|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ব্লগাররা দেশে এত ব্লগ থাকতে শুধু সামহোয়্যার ইন ব্লগের এত গুণগান গায় কেন আর শুধু সামহোয়্যার ইন ব্লগেই লেখে কেন ? তাছাড়াও অনেককে ভুলের কারনে বা যে কোনো সমস্যা ব্লগ নিয়ম না মানার কারনে হয়ত বার বার ব্যান করা
সর্ত্বেও একমাত্র সামহোয়্যার ইন ব্লগেই এসে অ্যাকাউন্ট খুলেন আর এই কষ্টের কথা অনলাইনে অ্যাক্টিভিশন থাকা অন্য কোনো বন্ধুর
সাথে শেয়ার করলে তখন সে বন্ধু বলে বসেন, দেশে এত ব্লগ থাকতে শুধু সামহোয়্যার ইন ব্লগের এত গুণগান গায় কেন আর শুধু সামহোয়্যার ইন ব্লগেই লেখে কেন ?  
হ্যা ভাই আমি তাদের উদ্ধেশ্যেই বলছি আপনেরা হয়ত সামহোয়্যার ইন বাঙলা ব্লগের কদর বুঝবেন না তবুও বলছি,আপনেরা কি জানেন আমার দেখা অনেক ব্লগ এবং ফেসবুক সহ একমাত্র সামহোয়্যার ইন ব্লগই এমন একটা সাইট বা স্থান যেখানে আমরা সকলে সকল ধর্ম নির্বিশেষে এবং দলমত নির্বিশেষে সকল মত প্রকাশ বা লেখার সুযোগ পাই ।যা কিনা অন্য কোনো ব্লগ সাইট এমন কি আজকাল ফেসবুকেও পাওয়া যায়না বা পাওয়া গেলেও খুব কঠিন ব্যাপার।সামহোয়্যার ইন ব্লগে একমাত্র মুক্তিযুদ্ধ বিপক্ষ কারীদের জন্য এবং যারা অশ্লীন কুরুচির ব্যাক্তি তাদের জন্য নো অ্যালাও ।তাছাড়া সামহোয়্যার ইন বাঙলা ব্লগে সকল মত প্রকাশ করতে পারি । এবং
এখানে সকল ধর্মকেই প্রধান্য দেওয়া হয় । সব দিক দিয়েই একমাত্র সামহোয়্যার ইন বাঙালা ব্লগ যা আমাদের
সকল সুযোগ সুবিধা দিচছে ।তাই আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই যারা ব্লগ লেখতে এবং পড়তে ব্লগ পড়তে
আগ্রহ তারা সামহোয়্যার ইন ব্লগে আসুন আপনাদের সামহোয়্যার ইন বাঙলা ব্লগে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা একেবারে নতুন ব্লগ লিখতে চাইছেন কিন্তু কোন ব্লগ সাইটে লেখবেন তা খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমি আমার পক্ষ থেকে অন্তত ধর্ম এবং দলমত নির্বিশেষে জনপ্রিয় সামহোয়্যার ইন বাঙলা ব্লগে   ব্লগ লেখা এবং ব্লগ পড়ার জন্য স্বাগত জানাই ।
 ৩০ টি
    	৩০ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৭
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় ভাগ্নে । ওকে দিলাম পাল্টাইয়া 
২|  ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৮
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৮
রাকু হাসান বলেছেন: মামার লেখা বেশ কয়েকদিন পর পেলাম   । ঠিক বলেছেন মামা ,তাইতো সামুতে আসা । কথা একটাই-
  । ঠিক বলেছেন মামা ,তাইতো সামুতে আসা । কথা একটাই-
 মামা-ভাগিনা যেখানে ,
আপদ-বিপদ নেই সামুতে ।   
 
সামু হোক বাংলা ভাষায়  মত প্রকাশের  শ্রেষ্ঠ মাধ্যম । সামুর  শ্রেষ্ঠত্ব অটুট থাকুন সব সময় ।
  ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০১
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাজার কথার এক কথা
মামা-ভাগিনা যেখানে ,
আপদ-বিপদ নেই সামুতে ।  
 
সামু যেখানে 
আমরা ব্লগাররাও সেখানে 
৩|  ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৯
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:০৯
কিশোর মাইনু বলেছেন: Lovely.
  ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:১৮
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কস। 
৪|  ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:২৮
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:২৮
জুন বলেছেন: সামহ্যোয়ার ইন ব্লগটি অনেক ইউজার ফ্রেন্ডলি । অন্য ব্লগে এত জটিলতা যে লেখার ইচ্ছাই উবে যায় । আরো কয়েকটি ব্লগে রেজি করিয়েও আর খবর রাখিনি কারন অত্যাধিক জটিল নিয়ম কানুনের জন্য । কোন খানে জানি দেখলাম আমাকে কতদিন কুটুম লেখক  
হতে হবে 
  ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৫
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তা ছাড়াও আরো জটিল বিষয় হলো আপু আমি অনেক ব্লগেই দেখছি কেউ ধর্ম নিয়ে বা রাজনীতি নিয়ে পোস্ট দিলে আর
সেই লেখা যদি কারো মনমত না হয় তাহলই শুরু হয়ে যায় চোদ্দ গুষ্টি উদ্ধারের কাজ ।এমনকি ওই সব ব্লগের অ্যাডমিরাও
পোস্টদাতার বিপক্ষে কথা বলে।
৫|  ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩২
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ব্লগে যে সৃজনশীলতা আছে, ফেজবুকে বা অন্য ব্লগে তেমনটা পাওয়া যায়না, তাই সামু সৃজনশীল বাংলা লেখক এবং পাঠকদের কাছে সব সমই অনন্য।
  ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৭
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদম মনের কথা কইছেন সাদা ভাই। 
৬|  ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৫০
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: আমি শুধুমাত্র একদিন এসেছিলাম কোনভাবে কোন এক কারনে সামু তে । সেদিন থেকেই আমি সামুর প্রেমে পরে গিয়েছি   
 
আই লাভ সামু  
  ১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৫৮
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও আপু সামুকে ভালোবাসি। সাথে সামুর ব্লগারদেরকেও।
৭|  ১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: সিগন্যাস থেকে কথার ফুলঝুরি 
যেন হয়েছে আমার কথা চুরি !
কথা সেই একই, মন বলে, 
সামুতেই আমার লেখা চলে I
এক বাটি দুধে এক চিমটি চুন
পরে, সামুর হয়েছে সন্মান খুন 
তা করতে পারলে ঝেটিয়ে বিদায়, 
সামু পুরোনো জৌলুশই ফিরে পায় !
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৪
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরেবা কত সুন্দর সুন্দর মন্তবের খৈ ফুটছে  
৮|  ১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
কুঁড়ের_বাদশা বলেছেন: 
সামু সবাইকে মত প্রকাশের সুযোগ এবং কবি সাহিত্যকদের প্রতিভা বিকাশের সুযোগ দিয়েছে!!!!!!!!!!!!  
   
   
 
সবার গণতান্ত্রিক ভাবে,সাংবিধাণিক ভাবে সকলের ব্লগিং করার অধিকার আছে!!!!!!!!!!!!!!   
   
 
 এ নিয়ে রাজনীতি করার কিছু নেই !!!!!  
   
 
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৭
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন যে যুগ চলছে ভাই 
রাজনীতি ছাড়া বাঁচার কোনো উপায় নাই
তবে রাজনীতির মাঠে
কেড়াভেরা নয় খুব দক্ষ যোগ্য লোক থাকা চাই। 
৯|  ১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৭
১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৭
নীলপরি বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত ।++
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৯
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু ।
১০|  ১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫১
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সনেট আঙ্কেল।  
১১|  ১৩ ই জুলাই, ২০১৮  রাত ৯:১৬
১৩ ই জুলাই, ২০১৮  রাত ৯:১৬
চঞ্চল হরিণী বলেছেন: সামুকে খুব ভালোবাসি। ধন্যবাদ হাসু মামা।
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৩
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না বাসিয়া যাওয়ার উপায় নাই। 
১২|  ১৩ ই জুলাই, ২০১৮  রাত ৯:৫৯
১৩ ই জুলাই, ২০১৮  রাত ৯:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন: 
আমরা সামুকে ভালোবাসি।
কিন্তু সামু আমাদেরকে ভালবাসে না।
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৪
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন সামু কি আপনার ওপর ভ্যাট আরোপ করিয়াছে। 
১৩|  ১৪ ই জুলাই, ২০১৮  রাত ৩:১৭
১৪ ই জুলাই, ২০১৮  রাত ৩:১৭
ব্লগ মাস্টার বলেছেন: সামু কিন্তু ব্লগারদের ভালোবাসে না।
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৫
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেমনে বুঝলেন এত বড় মিছা কথাটা।
১৪|  ১৪ ই জুলাই, ২০১৮  ভোর ৫:১৯
১৪ ই জুলাই, ২০১৮  ভোর ৫:১৯
ঠ্যঠা মফিজ বলেছেন: সামুকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি।
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৬
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা সবাই সে এক নৌকারই মাঝি ভাই।
১৫|  ১৪ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৩২
১৪ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: সামুর তুলনা হয় না।
  ১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৭
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ১ পিছ। 
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৩
১৩ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৩
সিগন্যাস বলেছেন: আমি ভাবছিলাম আজ আপনার জন্মদিন হে হাসু ভাগিনা । এই জন্য স্বাগতম পোষ্ট । পোষ্টের শিরোনাম বদলান । নাহলে যে কেউ ভাববে আপনি নিজেকে নিজে শুভ জন্মদিন বলছেন