|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
  
দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ এর পর মাস তার পর বছরের পর বছর পুরো পৃথিবী উন্নয়ন হচ্ছে । তবে কথা হল
এইযে এত উন্নয়ন তা কি ভাবে ? এ বিষয় কথা উঠলেই আমজনতা বলে সব সরকার উন্নয়ন করছে বিভিন্ন দেশ থেকে
ঋন করে। সে যে সরকারের আমলেই হোক না। আসল কথা হল এই আমরা বাড়ির ট্যাস্ক দেই গাড়ির ট্যাস্ক দেই দোকান
ট্যাস্ক দেয়া ছাড়াও বিভি দ্রব্যের ওপর এবং বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট দিই তা দিয়েই এত উন্নয়ন ।যেমন এখন মোবাইলে বিশটাকা
ভরলে দশমিনিট কথা বলতে না বলতেই মোবাইলের টাকা শেষ হয়ে যায়,এবিষয় হালকা জরিপে জানা যায় এই মোবাইলের
মাধ্যমেও পদ্মা সেতুর জন্য টাকা কেটে নিচ্ছে । আচ্ছা একটা বিজনেসে কতবার টাকা ইনব্রেস করতে হয় ?একবার দুইবার
তিন বা চারবার আশা করি এর বেশি নয়। আমাদের দেশে যমুনাসেতু সহ বড় ছোট অনেক ব্রিজই আজ থেকে আট দশ বছর 
আগে নির্মাণ হয়ে গেছে,আর সেগুলো থেকে এতবছরে অনেক টাকাই টুল ওঠানো হয়েছে যা দিয়ে আশা করা যায় ওগুলোর
ঋণ পরিশোধ হয়ে লাভ হওয়ার কথা ।আচ্ছা সে লাভ হওয়া অর্থগুলোর কথা পরে আর আমরা জানতে পারি না কেন ?না
আমি আসলে বলতে চাইছি দেশের যখন বড় ছোট কোনও উন্নয়ন শুরু হয় তখন সাহায্যর জন্য আমজনতা হাত বাড়িয়ে দেয়
কিন্তু লাভের ভাগতো দূরের কথা লাভের কথা আমজনতা কেন জানতেও পারে না ? 
 ১৬ টি
    	১৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৫ শে মে, ২০১৮  রাত ১২:২৮
২৫ শে মে, ২০১৮  রাত ১২:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছুই আশা করি না আবার অনেক কিছুই। 
২|  ২৫ শে মে, ২০১৮  রাত ১২:০১
২৫ শে মে, ২০১৮  রাত ১২:০১
ব্লগার_প্রান্ত বলেছেন: পদ্মা সেতু হলে ভালোই হবে, দোয়া করি যাতে হয়ে যায়।
  ২৫ শে মে, ২০১৮  রাত ১২:২৮
২৫ শে মে, ২০১৮  রাত ১২:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না হতে কোনও বাধা দেখিনাতো 
৩|  ২৫ শে মে, ২০১৮  রাত ১২:০১
২৫ শে মে, ২০১৮  রাত ১২:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গ্যালারিতে বসে আমি পপকর্ন খাই!
জানি না সমস্যাটা আমারই কি না?
দেশের কোন দল/সরকারের কাজ আমার পছন্দ হয় না! 
আমি চুপ! এসব নিয়ে ভাবলে ঘুম হারাম হয়ে যাবে!!
  ২৫ শে মে, ২০১৮  রাত ১২:৩০
২৫ শে মে, ২০১৮  রাত ১২:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চুপচাপ থাকলে অন্তত জীবনের নিরাপদে থাকা যায়। 
৪|  ২৫ শে মে, ২০১৮  রাত ১২:০৪
২৫ শে মে, ২০১৮  রাত ১২:০৪
রসায়ন বলেছেন: বড় অসুবিধা হলো আমরা জানতেই পারছি না আমাদের ট্যাক্সের টাকা খরচ হচ্ছে কি করে । আর চুরির বেলায় সব রাজনৈতিক দলের ভিতরেই মিল দেখা যায় 
২০০১-৬ তারেক জিয়ার জ্বালায় অতিষ্ট ছিলো সবাই ।
  ২৫ শে মে, ২০১৮  রাত ১২:৩১
২৫ শে মে, ২০১৮  রাত ১২:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কমবেশি সব সরকারের আমলেই আমরা জনগণ অতিষ্ঠ থাকি। 
৫|  ২৫ শে মে, ২০১৮  রাত ১:৩৯
২৫ শে মে, ২০১৮  রাত ১:৩৯
স্ব বর্ন বলেছেন: সহমত আপনার সাথে।আমরা আমজনতা আমাদের শান্তি থাকেনা কখনও।
  ৩১ শে মে, ২০১৮  রাত ১১:৩৯
৩১ শে মে, ২০১৮  রাত ১১:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাইগো নীরহ আর গরীব আমজণতার মরলেও শান্তি নাই।
৬|  ২৫ শে মে, ২০১৮  রাত ১:৫১
২৫ শে মে, ২০১৮  রাত ১:৫১
শহীদ আম্মার বলেছেন: 
ভাই কম্বলের হিসাবটা এখনো জনগণ পায়নি।  আপনি পদ্মা-যমুনা ব্রিজের হিসাব চাইছেন? 
এসবতো বিজনেস প্রজেক্ট নয় উন্নয়ন প্রজেক্ট। বাচ্ছাদরে টিফিনের টাকা আর জায়গা- ভিটা বিক্রি করা অসহায় বিদেশ যাত্রীর টাকা দিয়ে আস্ত ব্রিজ বানাচ্ছি আমরা। আপনি লাভের হিসাব কষছেন?
  ৩১ শে মে, ২০১৮  রাত ১১:৪১
৩১ শে মে, ২০১৮  রাত ১১:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশ জব্বর কথা বলছেন।
৭|  ২৫ শে মে, ২০১৮  সকাল ৭:১৬
২৫ শে মে, ২০১৮  সকাল ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: তার মানে কই এর তেলে কই নয় খই ও ভাজা হচ্ছে
  ৩১ শে মে, ২০১৮  রাত ১১:৪০
৩১ শে মে, ২০১৮  রাত ১১:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক ধরতে পেরেছেন।
৮|  ২৫ শে মে, ২০১৮  সকাল ৮:০৩
২৫ শে মে, ২০১৮  সকাল ৮:০৩
আবু তালেব শেখ বলেছেন: দলে র এমপি মন্ত্রী আমলাদে আংগুল ফুলে বটগাছ
৯|  ২৫ শে মে, ২০১৮  দুপুর ১:১০
২৫ শে মে, ২০১৮  দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: আসলে আপনাদের চোখ নেই বলে উন্ন্যন দেখতে পান না।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৮  রাত ১১:৫৯
২৪ শে মে, ২০১৮  রাত ১১:৫৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: যেখানে সরকার ইয়া সম্রাট লালন পালন করে
সেখানে কি আর আশা করেন ……………………?