|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
হ্যা এটা ঠিক যে আমাদের মত চার আনা বা আট আনার ব্লগাররা ব্লগীং করলেই কি বা না করলেই কি? 
তবে দুঃখ হয় তাদের জন্য যারা ব্লগীং নামে দলাদলি গলাবাজী আর ব্লগকে নোংড়ামি করে ।আরে ভাই মতের
মিল অমিল হতেই পারে তাই বলে আপনার একজনের সাথে অমিল হলো বলে ব্লগের বাকি ব্লগাররাতো কোনো
অন্যায় করেনি,তবে পুরো ব্লগটাকে কেন নোংড়ামি করছেন ।একবার ভাবুন একজন ব্লগারের আসলে দায়িত্ব কি ?
লজ্জা লাগে এসব ব্লগার দের জন্য যারা ব্লগীং নামে অন্যের ব্লগে যেয়ে যেয়ে নোংড়ামি ছবি ও নোংড়ামি কমেন্ট করে।
ব্লগ কৈতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,এসব নোংড়া মানষী ব্লগারদের বিরুদ্ধে জরুরি কিছু পদক্ষেপ গ্রহণ করুন ।
 ৯৪ টি
    	৯৪ টি    	 +১০/-০
    	+১০/-০  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪১
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এদের জন্য লজ্জা আর ঘৃর্ণা ছাড়া অবস্থিত কিছুই নাই ভাই এরা যদি নিজের প্রিয় লোকের মধ্যেও কেউ হয় তাই থাকবে তাদের জন্য। 
২|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪২
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: টুথপেস্টের একটা বিজ্ঞাপন করার সুযোগ পেয়েছিলাম। সব ফাইনাল। যেদিন শুটিং হবে সেদিন ডিরেক্টর সাহেব বললেন- আমাকে দিয়ে হবে না। আমার চোখে না-কি মায়া নাই। আমি বললাম, স্যার আমার দাঁতে কোনো সমস্যা নাই।
  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪৬
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সে আপনিই ভালো জানেন আমি আর কি বলবো।
৩|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪৩
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪৩
ভ্রমরের ডানা বলেছেন: 
কাদাছুড়ে কি লাভ বুঝিনা। শান্তির মা কি মরে গেল?
  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪৮
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার জানা মতে মালিবাগ শান্তি নগর ওভার ব্রীজ হওয়ার পর অশান্তির মা মরে শান্তির মা ফিরে আসার কথা। 
৪|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫০
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫০
ভ্রমরের ডানা বলেছেন: 
ঘটনা হইল অস্থিরতা বেড়ে গেছে তাই সবখানে এর প্রভাব। আপনি কিছু সমাধান নিয়ে লেখুন।
  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫২
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাবছি ।আরেটা কথা আপনেরাও কিছু ভাবুন যদি ব্লগটাকে ভালোবেসে থাকুন।
৫|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫৫
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: 
ভাবনা তো ভাবিই, ব্লগকেও ভালবাসি। তবে কাদা এড়িয়ে চলার চেষ্টা করি।
  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫৭
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যত এড়াবেন তারাও ততই সুযোগ লুফে নিবে ।
৬|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫৮
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫৮
ভ্রমরের ডানা বলেছেন: 
কই নিল? দেই নাই কারোরে! কেউ না লাগলে পিছে লাগবে কেডা?
  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫৯
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলে আর কি আপনিই মনে হচ্ছে আসল মহা রাজা 
৭|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:০৩
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:০৩
ভ্রমরের ডানা বলেছেন: 
পাত্তা না দিয়ে নিজের কাজ কর উচিত।  সময় কই ঘাউ ঘাউ করার।  কত্ত কাজ ভায়া।
  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:০৫
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাবছি সাথে আরো অনেক কিছু।
৮|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:১৬
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:১৬
সিগন্যাস বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা
  ০৯ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৫
০৯ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার মাথায়ও ডুকছে না ।
৯|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৩
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৩
কথার ফুলঝুরি! বলেছেন: আমি কাল কয়েকটা পোস্ট এর মন্তব্বে বিষয়টি লক্ষ্য করেছি । কিন্তু চুপ ছিলাম কিছুটা সংকোচ, লজ্জায় আর ভয়ে। কারন এইসব মন্তব্য হওয়ার পরেও অনেকে সেইসব পোস্ট এ মন্তব্য করেছেন কিন্তু কাউকে দেখিনি প্রতিবাদ করতে আর তা ছাড়া ভয় পেয়েছিলাম আমি যে কিছু বলতে গিয়ে আবার না আমাকে নিয়ে এমন কিছু করা হয়, শত হলেও আমি একটা মেয়ে, লজ্জা আর সম্মানের ভয় একটু বেশীই আমাদের । 
যাই হোক, ব্লগ একটি পাবলিক প্লেস, এখানে আমাদের সব লেখা সবাই পড়ে, মন্তব্য পড়ে। এইসব চলতে থাকলে ব্লগের মানসম্মান নষ্ট হবে ভিজিটর কমবে। আমি মনে করি ব্লগ শুধুমাত্র সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সুশীল মানুষদের জন্য। কর্তৃপক্ষের নিয়মিত চোখ রাখা উচিত যে ব্লগে কি ঘটছে আর না ঘটছে এবং এইসব পাগল আর নিম্ন শ্রেণীর মানুষদের কে অবিলম্বে ব্লগে ব্যান করা উচিত । তা না হলে ব্লগের মান ও ক্ষুণ্ণ হবে এবং ভদ্রতার খাতিরে আমরা পাঠক, লেখক সবাই ই এখান থেকে সরে যেতে বাধ্য হব । 
এসব ছাড়া ও ইদানিং ব্লগে দলাদলি আর একে অপরের পেছনে লেগে থাকা বিষয়টা খুব বেড়ে গিয়েছে। আমি ব্লগে নতুন কিন্তু এখানে আসার পর পরিবেশ খুব ভালো ছিল কিন্তু ইদানিং আর তা দেখছিনা।
  ০৯ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৮
০৯ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার কথাগুলো ভালো লাগল আপু ।
১০|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৪
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৪
সামু পাগলা০০৭ বলেছেন: ভ্রমরের ডানার সাথে সহমত। জাস্ট ইগনোর দ্যা ব্যাড পিপল! বাস্তবজীবনে খারাপ মানুষদের সামনে পড়লে নিশ্চই জীবনকে ছেড়ে দেননা। এড়িয়ে চলে দিন কাটিয়ে দেন। তেমনিই ব্লগ সহ সবখানে ভালো খারাপ থাকবে। আমাদের সামু ব্লগে খারাপের সংখ্যা এতটাও বেশি না যে একদমই থাকাই যাবেনা। 
ছেড়ে দিলে আপনিই আপনার জায়গা হারাবেন, অন্যকেউ কিছু হারাবে না। তাই ব্লগ সাথীদের সাথেই থাকুন।
হ্যাপি ব্লগিং!
  ০৯ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৯
০৯ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনেরা যখন থাকতে বলেছেন তখন আর যাবো না আপু।আপনাদের সাথে আছি।
১১|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪১
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪১
মোস্তফা সোহেল বলেছেন: মামা কুল!
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৩৭
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জমে গেছি ভাগ্নে। 
১২|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৫
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: কারো জন্য সুখ কামনা করি না! কামনা করি শান্তি। সবাই যেন শান্তিতে তাদের ক্ষনস্থায়ী জীবনটা উপভোগ করে যেতে পারে।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৩৮
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাই বড় বেশি প্রয়োজন।
১৩|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫০
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫০
তারেক_মাহমুদ বলেছেন: কাল এই কমেন্ট ডিলিট করেছি বলে আমাকেও যাচ্ছেতাই ভাবে বলেছে। Click This Link এই পোষ্টের শেষ কমেন্ট টা দেখুন বাকীগুলো ডিলিট করে দিয়েছি।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৩৯
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশা করছি ব্লগের কৃতপক্ষরা এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।
১৪|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫২
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫২
তারেক_মাহমুদ বলেছেন: Click This Link
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৫
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটু ধৈর্য ধরুন তারেক ভাই সব ঠিক হয়ে যাবে।
১৫|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫৪
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ভাগ্না,  
ভ্রমর ভায়ের সঙ্গে একমত যে ওসব বিষয়কে ইগনর করুন। পাত্তা দিলে পেয়ে বসবেন।গতকাল আমার সর্বশেষ পোষ্টে ঐ নিকের ঐ কমেন্টটিও  ছিল। আমি দেখা মাত্র ডিলিট করেছিলাম।  কাজেই নিজের মনকে অহেতুক ভারাক্রান্ত করবেননা।   
শুভকামনা জানবেন।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৬
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা।
১৬|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫৫
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫৫
অর্থনীতিবিদ বলেছেন: কিছুদিন আগে দেখলাম ইসলা১১ কে নতুন নকীবের পিছনে লাগতে। এখন দেখলাম অচেনা বকরীকে রাজীব নুর ভাইয়ের পিছনে লাগতে। এগুলো ঠিক নয়। ব্লগ শিক্ষিত, জ্ঞানী মানুষের প্লাটফর্ম। মতের অমিল হলে তা যুক্তি দিয়ে তার মোকাবেলা করতে হয়। যুক্তি, পাল্টা যুক্তি। এগুলো দিয়ে কিছু শেখাও যায়। কিন্তু ইসলা১১ বা অচেনা বকরী যা করলো তা প্রকৃত ব্লগারের পরিচয় নয়। যাই হোক এদেরকে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করাটাই ভালো। আর কর্তৃপক্ষের উচিত হবে এ ধরনের কার্যক্রম দেখামাত্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৮
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ । তাই আছি এবং থাকবো।
১৭|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:০৪
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:০৪
ভ্রমরের ডানা বলেছেন: 
মিষ্টিতে পিঁপড়ে আসে কামড় দেয়। তাই বলে মিষ্টির দোকান বন্ধ!  ধুত্তুরি মশাই! আপনি রসগোল্লা প্রিয় ঝান্ডুদা নন!
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৬
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা তাই আপনাদের সকলের কথা ভেবে আর গেলাম না।
১৮|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:০৬
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:০৬
সাইন বোর্ড বলেছেন: এখানের কয়েকজন বেশ পুরানো ব্লগার অাছে যাদের ভাবনা ও লেখার মান যাই হোক না কেন তারা নিজেকে বিরাট কিছু ভেবে অনেকের লেখায় অপ্রাসঙ্গিকভাবে অাজে বাজে মন্তব্য করে এই ভেবে যে তারা যা লিখবে সেটাই শুদ্ধ এবং সঠিক বলে সব পাঠক অনায়াসে গিলবে । বলা যায় এটা তাদের এক ধরনের অহংকার, যা তারা বুঝতে পারেনা ।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০০
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবুও একই পরিবারে থেকে ঝগড়া বিবাদ না করাই উত্তম নয় কি ?
১৯|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:১২
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:১২
করুণাধারা বলেছেন: লিংকটা দিয়ে দিলে ভালো হতো। এমন মন্তব্যকারীকে চিনে রাখতে পারতাম।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০২
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থাক ধরকার নাই আপু ওরকম ছাগল মার্কা নিকের সাথে পরিচয় হওয়া।
২০|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:১৯
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার পোষ্টে একই ছবি দিয়েছিল!
উত্তরে সুন্দর করে জানিয়েছি-
প্রত্যেকের ভাবনা তার জ্ঞানের ভিত্তির উপরই দাড়িয়ে!
এবং তার প্রকাশও সেইরুপই হয়।
আর কি বলার আছে!!!
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৪
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাদের বলেও কোনো নাই ভাই।
২১|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪১
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪১
ঠ্যঠা মফিজ বলেছেন: খুব কষ্ট লাগল আপনি চলে যাবেন শুনে।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৫
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই যাইনই।
২২|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪৯
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪৯
কিশোর মাইনু বলেছেন: কুত্তা কাজ ই কামড়ানো।কামড়াবেই।তাই বলে শুধু নিজের গা বাচিয়ে সাবধান হয়ে চললেই হবে না।কুত্তাকে কামড়ানো যায় না অজুহাতে সব এড়িয়া চললে নিজের বিপদই ডেকে আনা হবে।যেই কুত্তা কামড়াবে তার মুখটাই ভেংগে দিতে হবে।তাইলেই কুত্তার কামড়ানি বন্ধ হবে।এড়িয়ে চললে হবেনা।আপনাকে না কামড়ালে আরেকজনরে কামড়াবে।আমাদের সবচেয়ে বড় দোষ এটাই।আমরা সবসময় নিজের গা বাচিয়ে চলার চেষ্টা করি।ইটের জবাব ইট দিয়েই দেওয়া শিখতে হবে আমাদের।ইটের ছোট টুকরা দিয়ে না।
  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ৮:৫২
১০ ই জুলাই, ২০১৮  সকাল ৮:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই থেকেই গেলাম কিশোর ভাই।ইটের জবাব ইট দিয়েই দেওয়া শিখতে হবে আমাদের।ইটের ছোট টুকরা দিয়ে না। 
সেটাই চেষ্টা করছি।
২৩|  ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৫৫
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৫৫
কিশোর মাইনু বলেছেন: আপনি ব্লগ ছাড়লে শুধু আপনি নোংড়ামি থেকে দূরে থাকতে পারবেন।বাকীরা ঠিক ই নোংড়ামির শিকার হবে।এড়িয়ে চললে বা ইগ্নোর করলে স্রেফ ইগ্নোর ই করা হবে।নির্মুল করা হবেনা।
@সামু আপু,বেয়াদবি নিবেন না।আপনারা সিনিয়র ব্লগার।আপনারা যদি শুরুতেই এর বিরুদ্ধে সোচ্চার হতেন তাহলে আজ ব্লগের পরিবেশ নোংরা হত না।কিন্তু আপনারা ব্যাপারটাকে এড়িয়ে গেছেন।ফলে এইসকল কুত্তাস্বভাবের মানুষগুলা আরো সুযোগ পেয়ে গেছে।
কথাগুলো হয়ত একটু বেশী খারাপ শোনাচ্ছে।কিন্তু এইটাই সত্যি।
  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ৯:১৪
১০ ই জুলাই, ২০১৮  সকাল ৯:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার সাথে একমত।
২৪|  ০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:১০
০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:১০
পান-সুপারি বলেছেন: 
হাসুমামা, ছাগল কমেন্টার আর বকরি ফ্লাডারদের জন্য আপনে সামু ছাড়বেন কেন? জানতাম রাজীব নুরের কমেন্ট মাইনিং নিয়া গ্যান্জাম একদিন লাগব। গত সাতমাসে বারো হাজার কমেন্ট করছে রাজীব নুর যার বেশিরভাগেরই কোন আগামাথা নাই। এই পোস্টে আইসা হের প্রতিবাদ করা উচিত ছিল যে হের পোস্টে ফ্লাডিং হৈছে। হের কমেন্ট হইল হেরে টুথপেস্টের বিজ্ঞাপনে বাদ দিছে। দুনিয়ার সবার শান্তি। হে কি গান্জা খায়া সামুতে আসে নাকি। হের ভচ চাঁদগাজী কাউসার ভাইরে ব্লগ থেকে খেদাইতে উইঠা পইড়া লাগছে যে কাউছার ভাই কমেন্ট মাইনিং করে। রাজীব নুরের মাইনিং নিয়া হের ভচে কিছু কয় না কারণ রাজীব নুর চাঁদগাজীরে তেলায়। কি বিচার।
  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ৯:১৩
১০ ই জুলাই, ২০১৮  সকাল ৯:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কারে কি কমু ভাই হেইটাই বুঝতে পারছি না।
২৫|  ০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:১৮
০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:১৮
ব্লগ মাস্টার বলেছেন: খুব খারাপ ব্যপার। না এটা নিয়ে সকলের একটা গোল মিটিংএ বসা উঁচিত।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৭
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসেন বসি এত হতাশা হচ্ছেন কেন ?
২৬|  ০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৬
০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৬
অর্থনীতিবিদ বলেছেন: পান-সুপারি বলেছেন: হাসুমামা, ছাগল কমেন্টার আর বকরি ফ্লাডারদের জন্য আপনে সামু ছাড়বেন কেন? জানতাম রাজীব নুরের কমেন্ট মাইনিং নিয়া গ্যান্জাম একদিন লাগব। গত সাতমাসে বারো হাজার কমেন্ট করছে রাজীব নুর যার বেশিরভাগেরই কোন আগামাথা নাই। এই পোস্টে আইসা হের প্রতিবাদ করা উচিত ছিল যে হের পোস্টে ফ্লাডিং হৈছে। হের কমেন্ট হইল হেরে টুথপেস্টের বিজ্ঞাপনে বাদ দিছে। দুনিয়ার সবার শান্তি। হে কি গান্জা খায়া সামুতে আসে নাকি। হের ভচ চাঁদগাজী কাউসার ভাইরে ব্লগ থেকে খেদাইতে উইঠা পইড়া লাগছে যে কাউছার ভাই কমেন্ট মাইনিং করে। রাজীব নুরের মাইনিং নিয়া হের ভচে কিছু কয় না কারণ রাজীব নুর চাঁদগাজীরে তেলায়। কি বিচার।
ভাই, কি কমেন্ট করলেন! হাসতে হাসতে মইরা যাইতাছি!
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২২
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো হাসতে হাসতে পেটে ব্যথা লাগতেছে ।
২৭|  ০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৩৮
০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৩৮
এমজেডএফ বলেছেন: পান-সুপারি যা বলেছেন তা পড়ে প্রথমে অনেকক্ষণ হেসেছি   , পরে অনেকক্ষণ ভেবেছি
 , পরে অনেকক্ষণ ভেবেছি   । আসলে উনার মন্তব্যে যথেষ্ট যুক্তি আছে।
 । আসলে উনার মন্তব্যে যথেষ্ট যুক্তি আছে।
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৪
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও তাই করছি যা আপনেরা করছেন।
২৮|  ০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৪৯
০৮ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৪৯
মেটাফেজ বলেছেন: পোষ্টের ছবিডা পাইছেন কই? আল্লাহরে হাসতে হাসতে শেষ  
 
পান-সুপারি বলেছেন: হাসুমামা, ছাগল কমেন্টার আর বকরি ফ্লাডারদের জন্য আপনে সামু ছাড়বেন কেন? জানতাম রাজীব নুরের কমেন্ট মাইনিং নিয়া গ্যান্জাম একদিন লাগব। গত সাতমাসে বারো হাজার কমেন্ট করছে রাজীব নুর যার বেশিরভাগেরই কোন আগামাথা নাই। এই পোস্টে আইসা হের প্রতিবাদ করা উচিত ছিল যে হের পোস্টে ফ্লাডিং হৈছে। হের কমেন্ট হইল হেরে টুথপেস্টের বিজ্ঞাপনে বাদ দিছে। দুনিয়ার সবার শান্তি। হে কি গান্জা খায়া সামুতে আসে নাকি। হের ভচ চাঁদগাজী কাউসার ভাইরে ব্লগ থেকে খেদাইতে উইঠা পইড়া লাগছে যে কাউছার ভাই কমেন্ট মাইনিং করে। রাজীব নুরের মাইনিং নিয়া হের ভচে কিছু কয় না কারণ রাজীব নুর চাঁদগাজীরে তেলায়। কি বিচার।
পান-সুপারিরে আগুন কমেন্টে স্যালুট।
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৬
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইটা ভাই কোনও কথা হইল।
২৯|  ০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৩
০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ও এখন বুঝলাম।
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৭
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ এত দেড়ি কেন ।
৩০|  ০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৬
০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন: 
@পান-সুপারি,
ব্লগে, ১ বছর ৮ মাস আছেন আপনি; ১টি পোষ্টও লিখেননি; ব্লগের নিক দিয়ে আপনি কি করছেন, সমস্যার সৃষ্টি করছেন?
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৮
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি কিছু কমুনা ওস্তাদ আপনি যা বলার বলেন।
৩১|  ০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:২৭
০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:২৭
পান-সুপারি বলেছেন: 
@চাঁদগাজী,
ব্লগে, ৩ বছর ৮ মাস আছেন আপনি; নিজের তেলবাজদের সাতখুন মাফ করেছেন; ব্লগের নিক দিয়ে আপনি কি করছেন, সমস্যার সৃষ্টি করছেন?
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪১
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাগো বুঝার ভুল আছে।
৩২|  ০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৫৬
০৮ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ব্লগে এসব কি হচ্ছে!
শত্রু মিত্র থাকতেই পারে
তাই বলে কি শত্রুকে পিছন থেকে
আক্রমণ করতে হবে? লড়ৃন বীরের মতো !!
ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর।
গাজীসাব এবার একটু সামলে চলুন
পিছলে পড়ে আলুর দম হবেন না।।
  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ৯:১৬
১০ ই জুলাই, ২০১৮  সকাল ৯:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদের পড়ে আলুর দম হওয়ার সম্ভবনা খুব কম। 
৩৩|  ০৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৭
০৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৭
সোহানী বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন: যেখানে কাদা, তাতে পা দিবেন না। এড়িয়ে যাবেন!
১০০% ঠিক। ইগনোর দেম..........
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪১
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত আপু।
৩৪|  ০৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
০৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
চাঁদগাজী বলেছেন: 
ব্লগিং বিশালভাবে ভালোর দিকে যাচ্ছ; হাজার হাজার ব্লগারের মাঝে ২/১ জন এটা সেটা করবেন, সেটা এমন কিছু নয়।
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪০
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও সেটাই ভাবছি ওস্তাদ আর তাই সিদ্ধান্ত পরিবর্তন করলাম।
৩৫|  ০৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫১
০৮ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫১
নীলপরি বলেছেন: সামুতে বেশী থাকতে পারছি নাহ বলে ঘটনাটা দেখিনি । যাই হোক আপনি যাবেন নাহ প্লিজ । 
হ্যাপী ব্লগিং । 
 শুভকামনা
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৪৬
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি যাইনি নীলপরি আপু।
৩৬|  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:০৩
০৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
শুধু তুমিই আমার জেঠা বলেছেন:
এটা সত্যিই অশালীন, সভ্য হবার চেষ্টা করুন !!
  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ৯:১৭
১০ ই জুলাই, ২০১৮  সকাল ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওটার মন্তব্য কাবাব হয়েগেছে নূরু ভাই।
৩৭|  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ৯:০৭
০৮ ই জুলাই, ২০১৮  রাত ৯:০৭
ব্লগ মাস্টার বলেছেন: সামুতে কি হচ্ছে এসব তার জন্য সামু নিজে দায়ি না দায়ি মনে হচ্ছে আমরা নিজেরাই।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৪৫
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ।
৩৮|  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ৯:২৬
০৮ ই জুলাই, ২০১৮  রাত ৯:২৬
রাকিব আর পি এম সি বলেছেন: এই ব্লগে যুক্ত হওয়ারও কয়েক বছর পূর্বে, সম্ভবত ২০১২-১৩ সালের দিকে ফেসবুকে অামি একটি তথ্যমূলক গ্রুপের অ্যাডমিন ছিলাম, যেখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়েই লেখালিখি করতাম। সেসময় ফেসবুক গ্রুপের privacy সম্পর্কে অামার ধারনা ছিল শূন্যের কোটায়। এই সুযোগে কিছু অাইডি থেকে অশ্লীল ছবি, অাজেবাজে বিজ্ঞাপন গ্রুপে পোস্ট করা হতো। এগুলো এত বেশি পরিমাণে পোস্ট করা হতো যে অামি ডিলিট করতে করতে বিরক্ত হয়ে যেতাম, কিন্তু তবুও অামি হাল ছাড়িনি। একসময় সবকিছুই অাবার স্বাভাবিক হয়ে অাসে। রাজীব নুর ভাই এবং চাঁদগাজী ভাই দুজনই অনেক অভিজ্ঞ ব্লগার। তাদেরকে নিয়ে যতই নোংরামি সৃষ্টি করা হোক না কেন, এতে যেমন তাদের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমবে না, তেমনি তাদের প্রতি সাধারন পাঠক এবং অন্যান্য ব্লগারদের ভালবাসাও কমবে না। তবে এই ক্রান্তিকালীন সময়ে অামাদেরকেও ধৈর্য্য ধরতে হবে। ব্লগ ত্যাগ করা মোটেও কোন সমাধান নয়। বরং সময়ের সাথে এই নোংরা মানসিকতার মানুষগুলো নিজ থেকেই ব্লগ ত্যাগ করতে বাধ্য হবে।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৫৫
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও সেটাই ভাবছি ভাই।
৩৯|  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩৭
০৮ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩৭
কবীর বলেছেন: রেগে গেলেন তো হেরে গেলেন ।
এগুলো বিনোদন হিসাবে দেখুন। 
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৫৩
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই নাকি।
৪০|  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:২৯
০৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:২৯
অর্থনীতিবিদ বলেছেন: শুধু তুমিই আমার জেঠা যে কমেন্টটি করেছেন সেটা ডিলিট করা হোক। পোস্ট করা ছবিটি বিকৃত এবং নিম্নরুচির পরিচায়ক।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৫৪
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: করে দিয়েছি ভাই।
৪১|  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:৩২
০৮ ই জুলাই, ২০১৮  রাত ১০:৩২
তারেক ফাহিম বলেছেন: শাহরিয়ার কবীর @: বিনোদন দেখেতো ওক থু আসে।
শিক্ষা আমাদের এই দিয়েছে   
  
অবাক লাগে।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৫১
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শিক্ষা আমাদের এই দিয়েছে   সহমত ভাই।
 সহমত ভাই।
৪২|  ০৮ ই জুলাই, ২০১৮  রাত ১১:১৫
০৮ ই জুলাই, ২০১৮  রাত ১১:১৫
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: ব্লগ ছেড়ে যাওয়া কোনো সমস্যার সমাধান না হাসু মামা ভাই ই
@ সামু পাগলা০০৭, @  ভ্রমরের ডানার  সমাধান না শুধু ইগনোর করা | নতুন নকীবের সাথে যা হয়েছিল কিছুদিন আগে সেটা শুধু ইগনোর করে কেমন করে ব্লগিং করা যায় | ওমরার সাথে একবছর ধরে কি নোংরামীটাই না করছে একজন খ্যাতিমান ব্লগ কবি !
@কিশোর মাইনু, ওয়েল সেড | 
@ করুনাধারা, রাজীব নূর সিনিয়র ব্লগার অনেক দিন দর এব্লগে আছেন তার শত্রু না হয় আছে বুঝলাম কিন্তু এই অচেনা বকরি যখন রাজীব নূরের ব্লগে নোংরামি করে আমার ব্লগে গিয়ে সেটা বললো তখন কয়েক সপ্তাহের ব্লগ জীবনের এই আমি কিন্তু তাকে চিনেছি সহজেই | আমার ব্লগে কালকেই এই ব্লগারের নোংরামি নিয়ে আমি একটা পোস্ট করেছি | পড়ে দেখতে পারেন যআমার ব্লগে গিয়ে কষ্ট করে ...ওমেরার সাথে মাল্টি নিকে নোংরামি করার নাটেরগুরু ব্লগ রাজাকার কবি শাহরিয়ার কবীর ও তার নোংরামির ইতিহাস ও প্রমান (স্ক্রিনশট দেওয়া হবে অচিরেই)
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০১
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই আর তাই আমিও কিন্তু ব্লগ ছাড়ি নাই ।আপনাদের সাথেই আছি এবং থাকবো।
৪৩|  ০৯ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৫৯
০৯ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৫৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নোংরামি বা কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কোনো লাভ নেই | ব্যবহারেই বংশের পরিচয় ! 
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০২
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্যবহারেই বংশের পরিচয় !  এইটা অনেকেই বুঝেনা।
 এইটা অনেকেই বুঝেনা।
৪৪|  ০৯ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৩৭
০৯ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নোংরামি বা কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কোনো লাভ নেই | ব্যবহারেই বংশের পরিচয় !
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৩
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্যবহারেই বংশের পরিচয় !  এইটা অনেকেই বুঝেনা যে।
 এইটা অনেকেই বুঝেনা যে।
৪৫|  ০৯ ই জুলাই, ২০১৮  সকাল ১০:০০
০৯ ই জুলাই, ২০১৮  সকাল ১০:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আপনি ব্লগ ছেড়ে দিবেন ?
না ভাই এমন হলেতো সবাই ব্লগ ছেড়ে দিবে।
ভাল থাকুন।
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৯
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি কিন্তু ব্লগ ছাড়ি নাই ভাই ।আপনাদের সাথেই আছি এবং থাকবো।
৪৬|  ০৯ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫৪
০৯ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: আমি কি অনন্যায় করেছি জানিনা যে কারনে আমাকে জেনারেল করা হল।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৪৫
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এ বিষয় আমার ধারণা নাই। আপনি তাদেরকে মেইল করুন। 
৪৭|  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৪
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৪
ভ্রমরের ডানা বলেছেন: 
সাব্বাস ভায়া!! এবার জমসে লেখুন!
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২১
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনেরা যেহেটু আমাকে যেতে দিবেন না সেহেটু আমি যাই নি।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৩৮
০৮ ই জুলাই, ২০১৮  সকাল ৯:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
যেখানে কাদা, তাতে পা দিবেন না। এড়িয়ে যাবেন!