভাল লাগছে আপনার এই লেখাটা।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:২৪

অর্ক বলেছেন: "মিত্যু" আবার মিত্যু লিখছেন! স্বেচ্ছাশ্রম দিয়ে অনেকেই অনেকভাবে আপনার বিভিন্ন পোস্টে আপনার বানান সংশোধনী করেছে! তার এই পরিণাম! এর আগে একবার "মিত্যু" শিরোনামে এক রেপিস্ট আমেরিকান স্কুল শিক্ষিকার টাইট টি শার্ট পরা ছবি দিয়ে মিত্যুদণ্ড (মৃত্যুদণ্ড) চেয়েছিলেন মনে আছে? সেখানে অনেকেই আপনার ভুল বানান ও হিটখোর ব্লগিং নিয়ে নানান কথা বলেছিল। এমনকি ফ্রেঞ্চ কাট দাড়ি এরকম বানান ভুল হলে আপনাকে জেনারেল করার সাবধানীও দিয়েছিল! সবকিছুর এই ফলাফল আজকের এই "মিত্যু মিত্যু মিত্যু"! আবার বলেন যতো সময় লাগুক আমার ভুল ধরিয়ে দিয়ে বাংলা ভাষার সেবা করুন।

মনটাই খারাপ হয়ে গেল হাসু মামা এই "মিত্যু" দেখে।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ঠিকই বলেছেন । :( বানানে আরো সতর্কতা হওয়া প্রয়োজন।

৩| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: এটা কি কবিতা?

২১ শে মে, ২০১৮ রাত ৮:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইটা হল হেইটা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.