|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আইলাভ মাই জানু পিয়ারের ক্যাট ।তুমিও কালো আমার জামাও কালো ।
আমার জামা আর তুমার ভালো মিলআছে জাদু।
  
  
আহা! জানু কাঁদেনা তুমি আমার বুকের ধন বুকে থাকো ।নয়নে স্বপ্নে তুমি  শুধু তুমি ।
  
  
এই লক্ষী ছেলে মেয়ের মত যেতা শেখাই সেটা শিখো।
বলো 
অ তে অজগর গাছের ঢালে।
আ তে আমটি আমি খাবো পেরে।
ই তে ইদুর ছানা ঘরের কোনে খেলা করে।
  
 
এই জানুরা আসো স্টার জলসা  আর জি বাংলার অনুষ্ঠান শুরু হয়ে যাবে আজ শিড়িয়ালগুলো ফাটাফাটি পর্ব দেখাবে ।
  
 
জানু আজ কাল তুমি পড়াশোনায় বেশ ফাকিবাজি হয়ে যাচ্ছো ।উঠে পড়তে বসো না হলে তারের বাড়িতে হার্ডি ভাইঙ্গা ফালামু।
 ২১ টি
    	২১ টি    	 +১/-০
    	+১/-০  ৩১ শে মে, ২০১৮  রাত ১১:৪৩
৩১ শে মে, ২০১৮  রাত ১১:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি যহন কইছেন তহন বুঝতে হইবেক পোস্টখান ভালো হইছে 
২|  ৩১ শে মে, ২০১৮  রাত ১১:৪১
৩১ শে মে, ২০১৮  রাত ১১:৪১
অর্ক বলেছেন: ইয়েস! হাসু মামা-ই পারে ব্লগে আগুন লাগাতে। একমাত্র হাসু মামাই পারে। দেশি মেয়ের ছবি দেননি কেন! তারা কি বিড়াল পোষে না! আরও কিছু দেশিসহ বিভিন্ন জাতের মেয়েদের বিড়ালপ্রেম দেখতে চাই।
ইস্ট অর ওয়েস্ট হাসু মামা ইজ দ্যা বেস্ট।
  ৩১ শে মে, ২০১৮  রাত ১১:৫০
৩১ শে মে, ২০১৮  রাত ১১:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশি ছবি দিতে ভয় লাগে অর্ক ভাই এমনেইতো বানানে ভুল তার উপর দেশী ছবি যদি কপিরাইট লঙ্গন হয় ।তবে হইলে হোক
সামনের দেশী একটা পোস্ট দিয়ে আপনার আশা পূরণ করবার চেষ্ঠা করমু। 
৩|  ৩১ শে মে, ২০১৮  রাত ১১:৫৫
৩১ শে মে, ২০১৮  রাত ১১:৫৫
অর্থনীতিবিদ বলেছেন: বাহ্, বেশ। বিড়াল দেখতে অবশ্য আমারও ভালো লাগে। ইউটিউবে মাঝে মাঝেই বিড়ালের ভিডিও দেখি। কিছু কিছু ভিডিও বেশ মজার। যেমন, একটা বিড়াল হাঁস বা মুরগীর পালক মা বনে যান কখনো কখনো। বিড়াল হাঁটে, আর পিছনে প্যাক প্যাক করতে করতে হাঁসের বাচ্চাগুলোও হাঁটে।
  ০১ লা জুন, ২০১৮  রাত ১২:০৩
০১ লা জুন, ২০১৮  রাত ১২:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হি হি হি আমিও দেখি ।
৪|  ৩১ শে মে, ২০১৮  রাত ১১:৫৭
৩১ শে মে, ২০১৮  রাত ১১:৫৭
প্রামানিক বলেছেন: বিড়ালওয়ালীদের বিড়াল মন্দ না।
  ০১ লা জুন, ২০১৮  রাত ১২:০৩
০১ লা জুন, ২০১৮  রাত ১২:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভরাত্রী প্রামানিক ভাই।
৫|  ০১ লা জুন, ২০১৮  রাত ১২:১২
০১ লা জুন, ২০১৮  রাত ১২:১২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কালেকশান ভালোই!
  ০১ লা জুন, ২০১৮  রাত ১২:২৩
০১ লা জুন, ২০১৮  রাত ১২:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাননীয় মন্ত্রীমহাদয়গণ এখনো কোনো পদ পাননি।
৬|  ০১ লা জুন, ২০১৮  সকাল ৮:০৫
০১ লা জুন, ২০১৮  সকাল ৮:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাইয়ারা বিলাই নিয়া এমুন করে ক্যা?
  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:০৮
০৩ রা জুন, ২০১৮  রাত ২:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আই কেননে আনরে বুঝাই সাজ্জাদ ভাই হেতানরা বিলাই পুষে। 
৭|  ০১ লা জুন, ২০১৮  দুপুর ১:৩৪
০১ লা জুন, ২০১৮  দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: ম্যাও ম্যাও।
  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:০৮
০৩ রা জুন, ২০১৮  রাত ২:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৮|  ০১ লা জুন, ২০১৮  বিকাল ৪:৫০
০১ লা জুন, ২০১৮  বিকাল ৪:৫০
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর রম্য ছবি ব্লগ।
  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:০৯
০৩ রা জুন, ২০১৮  রাত ২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৯|  ০৪ ঠা জুন, ২০১৮  দুপুর ২:৫৩
০৪ ঠা জুন, ২০১৮  দুপুর ২:৫৩
জুন বলেছেন:  
    
আমার গ্রুপ থেকে নেয়া ছবিটি হাসু মামা।
  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৩:৪৯
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৩:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন কিন্তু আপু। 
১০|  ০৬ ই জুলাই, ২০১৮  রাত ৩:১১
০৬ ই জুলাই, ২০১৮  রাত ৩:১১
রাকু হাসান বলেছেন: মামা......ছবি ব্লগ এর ১ম ছবি টা পছন্দ হয়েছে বেশি   । কালো মিলছে.।আমিও অবশ্য কালো
  । কালো মিলছে.।আমিও অবশ্য কালো  
  ০৭ ই জুলাই, ২০১৮  রাত ১২:০৪
০৭ ই জুলাই, ২০১৮  রাত ১২:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি এক নারীকে ভালোবাসটাম তার শরীরের রং যদিও ছিল কালো
কিন্তু মনটাও ছিল বেশ ভালো। 
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৮  রাত ১১:৩৮
৩১ শে মে, ২০১৮  রাত ১১:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাহ্ মামু!
দারুন এক বিলাইময় পোস্ট