নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

দোয়া করি মেয়েটির স্বপ্ন পূরণ হোক

১২ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১৪


মার্কিন কিশোরী এই মেয়েটির দুটি স্বপ্ন একটা হল মঙ্গল বিজয় এর পর ফিরে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ।
একজন মানুষের মনের জোরই বড় সাহস দোআ করি তোমার সাহস শক্তি তোমায় তোমার লক্ষে
পৌঁছে দিক আর তোমাদের মাধ্যমে আগামী প্রজন্ম বিশ্বটাকে আরো ভালো ভাবে চিনুক।
মেয়েটি নাম অ্যালিসা কারসন ।এখন তার বয়স মাত্র ১৭ বছর । দেশের বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে ।
মেয়েটি খুব ছোট বেলা থেকেই স্বপ্ন দেখে আসছে মঙ্গল ভ্রমণর আর এখন তার সে স্বপ্ন পূর্ণ এগিয়ে।
পাশাপাশি সে বলেছে মঙ্গল থেকে ফিরে আরও একটি অদ্ভুত ইচ্ছে বা স্বপ্ন পূরণ করতে চায়
আর তা হলো ইতিহাসের দরজায় পা রাখতে চলা এই অ্যালিসা কারসন নামের মেয়েটি মঙ্গল থেকে
ফিরে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চায়।অ্যালিসা কারসন মাত্র ৯ বছর বয়সে কার্টুনে মঙ্গলকে দেখে
লালগ্রহের প্রতি তার ভালবাসা জেগেছে আর তখন থেকেই সে দিনরাত দেখতে থাকে রোভার্সের ল্যান্ড
করার ভিডিও। তার বেডরুমে টাঙানো রয়েছে মঙ্গলের অতিকায় ম্যাপ। এরপরই নাসার স্পেস ক্যাম্পগুলোয়
ঘুরতে থাকে অ্যালিসা কারসন। ইতিমধ্যে তার পাসপোর্ট প্রোগ্রামও সম্পূর্ণ। এবার প্রস্তুতি শুধু স্বপ্নের সফরের।
যতদূর জানা গেছে কিশোর অ্যালিসার বয়স ১৮ বছর বয়স সম্পূণ্য হলেই শুরু হবে তার কঠিন ট্রেনিং। মহাকর্ষের
সঙ্গে লড়াই, মহাকাশযান সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠা। নানা ধাপ পের হতে হবে একে একে। এর পর স্বপ্ন পাড়ি।
তাই মনে প্রাণে দোয়া করি অ্যালিসা কারসন নামের এই মেয়েটির স্বপ্ন পূরণ হোক।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২৭

সিগন্যাস বলেছেন: আহা মেয়েটা এতো অল্প বয়সে মারা যাবে সেটা শুনেই খারাপ লাগছে, এতো দূরের জার্নি কোন মানুষ টিকে থাকতে পারবে না

১২ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনেরা যে যাই বলেন আমার কাছে মনে হয় মেয়েটার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ।

২| ১২ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫২

সিগন্যাস বলেছেন: আরে দূর মানুষের কাছে এখনো মঙ্গলে জীবিত প্রাণী পাঠাবার প্রযুক্তি নাই । এই মেয়ে অরন্যে রোদন করছে

১২ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ও সেকারনে নাসা অবশ্য তাকে একটা শর্ত দিয়ে রেখেছে। আর তা হল মঙ্গলের মিশন শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারবে না মেয়েটা।

৩| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমি দেশে আসার পর, ২/৪ জন এতিমকে ১ বেলা খাওয়ায়ে দোয়া খায়ের করাবো।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা করতে পারলে ভালো হয় ওস্তাদ। :)

৪| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৬

হাঙ্গামা বলেছেন: তার চাইতে এখনকার প্রেসিডেন্টকেই মঙ্গলে পাঠায়া দেয়া হোক। গার্বেজ দুনিয়া থেকে বিদায় হোক।
মেয়েটা রাস্তা ও পরিস্কার হোক।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা মন্দ নয় তয় বুদ্ধি খারাপ। : ;)

৫| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৬

রোকনুজ্জামান খান বলেছেন: আ্যালিসা কারসন এর জন্য রইলো শুভ কমনা ।
তার সামনের দিন গুলো শুখো ময় হোক।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও এ দোয়াই করি।আল্লাহু তার সকল আশা পূণ্য করুক। :)

৬| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: আহারে---

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এত সুন্দর একটা মাইয়া আহা মুখখানা দেখলেই কেরম একটা মায়া লাগে। :)

৭| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০১

ব্লগ মাস্টার বলেছেন: দোআ করি ভাই মেয়েটা যেন তার স্বপ্নের গন্তব্যে যেতে পারে।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা একমাত্র দোয়াই কাম্য।

৮| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

সুরঞ্জন আহমেদ বলেছেন: বাংলাদেশেও অ্যালিসা কারসনরা জন্মায় । বড় বড় স্বপ্ন দেখে শৈশব অতিক্রম করে পুরুষতান্ত্রিকতায় আক্রান্ত হয়ে বুঝতে পারে যে, এসব শুধু মুভি আর নভেলের জন্য প্রযোজ্য ।
বাংলাদেশী মেয়েদের বড় স্বপ্ন দেখা মিথ্যে, না যায়েজ আর জাহান্নমুন্মুখ হওয়া।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কথা কইছেন ভাই।সহমত

৯| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

তারেক ফাহিম বলেছেন: মনের জোর দেখে বিষ্মিত হচ্ছি।

ভালোই বলেছেন, মনের জোর হল সত্যিকারের সাহস।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে শক্তি হলো আসল শক্তি।

১০| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

রক বেনন বলেছেন: আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মঙ্গল জয় করার থেকেও কঠিন।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে আবার সহজও যদি ইচ্ছে শক্তি ঠিক থাকে।

১১| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১২

শামচুল হক বলেছেন: ও দেশে সম্ভব এদেশে সম্ভব না।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে হয়ত একদিন আমাদের দেশেও সম্ভব হবে।

১২| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আ্যালিসা কারসন এর জন্য রইলো শুভ কমনা ।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে প্রাণে দোআ করি ভাই তার আশা পূরণ হোক।

১৩| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ভাগ্না,

সভ্যতা এগিয়ে চলেছে। আমাদের ছোটো বেলায় চাঁদ দেখিয়ে বলা হত," আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা। " বর্তমানে চাঁদে নাকি কিছু কোম্পানি শপিং মল খুলছে ।

এখনকার বাচ্চারা লালগ্রহের প্রেমে পড়েছে। নিশ্চয় একদিন সেটা অপর একটি লক্ষ্যে পরিনত হবে। কারসনকে শুভকামনা সে যেন ডাফল্য লাভ করে।

অনেক শুভেচ্চা আপনাকে।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা আমাদের দোআই বর্তমান প্রজন্মকে অনেক দূর এগিয়ে নিবে।

১৪| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

ফেনা বলেছেন: দোয়া রইল।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ। সকলে দোআই মেয়েটার এখন বড় কাম্য।

১৫| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

ঠ্যঠা মফিজ বলেছেন: দোআ করি সে সাফল্য লাভ করুক।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

১৬| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৭

সূচরিতা সেন বলেছেন: তার জন্য আশির্বাদ থাকলো।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.