নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

একটা সুখবর চলেগেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কক্ষপথে

২১ শে মে, ২০১৮ রাত ৮:০৫


এটা আমাদের বাঙ্গালীদের যেমন আনন্দের খবর তেমন গৌরব এবং খুশীর সংবাদ যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন কক্ষপথে ।
এটি আমাদের বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তার নিজস্ব কক্ষপথে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ দিন পর কক্ষপথে পৌঁছলো বঙ্গবন্ধু-১। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিসিএসসিএল ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন যে,আমাদের স্যাটেলাইট কক্ষপথে তার অবস্থান নিয়েছে।
তিনি আরো জানিয়েছেন,সাধারণত স্থিতিশীল হতে ১২দিনের মত সময় নেয়,কিন্তু আমরা আশা করছি দুই-চারদিনের মধ্যেই
আমাদের এটি স্বাভাবিক হয়ে যাবে।

ছবিটা কিন্তু গুগল থেকে নেয়া তাই এটাকে আবার কেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ভেবে বসেন না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ রাত ৮:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাল খবর!

স্যাটালাইট দেখে লাগছে বেশ
এগিয়ে যাক বাংলাদেশ।


নিন্দুকের মুখে ছাই পড়ুক।X(

২১ শে মে, ২০১৮ রাত ৮:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশ মন্তব আপনার খাসা
খবরখান কিন্তু তাজা। :)

২| ২১ শে মে, ২০১৮ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


গতকাল রাতে দেখেছি, উহা ঘুরতেছে, আর আমার সোনার বাংলা গাইতেছে; দেখলাম আকাশে একটুকরা বাংলাদেশ; ভাবছি, আকাশের বাংলাদেশে চলে যাবো, ওখানে গিয়ে আমার অংশে আমি বাস করবো

২৫ শে মে, ২০১৮ রাত ১২:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ বেশ চমক জমক একটা মন্তব্য করেছেন। ;)

৩| ২১ শে মে, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি ১টি সিঁড়ি টিঁড়ি লাগায়ে দেন, টোকাইরা আকাশের "একটুকরা বাংলাদেশে" চলে যাক; এই বাংলায় কতদিন রাস্তাঘাট দখল করে রাখবে ওরা।

২৫ শে মে, ২০১৮ রাত ১২:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশ বলেছেন ওস্তাদ ;)

৪| ২১ শে মে, ২০১৮ রাত ৮:২৩

কাইকর বলেছেন: খুশির খবর। শুনে মন ভড়ে উঠলো। গর্বিত বাঙ্গালী আমি। ধন্যবাদ আপনাকে

২৫ শে মে, ২০১৮ রাত ১:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও ইয়ে মানে ধন্যবাদ। B-)

৫| ২১ শে মে, ২০১৮ রাত ৮:৪১

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! সুখবর বটে !

২৫ শে মে, ২০১৮ রাত ১:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ অনিক ভাইয়া।

৬| ২১ শে মে, ২০১৮ রাত ১০:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: যাক, ভালো হলো।

৭| ২১ শে মে, ২০১৮ রাত ১১:৫৪

অর্থনীতিবিদ বলেছেন: ভালো খবর।

৮| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: ঠিক প্রভু-ভক্ত কুকুরটি বসে ছিলো প্লেটোয় বারান্দায়।
দেয়াল ও মেঝেতে আজও যত্ন এবং অযত্নের ছাপ।

৯| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:৫২

হাঙ্গামা বলেছেন: অন্য ১০/৫ জনের মত আমি ও গর্ভিত :``>>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.