|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
   
 
আগেও কেউ দেশ ঠিক মত চালায় নাই আর এখনো মোটেও দেশ ভালো চালাচ্ছেন না । বরং উনারা সাধারন মানুষকে ঠকিয়েছেন ও ঠকাচ্ছেন এবং যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন ওনারা ঠকিয়ে যাবেন ।বিশেষ করে তাদের পাশে থাকা মোটা বুদ্ধিওআলা মাথাগুলো তাদেরকে ভালো থাকতে দিবে না।যেমন আজ সুযোগের বশে বর্তমান ক্ষমাতাশীনেরা ক্ষমতায় থেকে  যে ভাবে পকেট গরম করছে বা অনেক অন্যায় কাজগুলো সমর্থন করে যাচ্ছেন, এক সময় আবার অন্য যে দল ক্ষমতায় আসবে সেও এই একই পথে হাটবে রেশারেশি আর সাধারন মানুষ ঠকানোর রাজনীতি করবে । তার থেকে ভালো হয়
যেমন এরশাদের পতন হয়েছিল বা হয়েছে ঠিক একই ভাবে কোনো নতুন দল নামিয়ে বিএনপি এবং আওয়ামীলিগের পতন ঘটানো যায় 
কি না সেটা ভাবতে হবে দেশের সকলকে । অন্তত নতুন একটা দল ক্ষমতা বসলে রাজনীতির একটু হলেও পালা বদল হবে ।আর তাই এখন দেশ থেকে বড় বড় বুদ্ধিজীবি কিছু রাজনীতি বিজ্ঞ মানুষ বের করতে হবে;এরপর বর্তমান রাজনীতি করা বড় ওই তিন দল বিএনপি,আওয়ামীলিগ ও জাতীয় পাটি এই তিন দলকেই বাদ দিয়ে নতুন প্রজন্মের হাতে ক্ষমতা স্থানতর করতে হবে।কারন এই তিন দলের মাথাগুলো হল সেই পাথর যুগের তাই তারা আধুনিক যুগের প্রেক্ষাপটে কিভাবে দেশ চালাতে হয় তা বুঝবে না। আর তাই আধুনিক যুগের সাথে তালমিলিয়ে আধুনিক রাজনীতিবিধ লাগবে দেশ সুন্দর ভাবে গড়ে তুলতে হলে । আর এসব প্রেক্ষাপটে আমার মতে সময় ভালো
থাকতে থাকতে এবং ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সেচ্চায় নিজে থেকেই শেখ হাসিনার উচিত বিএনপির খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে নিয়ে এক জায়গায় বসে বুঝা পরামর্শ করা এবং একই সাথে একই দিনে একই সময় এই তিন দলকে রাজনীতি থেকে অবসর নেয়া।এবং নতুন কোনো দলকে দেশ চালানোর জন্য সুযোগ করে দেয়া। নয়ত এমন পরিস্থি হবে আমাদের নিশ্চয় জাতীয় পার্টির পতনের কথা মনে আছে।
ঠিক সে রূপ যেমন জাতীয় পার্টি আগেই শেষ মাঝে বিএনপির কোমর ভেঙ্গেছে এখন অন্য যে দল আগামীতে সেও একই ভাবে ধ্বংস হবে ।
 বিশেষ করে এই আধুনিক যুগে রাজনীতি ক্ষমতায় কেউই দীর্ঘজীবি বা চিরস্থয়ী না।  
 
কারন হল দেশ এখন যে ভাবে চলছে তাতে করে একটা সময় এরা নিজেরা নিজেরাই ঝগরা ফ্যাসাদ আর মারামারি লেগে যাবে শুধু মাত্র
দেশের অর্থ সম্পদ নিজেদের করে ভাগাভাগি করতে গিয়ে।
 ২২ টি
    	২২ টি    	 +১/-০
    	+১/-০  ২৮ শে জুন, ২০১৮  রাত ২:২৫
২৮ শে জুন, ২০১৮  রাত ২:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আমারো ভাই একই ধারণা ।আর দেশের অবস্থাও ভালো না।
২|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৩:১৩
২৮ শে জুন, ২০১৮  রাত ৩:১৩
কলাবাগান১ বলেছেন: তৃতীয় কোন দলের হাতে ক্ষমতা তুলে দিয়ে হাসিনা প্রস্হান করুক ...কিসের ভিত্তেতে ক্ষমতা তৃতীয় কোন দল পাবে??? তাদের কে কে ঠিক করেছে আপনি...তারা কারা? ধর্ম বেইসড দল???? যারা শরীয়া আইনে দেশ চালাবে?
  ৩০ শে জুন, ২০১৮  রাত ২:৪৪
৩০ শে জুন, ২০১৮  রাত ২:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাইন্ট করেন না আপনি কি দেশটা চালাতে পারবেন ? তাহলে আপনার হাতেই ক্ষমতা তুলে দেয়া হবে। 
৩|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৩:১৯
২৮ শে জুন, ২০১৮  রাত ৩:১৯
চাঁদগাজী বলেছেন: 
জেনারেল জিয়া সংকটের সৃষ্টি করে, উহা সমাধান করতে পারেনি; শেখ হাসিনা সমস্যার সৃষ্টি করছেন, সমাধান উনাকেই বের করতে হবে।
  ৩০ শে জুন, ২০১৮  রাত ২:৪৬
৩০ শে জুন, ২০১৮  রাত ২:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শেখ হাসিনা সমস্যার সৃষ্টি করছেন, সমাধান উনাকেই বের করতে হবে। মনে হয় না উনি পারবেন বলে ।বয়সের ব্যপারস্যপার আছে না।এই বয়সে আর কতদিকে সামলাবেন।
৪|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৩:৪৯
২৮ শে জুন, ২০১৮  রাত ৩:৪৯
ইমরান আশফাক বলেছেন: @চাঁদগাজী, বর্তমান নেতৃত্ব বা শুশীল সমাজের (দলীয় পরামর্শদাতারা) পক্ষে কোন সমাধান বের করা সম্ভব নয়। কারন ওরা মনে করে যে সমস্যার সমাধান তো হয়েই গেছে। শিক্ষাব্যবস্হা ধ্বংশ করে দিয়ে আমাদের উপর চীরস্হায়ী সংকট চাপিয়ে দেয়া হয়েছে। এ থেকে উত্তরনের জন্যে রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন।
  ৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৪৬
৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এ থেকে উত্তরনের জন্যে রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন। জানি নাহ! ভাই শেষ পযন্ত দেশের কি হাল হবে ?
৫|  ২৮ শে জুন, ২০১৮  রাত ৩:৫৪
২৮ শে জুন, ২০১৮  রাত ৩:৫৪
চঞ্চল হরিণী বলেছেন: একটি দেশে কোন শক্তিশালী বিরোধী দল না থাকা মানে সেই দেশের জন্য ভয়ঙ্কর অবস্থা, স্বৈরাচারীতার চূড়ান্ত। আর বাংলাদেশে বর্তমানে সেই অবস্থারই অশনি সংকেত। এই দেশে রাজনীতির চর্চাটা এমন যে মানুষের মঙ্গলের জন্য নয় বরং ক্ষমতা ভালোবেসে ক্ষমতায় যেতে চায় সবাই। কাজেই ক্ষমতা স্বেচ্ছায় ছেড়ে দেয়ার কোন কারণই নেই। একইসাথে এটাও খুব গুরুত্বপূর্ণ যে বিকল্প যোগ্য দল তৈরি না হলে ক্ষমতা থেকে নামিয়েও কোন লাভ নেই। যারা এখন এই দল করছে তারাই তখন ভিন্ন নামের দলে চলে যাবে। যোগ্য নেতৃত্বের বড় সংকটে ভুগছে দেশ।
  ৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫১
৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর যোগ্য নেতৃত্ব দেয়ার মত কোনো মানুষ যত দিন না পাওয়া যাবে ততদিনে সাধারন মানুষেরা খেয়ে না খেয়ে,আগুনে পুরে 
আর বৃষ্টিতে ভিজে আস্তে আস্তে ধ্বংসের মোহে শেষ হয়ে যাবে।
৬|  ২৮ শে জুন, ২০১৮  ভোর ৫:১৬
২৮ শে জুন, ২০১৮  ভোর ৫:১৬
হাসান কালবৈশাখী বলেছেন: 
বাংলাদেশে রাজনৈতিক দল মুলত একটাই। আওয়ামীলীগ।
বিম্পি ও জাতিয় পার্টি কে রাজনৈতিক দল বলা যায় না। আওয়ামী বিরোধী পাকিস্তান পন্থি ভারত বিদ্বেষী ক্লাব বলা যায়।
আনফরচুনেটলি ৩০-৩৫% জনসংখা বুঝে হোক না বুঝে হোক এন্টি আওয়ামীলীগ। এদের নির্দিষ্ট কোন  দল নেই। 
এরা একসময় মুসলিম লীগ, পরে একবার বিএনপি এরপরে জাতিয় পার্টি, আবার বিএনপি, জামাত, মাঝে মাঝে ফ্রীডম পার্টি।
এদের কাছে হাসিনা পাচওয়াক্ত নামাজ পড়লেও হাসিনা হিন্দু।
বেনামাজি খালেদা দুপুর ১২টা ঘুম থেকে উঠলে নিয়মিত মদ্যপান করলেও খালেদা সাচ্চা মোসলমান।
  ৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫২
৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেখ হাসিনা যে অনেক ভালো তা আসলে এখনো কেউ বুঝলো না।
৭|  ২৮ শে জুন, ২০১৮  ভোর ৫:৫৭
২৮ শে জুন, ২০১৮  ভোর ৫:৫৭
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
অনেক কঠিন বিষয়।
  ৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫৩
৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যত কঠিন তত সহজ কিন্ত ভাই। 
৮|  ২৮ শে জুন, ২০১৮  সকাল ৮:৫২
২৮ শে জুন, ২০১৮  সকাল ৮:৫২
চাঁদগাজী বলেছেন: 
@ইমরান আশফাক ,
ব্যুরোক্রেটরা ও সরকারের লোকেরা বুঝেছে যে, বিদেশে শ্রমিক দরকার, আদম বেপরীই বড় ব্যবসা।
  ৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫৫
৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি আবার এসব বুঝি কম ওস্তাদ। যা বুঝার আপনেরা মুরব্বিরাই বুঝেন।
৯|  ২৮ শে জুন, ২০১৮  সকাল ৯:৩৬
২৮ শে জুন, ২০১৮  সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: ক্ষমতায় যারা থাকে দেশটা তাদের। তারা যা খুশি তাই করতে পারে।
  ৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫৬
৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ।
১০|  ২৮ শে জুন, ২০১৮  সকাল ৯:৩৬
২৮ শে জুন, ২০১৮  সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: ক্ষমতায় যারা থাকে দেশটা তাদের। তারা যা খুশি তাই করতে পারে।
  ৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫৭
৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেই উত্তর হবে ভাই।
১১|  ৩০ শে জুন, ২০১৮  রাত ২:০৪
৩০ শে জুন, ২০১৮  রাত ২:০৪
শামচুল হক বলেছেন: ক্ষমতা যার দেশটা তার।
  ৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫৮
৩০ শে জুন, ২০১৮  রাত ৩:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খাঁটি কথা ভাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৮  রাত ২:১৮
২৮ শে জুন, ২০১৮  রাত ২:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমানে আওয়ামী লীগ আর ক্ষমতা ছাড়তে চাইবে না। তাদের নেতা কর্মীদের মনেও এই ভয় আছে। তাই সবাই এখন এক হয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে চাইবে। আর্মি অথবা তেনার স্বাভাবিক জীবনাবসান ছাড়া আওয়ামী লীগকে আর হারানো যাবে না। তবে হ্যাঁ, যদি নির্বাচন কমিশনার ও সেনাপ্রধান নির্বাচনের সময় হঠাৎ সৎ হয়ে যায় তাহলে ভিন্ন কথা...