|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
কেউ মানুক আর না মানুক,কিন্ত আমি মনে প্রাণে এটা মানি যে,শেখ হাসিনা প্রধান মন্ত্রী হিসেবে যদি আর বেশি না হলেও দশটা বছর ক্ষমতায় থাকেন তাহলেই দেশে উন্নয়নের জোয়ার বইবে ।বিশেষ করে ঢাকা শহরের কিছু বাড়িওআলা-আলী তেল কমবে ।কেননা তখন
মোটামুটি গ্রাম গুলো কিছুটা শহরের মত উন্নত হবে ।সরকারি অনেক অফিস আদালত গ্রাম গঞ্জে চলে যাবে আর সেখানে কর্ম স্থলও
বাড়বে ।ঢাকা শহরের বাড়িওআলা আর বাড়িওআলীদের নিয়ে মাঝে আমার খুব ভাবনা হয়। এরা বাড়াটিয়াদের বিদেশী বলে কনো
মূল্যায়ন করে না,অথচ এই বিদেশী বাড়াটিয়ারা না থাকলে কিন্তু ঢাকা শহরের অনেক বাড়িওআলা ও বাড়িওআলীদের মুরগী,গরু,খাসির
মাংসের বদলে বেজী পেলে বেজীর মাংস খাওয়া লাগত।বিশ্বাস না হলে যারা দেশ স্বাধীন হওয়ার আগে ঢাকা শহরে এসেছেন তারা একবার
দেশ স্বাধীন হওয়ার আগের ঢাকা শহরের চেহারা মনে করেন এবং স্বাধীন হওয়ার পরে বিগত কয় বছরে ঢাকা শহরের উন্নয়নের কথা ভাবেন
আমার মনে হয় ফলাফল পেয়ে যাবেন। 
 ২২ টি
    	২২ টি    	 +০/-০
    	+০/-০  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:১৮
০৩ রা জুন, ২০১৮  রাত ২:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রতি শহরে ভাড়া কন্ট্রোল কমিশন থাকার কথা; উহা কি শেখ হাসিনাকে আবিস্কার করতে হবে? 
কিন্তু কোথাই সেই কন্ট্রোল রুম তার চেহারাও দেখি নাই ওস্তাদ। বরং ঢাকা শহরের বাড়িওআলারা আজ কাল
দেখছি ৬ ৭ হাজার টাকা বাসা ভাড়া হলে ৩০০০০ টাকা চায় অ্যাডভান্স।
২|  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:১৯
০৩ রা জুন, ২০১৮  রাত ২:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী হওয়ার আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, যে কেউ ক্ষমতায় থাকলেই কিছু না কিছু উন্নয়ন করে। কাজেই শেখ হাসিনা হোক বা খালেদা জিয়া হোক উন্নয়ন হবেই। কারণ উন্নয়ন মানেই হরি লুট...
  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:২০
০৩ রা জুন, ২০১৮  রাত ২:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি কিন্তু ভাই কাহিনী ধরতে পারছেন  
৩|  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:৩০
০৩ রা জুন, ২০১৮  রাত ২:৩০
উদাস মাঝি বলেছেন: সারকাজম না ?  হুহ !  
  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:৪৯
০৩ রা জুন, ২০১৮  রাত ২:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু 
৪|  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:৪৭
০৩ রা জুন, ২০১৮  রাত ২:৪৭
অসমাপ্ত গল্পের রাজকুমার বলেছেন: এতো  সহজে বোঝা গেলে কেমনে কি! আরেকটু ডিপ পচানি দরকার,বাংলার শেষ নবাব তো এই বাডিওয়ালাগুলা মনে হয় আমার. 
  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:৫০
০৩ রা জুন, ২০১৮  রাত ২:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুহু 
৫|  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:৫১
০৩ রা জুন, ২০১৮  রাত ২:৫১
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন, "কিন্তু কোথাই সেই কন্ট্রোল রুম তার চেহারাও দেখি নাই ওস্তাদ। বরং ঢাকা শহরের বাড়িওআলারা আজ কাল
দেখছি ৬ ৭ হাজার টাকা বাসা ভাড়া হলে ৩০০০০ টাকা চায় অ্যাডভান্স। "
-বেগম জিয়া ২ টাকায় ২ বাড়ী পেয়েছিলেন, যেগুলোর বাজার মুল্য ৫০০ কোটী।
-সুধাসদন কিসের টাকায় উঠেছে, জাতিকে জানানো হয়নি।
সেইজন্য এরা ভারা কন্ট্রোল কমশন করেনি।
  ০৩ রা জুন, ২০১৮  রাত ২:৫৪
০৩ রা জুন, ২০১৮  রাত ২:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ কারে ভালো কমু কন সবাই একই নৌকার মাঝি। 
৬|  ০৩ রা জুন, ২০১৮  রাত ৩:১৭
০৩ রা জুন, ২০১৮  রাত ৩:১৭
ওমেরা বলেছেন: আগে বাড়িওয়ালা হন তখন বুঝতে পারবেন ভারাটিয়া কি জিনিস!!
  ০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫২
০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি আমার বাড়িওআলীর বাড়িওআলা হয়েছি । 
৭|  ০৩ রা জুন, ২০১৮  রাত ৩:২৭
০৩ রা জুন, ২০১৮  রাত ৩:২৭
উদাস মাঝি বলেছেন: আমার নাম নিয়া টানাটানি কিসের এহ !  
  ০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫৩
০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সিটাইতো  
৮|  ০৩ রা জুন, ২০১৮  সকাল ১০:০৪
০৩ রা জুন, ২০১৮  সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা কর না, আর পৃথিবীতে গর্বভরে চলাফেরা কর না, নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। চলাফেরায় সংযত ভাব অবলম্বন কর এবং কণ্ঠস্বর নীচু কর। স্বরের মধ্যে নিশ্চয়ই গাধার স্বর সর্বাপেক্ষা শ্রুতিকটু। [সূরাঃ লুকমান- ১৮-১৯]
  ০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫৩
০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুড কথা।
৯|  ০৩ রা জুন, ২০১৮  বিকাল ৩:৪৩
০৩ রা জুন, ২০১৮  বিকাল ৩:৪৩
অর্পণ ইসলাম বলেছেন:  
 
জোয়ার!!
  ০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫৪
০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওটা কি সাগরের স্রোতে চলছে।
১০|  ০৩ রা জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
০৩ রা জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
হাঙ্গামা বলেছেন: উন্নয়নের জোয়ার   
 
জোয়ারে তলিয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র....... 
  ০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫১
০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
১১|  ০৩ রা জুন, ২০১৮  রাত ১০:৫৪
০৩ রা জুন, ২০১৮  রাত ১০:৫৪
টোনাল্ড ড্রাম্প বলেছেন: আমাদের গাজী সাহেব মনে হয় ব্যাপার তা ধরতে পারেননি
  ০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫০
০৪ ঠা জুন, ২০১৮  রাত ২:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদের বয়স হয়েছে তাই বুঝ শক্তি হয়ত একটু কমে গেছে। 
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৮  রাত ২:১৪
০৩ রা জুন, ২০১৮  রাত ২:১৪
চাঁদগাজী বলেছেন:
চট্টগ্রামের ভাটিয়ারীতে যখন জোয়ার আসে, সামনে বানের পানি ৩/৪ ফুট উঁচু হয়ে আসে, উহা মাপা যায়; শেখ হাসিনার উন্নয়ন মাপার জন্য আপনার কোন "একক" জানা আছে? নাকি অন্ধের হাতী-দেখা হচ্ছে আপনার!
প্রতি শহরে ভাড়া কন্ট্রোল কমিশন থাকার কথা; উহা কি শেখ হাসিনাকে আবিস্কার করতে হবে?