|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
চামড়ার মুখ তাই বলে যখন তখন ধুমধাম হট কথা বলটা ঠিক না। এতে সমাধানের বদলে সমস্যা বাড়ে।
যখন কিছু মানুষ  ছাড়া পুরো দেশের মানুষ কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়ে আসছে এবং সবাই 
এটাকে একটা যৌক্তিক আন্দোলন  হিসেবে ছাত্রছাত্রীদের স্বীকৃতি দিতেছেন,তখন ঢালাও ভাবে একজন
 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কি উচিৎ হয়েছে  ছাত্রছাত্রীদের জঙ্গি বলা ? এতে করে এখন যদি অন্য ছাত্রছাত্রীরা 
ওই সকল ছাত্রীদের ওপর হামলা বা কোনো ছাত্রছাতীকে জঙ্গি ভেবে হত্যা করে তাহলে এর দায়ভার বহন করবে কে 
সরকার না ওই উপাচার্য ? আমার মতে এর সম্পূর্ণ দায়ভার তাকেই গ্রহণ করতে হবে যেহেটু সে উসকিয়ে দিছে।
 ২৮ টি
    	২৮ টি    	 +০/-০
    	+০/-০  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৬
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কোনো ঘটনার ঘটার আগেই ভাবটা ভালো ।পরে ঘটে গেলে ভাবিয়া আর কি করবেন। যেমন পারবেন
তরিকুলের পা ফিরিয়ে দিতে।
২|  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৯
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩৯
তারেক ফাহিম বলেছেন: সব উপর থেকে নির্ধারন হয়েছে, উপর কিথা সেটাও বুঝি না   
  
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৩
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উপর কিথা সেটাও বুঝি না  আমার বুঝেও আসছে না।
 আমার বুঝেও আসছে না।  
 
৩|  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫৫
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন: 
উপাচার্যের কি উচিৎ হয়েছে ছাত্রছাত্রীদের জঙ্গি বলা ?
উনি ছাত্রছাত্রীদের জঙ্গি বলেন নি। 
সংবাদপত্রের হেডিং হলুদ মিডিয়া! দেখেই সিদ্ধান্তে আসা ঠিক না। ভেতরে কি লিখেছে পড়ে দেখেন।
উনি বলেছেন জঙ্গিরা যেভাবে মিথ্যা বানোয়াট ভিডিও বেনামে ছেড়ে প্রচারনা চালায়। 
কোটা আন্দলনকারিরাও একই স্টাইলে মিথ্যা বানোয়াট ছবি মিথ্যা ভিডিও বেনামে প্রচার করছিল।
এই দাবি মোটেই মিথ্যা নয়।
বেনামি প্রচারকারিরা আবু বকর নামে একজন নিহত হয়েছে বলে ধারাবাহিক প্রচার চালিয়েছে। পরে মিথ্যা প্রমানিত হয়েছে।
একটি মেয়ের রগকাটা মিথ্যা গুজব দিনের পর দিন চালিয়ে গেছে। মিথ্যা প্রমান হওয়ার পরও থামে নি, দিনের পর দিন প্রচার হয়েছে।
সম্প্রতি কোটা নেতাদের হাতুড়ি পেটা করার পর পুরোনো এপ্রিল মাসের একটি রাতের মিছিলের ভিডিও ছেড়ে দাবি করা হয় "ছাত্র পিটানোর প্রতিবাদে ঢাবি হলের সবাই বের হয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করছে" যে যেখানে আছেন যোগ দিন, ঘরে বসে থাকার আর সময় নেই!
  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১১:০৬
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১১:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটা নিউজের অংশ বিশেষ দিলাম পড়ে নিন।
কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের জঙ্গি বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, অবিলম্বে উপাচার্যের পদত্যাগ করা উচিত। তাকে প্রমাণ করতে হবে যে ছাত্ররা জঙ্গি। জঙ্গি হিসেবে এখন কাউকে মেরে ফেলা হলে এর দায় ভিসিকে নিতে হবে।
সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কোটা সংস্কার আন্দোলনকে যখন সবাই যৌক্তিক আন্দোলন হিসেবে স্বীকৃতি দিয়েছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের জঙ্গি সংগঠনের দিকে ঠেলে দিচ্ছে। কোটা আন্দোলনে জঙ্গি সম্পৃক্ততা আছে এ কথা বলে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছেন।
লিখিত এক বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার অধিকার সবার আছে। কিন্তু ছাত্রছাত্রীদের ঢালাওভাবে জঙ্গি সম্পৃৃক্ততার কথা বলে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথ বন্ধ করার আদেশ উপাচার্যের স্বেচ্ছাচারিতা। এটা তিনি করতেই পারেন না।
আন্দোলনকারী ছাত্রছাত্রীদের গ্রেফতার না করার দাবি জানিয়ে জয়নুল আবেদীন বলেন, আমরা দেখছি মিথ্যা মামলায় গ্রেফতার ছাত্রছাত্রীদের ৫ দিন, ১০ দিন করে রিমান্ডে নেয়া হচ্ছে। গ্রেফতার করা সব ছাত্রকে বিনা পয়সায় আইনি সহায়তা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় আন্দোলনকারীদের ওপর যারা হামলা করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সমিতির সভাপতি।
সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের গেজেট প্রকাশের দাবি জানিয়ে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রধানমন্ত্রীর কোটা বাতিল ঘোষণার পর পুলিশের সামনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের হাতুড়ি দিয়ে পেটাচ্ছে ছাত্রলীগ, প্রকাশ্যে নারীদের নির্যাতন করা হচ্ছে। এ নিয়ে সরকারের কেউ কোনো কথা বলছেন না। আমরা এর নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত রোববার নিজ কার্যালয়ে কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আখতারুজ্জামান বলেন, ‘তালেবান জঙ্গিরা বিভিন্ন গোপন আস্তানা থেকে যে রকম উসকানিমূলক ভিডিও বার্তা পাঠায়, তার অবিকল উগ্র চরমপন্থি মতাদর্শী প্রচারণামূলক ভিডিও আমি নিজে দেখেছি।’ উপাচার্য বলেন, ‘তালেবান নেতা মোল্লা ওমর ও ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা পাঠানো হচ্ছে।’ তিনি আরো বলেন, জঙ্গিরা যেভাবে শেষ অস্ত্র হিসেবে নারীদের ব্যবহার করে, সেভাবে কোটা আন্দোলনেও ছাত্রীদের ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এসব মেনে নেবে না।
৪|  ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১১:১০
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১১:১০
ভ্রমরের ডানা বলেছেন: 
আর কি কোন বিষয় পত্রিকায় ছিল না?
  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৭
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো একটা কথা বলছেন চারদিকে যাই হচছে সবই জঙ্গি করছে কিন্তু তরিকুলকে পিটাইয়া হাতুড়ের থুক্কু তরিকুলের
পাও ভাইঙ্গা ফেলছে এটা মনে হয় মহা যোদ্ধার কাম করছে। 
৫|  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৫৯
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৫৯
টারজান০০০০৭ বলেছেন: চিন্তা কইরেন না ! সশস্ত্র বাহিনীর মতন উনাকেও ইনডেমনিটি দেওয়া হইবে !
  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৯
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৬|  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ২:১৫
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ২:১৫
পলাশবাবা বলেছেন: যাক হাসান কালবৈশাখী অন্তত হাতুড়ি পেটা হয়েছিল বলে স্বীকার করেছেন। 
সবাই বলেন আলহামদুলিল্লাহ।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:১৭
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৭|  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ২:১৭
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ২:১৭
পলাশবাবা বলেছেন: ভ্রমরের ডানা কে একটা টিনের চশমা উপহার দিতে চাই।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:১৭
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৮|  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৫৭
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৫৭
ব্লু হোয়েল বলেছেন: 
মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটায় হস্তক্ষেপ করা হবে না :  মোজাম্মেল হক
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:১৯
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বলেন এতো দেখছি বিশাল ব্যপার।
৯|  ১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৫৮
১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: গতকাল বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে বাংকার জরুরি হয়ে পড়েছে। আজ মনে হচ্ছে, বিশ্ববিদ্যালয়টির চারপাশে হাজার চারেক কামান বসানো দরকার।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২০
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পাশাপাশি আপনার বাসার সামনে দুই তিন হাজার কামানও ফিটিং কইরেন। 
১০|  ১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:০৫
১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:০৫
ঠ্যঠা মফিজ বলেছেন: দেশের অবস্থা বুঝা মুশকিল।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২১
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি দেশের অবস্থা এহনো বুঝেননি ।
১১|  ১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:১১
১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:১১
ক্স বলেছেন: ভিসি দায় নিয়ে কি করবে?
- ফাঁসি হবে?
- জেল হবে?
- বমি করবে? নাকি
- হেগে দেবে?
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২৩
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি আ করে থাকেন যাই করবে সরাসরি আপনার মুখে পড়বে ।
১২|  ১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:২৬
১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:২৬
ব্লগ মাস্টার বলেছেন: ক্স বলেছেন: ভিসি দায় নিয়ে কি করবে?
- ফাঁসি হবে?
- জেল হবে?
- বমি করবে? নাকি
- হেগে দেবে?  সহমত
লেখককে বলছি পারলে এর সঠিক জবাব দিন ।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২৪
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনারো দেখছি একই রোগে পাইছে।
১৩|  ১১ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
১১ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা চাকুরির জন্য মানুষ কত নীচে নামতে পারে তার প্রমাণ ঢাবি'র নপুংসক ভিসি...
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২৬
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এগুলো বইলেন না এগুলো বললে ভিসির পাশাপাশি অনেকেই মাইন্ট খায়।
১৪|  ১১ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৫
১১ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই সমস্ত ভিসি'রা ছাগল পালন করলে ভালো করবে। ।
  ১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২৭
১২ ই জুলাই, ২০১৮  ভোর ৬:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:১৮
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:১৮
স্রাঞ্জি সে বলেছেন: উপর মহলের উপর কথা নাই। আপাতত ভাবতে দেন।