|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
সত্য বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে সেটা হল: আমাদের বাংলাদেশের কোনো নেতা নেত্রীদেরই সামান্য একটা ভাষন দেয়ার
ক্ষমতা নেই অথচ তারা কত বড় বড় মন্ত্রীত্ব লেভেল পান।আমাদের মন্ত্রী প্রধান মন্ত্রী এবং বিরোধী দলে নেতা নেত্রী ও কর্মী এরা সকলে
রাজনীতির নামে জনগণের বদলে নিজেদের স্বার্থ হাসিল করছেন আর জনগণের পকেট ফাকা করে নিজেদের কাপরের আঁচল ভারী করছেন। 
 
যখন এদের কারো একটু ভাগবাটোয়ারা কম হচ্ছে তখন এরা একে অপরকে মিথ্যে মামলায় জরিয়ে পুরে দিচ্ছেন কারাগারে।
এই হল আমাদের দরিদ্র বাংলাদেশের মহাত্বা নেতা, নেত্রীদের রাজনীতি নামের কালো রাজনীতি আর নিজেদের ধান্দা ফিগির উদ্ধারের
সিষ্টেম। অথচ যখন ইলেকশন আসে তখন দিন রাত জেগে থেকে ভোটারদের বাড়ি বাড়ি ঘরে ঘরে যে বয়সের তুলনায় ছোট হবে তারও
হাতে পায়ে ধরেন একটা ভোটের জন্য।এমনকি একটা ভোটের জন্য গলায় ধরে বহু মায়া কান্নায় ভেঙ্গে পরেন,একটা ভোট ভিক্ষা চান,
অথচ নির্বাচনে জেটার পর পাল্টে যায় রাজনীতিবিধদের চেহারা,বেরিয়ে আসে সাদা রূপে কালো রূপি জানোয়ারদের চেহারাগুলো।
আর অনেকে এমপিদের মুখে নির্বাচনে জেটার পর শোনা যায় [ভাত চড়ালে কাকের অভাব হয় না আর কাঠল পাতা ছিঁটালে ছাগলের অভাব হয় না তেমনি টাকা বিলালে ভোটের অভাব হয় না।/sb] বাহ! বাহ! এ হল আমাদের সোনার ঝরা বাংলাদেশের রূপালী চামড়া
বেপারীদের মুখের কথা ।  
  
অথচ যে ভারতকে আমরা দুই চোখে দেখতে ও মনে সহ করতে পারি না,তাদের দিকেই একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাই
ভারতীয় রাজনীতিবিধরা যদি তারা তাদের পদে ঠিকমত কাজ করতে পারেন,তাহলে কোনো কথা নাই।কোনো প্রকার হৈ হাঙ্গমার
আগেই তারা তাদের পদ থেকে সরে যান। 
যেমন রিসেন্টলি সংবাদটুকো পড়লেও আমরা অনেক কিছু বুঝতে পারিঃ
ভারতের জম্মু-কাশ্মীরের জোট সরকার থেকে বিজেপি বেরিয়ে যাওয়ায় স্তফা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এর মাধ্যমে প্রায় সাড়ে তিন বছরের জোট সরকারের পতন হয়েছে। এখন আগাম নির্বাচন অথবা কেন্দ্রের শাসন জারি করতে হবে সেখানে। মেহবুবার দল পিপল্স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এত দিন বিজেপির সঙ্গে জোট বেঁধে বিরোধপূর্ণ এই রাজ্য পরিচালনা করছিলেন।
মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে এক সাংবাদ সম্মেলনে জম্মু-কাশ্মীর রাজ্যসরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা জানান বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।তিনি আরো বলেছেন‘জম্মু-কাশ্মীরে পিডিপির সঙ্গে পথচলা অসম্ভব হয়ে পড়েছে। সরকার থেকে সরে আসা ছাড়া আর কোনো উপায় আমাদের হাতে ছিল না।তিনি সংবাদ সম্মেলনে জানা জম্মু-কাশ্মীরের মন্ত্রিসভা থেকে বিজেপির সব সদস্য আজই (মঙ্গলবার) পদত্যাগ করবেন। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সে কারণেই আমরা সরকার থেকে সরে এসে রাজ্যের ভার রাজ্যপালের হাতে তুলে দিতে চেয়েছি।এর পরেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্যপালের হাতে ইস্তফাপত্র জমা দিয়ে আসেন। বিজেপি যদিও রাজ্যে রাজ্যপালের শাসনই চায়, বৈঠকে এমনটা জানিয়েছিলেন রাম মাধব।জম্মু-কাশ্মীর বিধানসভায় মোট ৮৭টি আসন। ২০১৪-র মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে পিডিপি পেয়েছিল ২৮টি আসন। আর বিজেপি পেয়েছিল ২৫টি। এ ছাড়া সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স ১৫টি, কংগ্রেস ১২টি এবং অন্যান্যরা ৭টি আসন পেয়েছিল। এ অবস্থায় পিডিপি ও বিজেপি যৌথভাবে সেখানে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন মেহবুবা মুফতি।
আর আমরা ক্ষমতার অপব্যবহার করি,ক্ষমতার লোভে জনগণের জান মাল আর রক্ত দিয়ে
হলি খেলি।
 ২৪ টি
    	২৪ টি    	 +১/-০
    	+১/-০  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৫
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মানুষের রক্ত বিক্রির কোটি কোটি টাকার অর্থ সম্পদের চেয়ে রিক্সা চালিয়ে হালাল ভাবে পাঁচটাকা কামানো অনেক ভালো ।
২|  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:০৭
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:০৭
স্রাঞ্জি সে বলেছেন: বাংলাদেশ বলে কথা। গর্ব করা উচিত।
  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৩
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় হোক বাংলাদেশের স্বার্থপর মন্ত্রী মহাদয় গণদের। 
৩|  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:০৯
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:০৯
চাঁদগাজী বলেছেন: 
রাজনীতি করে, বেগম জিয়া বিলিয়ন ডলার আয় করেছেন; শেখ হাসিনা কি করছেন, পরে প্রকাশ পাবে।
  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:২১
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেইদিনের অপেক্ষায় আছি ওস্তাদ থলের বিড়াল দেখার জন্য।
৪|  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৭
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৭
শাহাদাত নিরব বলেছেন: যুগে যুগে দেখে এসেছি মানুষ সম্পদশালী হওয়ার জন্য ব্যাবসা বানিজ্য করে । ফ্যাক্ট্ররি/ইন্ডাস্ট্রি গড়ে তুলে আর বিগত কয়েক বছরে দেখছি রাজনীতিবিদ হয়ে উঠে। আগে পড়তাম "পরিশ্রম সাফল্যের চাবি কাঠী" আর এখন "রাজনীতি সাফল্যের চাবি কাঠী"  
সামান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য নিজের জমিন এমন কি সফল ব্যাবসা প্রতিষ্ঠান টাও বিক্রি করতে দ্বিধা করে না তার মানে ঐ ব্যাবসা প্রতিষ্ঠানের চেয়ে ইউনিয়নের চেয়ারম্যানের আয়/রোজগার অনেক বেশি। 
 
  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৩
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু এভাবে আর কতদিন আমাদের ওরা শুষে খাবে আমরাই বা কতদিনশুষিত হবো ?
৫|  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৮
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: রাজনীতি কেউই দেশের জন্য করে না। নিজেদের জন্য করে। ক্ষমতার জন্য করে, টাকার জন্য করে। 
যারা রাজনীতিবিদদের ছত্রছায়ায় থাকে তারাও কিন্ত কোটি কোটি টাকার মালিক।
  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৫
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুধু তাই না যারাও একটু দেশের জন্য ভালো কাজ করবে তারাও হয়ত ক্রোস ফায়ারে ক্লোস হবে নয়ত রাতারাতি গুম হয়ে
যাবে।
৬|  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩১
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: 
  ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৭
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু আর কতদিন মুখে আঙ্গুল দিয়ে জনগণকে ভেড়া বানিয়ে রাখবে তারা এর জবাব একদিন দিতেই হবে।
৭|  ২০ শে জুন, ২০১৮  বিকাল ৩:০৩
২০ শে জুন, ২০১৮  বিকাল ৩:০৩
ব্লু হোয়েল বলেছেন: ভোট পাশে তো সরকার গঠন করলে কিছুটা হলেয জবাবদিহিতা থাকে । আর যেখানে ভোট ছাড়া সরকার গঠন করা যায় সেখানে জনগণের কাছে জবাবদিহিতা কিসের ?
আর কেউ যদি বিলিয়ন ডলার দুর্নীতির মাধ্যমে আয় করেই থাকেন তাহলে এই বয়সে জেলের ঘানি টানার দরকার কি? ।
  ২১ শে জুন, ২০১৮  রাত ১১:৪৫
২১ শে জুন, ২০১৮  রাত ১১:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন বলেছেন।
৮|  ২০ শে জুন, ২০১৮  বিকাল ৫:০০
২০ শে জুন, ২০১৮  বিকাল ৫:০০
সিগন্যাস বলেছেন: চাইনিজ তরুণরা যখন কোরিয়ার নতুন কোন আবিষ্কার নকল করতে ব্যস্ত তখন আমরা লেপের নিচে শুয়ে ভূতএফ শুনি।
  ২১ শে জুন, ২০১৮  রাত ১১:৪৬
২১ শে জুন, ২০১৮  রাত ১১:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য কথা বলছেন।
৯|  ২১ শে জুন, ২০১৮  সকাল ১০:৪৫
২১ শে জুন, ২০১৮  সকাল ১০:৪৫
টোনাল্ড ড্রাম্প বলেছেন: চুউউউউউউউউউউউপপপপপপপ ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮
  ২১ শে জুন, ২০১৮  রাত ১১:৪৭
২১ শে জুন, ২০১৮  রাত ১১:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যা মনে করেন।
১০|  ২১ শে জুন, ২০১৮  সকাল ১১:৩১
২১ শে জুন, ২০১৮  সকাল ১১:৩১
টারজান০০০০৭ বলেছেন: সমস্যা নাই। অন্যান্য দেশের রাজনীতিবিদরাও আমাদের হইতে শিখিবে ! পদাতিক চৌধুরীরে জিজ্ঞাসা করেন , তাহারা আমাদের হইতে শিক্ষা লইতেছে কিনা !! 
অন্যান্য দেশের রাজনীতিতে বুদ্ধিজীবী সম্প্রদায় প্রেশার গ্রূপ হিসেবে কাজ করে, জাতির বিবেক হিসেবে কাজ করে ! আমাদের দেশের বুদ্ধুজীবীরা ক্ষমতাবানদের পদলেহন করিয়া কৃতার্থ বোধ করে ! বাকিরাও আমাদের হইতে শিখিতেছে কিভাবে বুদ্ধুজীবী, ছাম্বাদিক পালা যায় !
 শামীম ওসমানকে ধন্যবাদ ! তিনি যথার্থ বলিয়াছিলেন ! তবে কুকুর পালা বাদ দিয়া  শুধু ছাম্বাদিক নহে , রাজনীতিজীবীরা  এখন বুদ্ধুজীবীও পালে ! 
ভারতের রাজনীতিবিদের উদাহরণ পছন্দ হইল না ! ইহাদের মতন ভন্ড সারা দুনিয়ায় কম আছে ! আমাদের রাজনীতিবিদরা  ভণ্ডামি এখনো ভালোভাবে শিখিতে পারে নাই ! তাই শৈল্পিকভাবে ভণ্ডামি করিতে পারে না !
  ২১ শে জুন, ২০১৮  রাত ১১:৪৮
২১ শে জুন, ২০১৮  রাত ১১:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর বিশ্লেষন করলেন ।ধন্যবাদ।
১১|  ২২ শে জুন, ২০১৮  রাত ১:০০
২২ শে জুন, ২০১৮  রাত ১:০০
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: রাজনীতির নামে ধান্দা চলছে।
সময় পেলে ব্লগটি ঘুরে আসার অনুরোধ রইল।
  ২৮ শে জুন, ২০১৮  রাত ১:৫৭
২৮ শে জুন, ২০১৮  রাত ১:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
১২|  ২২ শে জুন, ২০১৮  বিকাল ৩:৪৩
২২ শে জুন, ২০১৮  বিকাল ৩:৪৩
blogermassud বলেছেন: সবই লোভের খেলা।
  ২৮ শে জুন, ২০১৮  রাত ১:৫৮
২৮ শে জুন, ২০১৮  রাত ১:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:০৫
২০ শে জুন, ২০১৮  দুপুর ১২:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাদের দেশে বড় ব্যবসা হলো রাজনীতি। রাজনীতি করবেন তো রাতারাতি লাখপতি, কোটি পতি। আর ঠেকায় কে?