![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছু চাইলেও পাওয়া যায়না তেমনি আমিও চলে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারলাম না। মায়ার টানে থেকে যেতে হলো।
খুব কষ্ট লাগে যখন শুনি কোনো পরিবারে ভাই হয়ে ভাইয়ের সাথে এবং বোন হয়ে বোনের সাথে ঝগড়া করে ।ঝগড়া বিবাদে কোনো
শান্তি নাই ।ধৈর্য আর আর ভালোবাসায় যে সুখ শান্তি আছে তা কোনো ঝগড়া বিবাদে পাওয়া যাবে না।কথায় আছে না রেগে গেলেন
তো হেরে গেলেন!তাই রাগ,কোনো ঝগড়া বিবাদ নয়, আসুন ভালোবাসা দিয়ে আর ভালোবাসা নিয়ে পুরো বিশ্বটাকে করি জয়।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ ব্লগীং নতুন করে শুরু করলাম।
২| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ভাগ্না,
যাক মায়ার টানে ফিরে এলেন যখন আমরা আনন্দিত । এখন থেকে আবার নুতন উদ্যোমে ব্লগ শুরু করুন। আগের পোষ্টে প্রচুর কমেন্টারি এতিম হয়ে পড়ে আছে দেখলাম।
শুভকামনা জানবেন।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা। রাগ করে কালকে পোস্ট দেয়ার পর আর ব্লগে আসিনাই তাই এ অবস্থা ।না এখন যাই মামা আগের পোস্টের
উত্তরগুলো দিয়ে আসি না হলে ও ব্যচারারা আবার আমার উপরে রাগ করবে।
৩| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
ব্লগ ছাড়লে কেহ আর ব্লগার থাকেন না।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই ছড়িনি আর সব থেকে বড় কথা হলো ওস্তাদ যদি ব্লগ ছেড়ে দিই তাহলে আপনাদের সাথে কথাকোপন করবো কিভাবে।
৪| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভ ব্লগীং নতুন করে শুরু করলাম।
এই নিন খান-
লেখক বলেছেন: শুভ ব্লগীং নতুন করে শুরু করলাম।
এই নিন খান-
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে এতো দেখছি কুমিল্লার চমচম। জিহ্বায় জল এসে পড়েছে রাজীব ভাই।
৫| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬
জুন বলেছেন: চলে যাওয়া কোন সমাধান নয় হাসু মামা
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য কথাই বলছেন জুন আপু।আমিও আপনার সাথে এক মত।
৬| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১
মোস্তফা সোহেল বলেছেন: যাক মামা তবে ভালটাই বুঝেছেন।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু ভাগ্নে মন্দ বুইঝা কাম কি ।
৭| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নেন মিষ্টি খান। নিজ হাতে বানানো মিষ্টি।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ দারুন সুস্বাদু আর টেষ্ট ভরা।
৮| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: রেগে গেলেন তো হেরে গেলেন।
ঠান্ডা মাথায় ব্লগিং করার শুভেচ্ছা রইলো।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বরফে জমে যাচ্ছি শাহরিয়ার কবীর ভাই।
৯| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১
ভ্রমরের ডানা বলেছেন:
যেওনা ব্লগার
চলেছো একেলা কোথা
পথ খুঁজে পাবে নাতো
শুধু একা
সেই পোষ্টের এতটুকু ভুল
নিয়ে গেছে কতদূর
আমাদের স্বপ্নের মহল তাইতো
ভেঙে যে হলো চুর
আর যে সইতে পারি না জ্বালা
দোষ না হয় কিছু হয়েছে
পথ হারা পথিক তো
ব্লগের ঠিকানা ফিরে পেয়েছে
ক্লিকান....
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নাহ আর যাবো না ট্রেন মিস হয়েগেছে তাই আপনাদের সাথেই আছি।
১০| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০
সিগন্যাস বলেছেন: দেখছেন লোকজন আপনাকে কত ভালবাসে।একজনকে দেখলাম কুমিল্লার চমচম দিচ্ছে
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার লোভ সামাল না দিতে পারলে অনুমতি দিলাম দু চারটি টুপটাপ মেরে দিতে পারেন।
১১| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
ব্লগ মাস্টার বলেছেন: হিইজে গ্রেড ব্লগার। আপনি একজন বেস্ট ব্লগার।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনিও অনেক ভালো একজন ব্লগার।
১২| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ প্রত্যাবর্তন। কখনো বিদায় বলি না।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাদের সাথেই আছি।
১৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পলায়নপর মনোবৃত্তি কোন সমাধান নয়।
ভাগ্নাদের ছেড়ে মামা চলে যাবে এটা হয়না।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না আর যেতে পারলাম কই।ভাগ্নে ভাগ্নিরা আমায় যেতে দিলো না।
১৪| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১০
ঠ্যঠা মফিজ বলেছেন: অভিনন্দণ হাসু ভাইকে।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভেচছা স্বাগতম।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
খুশি হলাম।