|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নায়ের জায়গায় নাউ থাকবে
 নায়ের জায়গায় নাউ থাকবে
শুধু বদল হবে বৈঠার হাত।
হতে পারে পরশমনীর হাত
হতে পারে নতুন কোনো মাঝির জাত ।
আগে নায়ের প্রতিটা কাঠ খুলে 
নতুন কঠে নতুন পেরাকে বসাবে হাতুর 
হবে নতুন এক নাউ 
নতুন মাঝি নতুন নাউ
সব মিলে 
চলবে নাউ ডানে বায়ে হেলে ঢুলে ।
ছুপ ছাপ শব্দ হবে 
ঝড় আসবে বাতাস হবে 
নাউ ঢেউ এর মাঝে 
উত্তর দক্ষিনে পাকরাবে
তবুও নাউ চলবে
কে আছে তখন আর নাউ থামাবে। 
মাঝে মাঝে নায়ের মাঝি হুক্কার চুমুকে
হারাবে নিজেকে
অজানা কোনো এক শব্দের কামুকে
সব পেরিয়ে যাবে মাঝি
সেই চেনা তেপান্ত্রণে
সেখানে খুঁজে পাবে কোলহোলের সেই ডাইরি
যা তাকে দেখাবে রাস্তা
 সে রাস্তার বুকে বসত বেঁধে আছে বসে
কোনো এক কালের মহামরি।
হয়ে নেশায় রক্তের মাতাল
চলবে বাতাস আকাশ পাতাল
পার হবে নাউ
সেই চেনা নদী আর খাল।
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:০২
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হিহিহি ১৯৭১ সালেও বাঙ্গালীদের মেরুদণ্ড ছিলনা তাই বলে কি মেরুদণ্ডহীণ বাঙ্গালী বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে স্বাধীনতা যুদধে
অংশ নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়নি।
২|  ১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:২০
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:২০
রাকু হাসান বলেছেন: কবিতা ভাল লাগলো ,মামা দেশের প্রতি খুব সচেতন,একনিষ্ঠ দেশপ্রেমিক । 
  
 
আর একটা কাজ কিন্ত মামা মোটেও ঠিক হচ্ছে না   ,থাক বললাম না
 ,থাক বললাম না  
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:১৬
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন ভাগ্নে আবার কি করলাম। 
৩|  ১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:২০
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:২০
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:১৭
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছে লাগেনি।
৪|  ১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৩৫
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন: হাসু ভাই, কি লিখেছেন ? আপনি কি জানেন আপনি কি করেছেন - আপনি কবিতায় ১০০১ পৃষ্টার কালের মর্মান্তিক ইতিহাস তুলে ধরেছেন, এই ভয়ংকর কাজটি কিভাবে করলেন ? 
*** এই কবিতাটি যদি কাজী নজরুল লিখতেন তাঁর আরেকবার জেল হতো, সৈয়দ শামসুল হক যদি লিখতেন তাহলে টেবিল চাপড়িয়ে চাপড়িয়ে রাজনৈতিক বৈঠক চলতো । আপনি কবিতা লিখেন এটি আপনার কাজ ।।  
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:১৯
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি কবিতা লেখলে পৃথিবীর বিখ্যাত সব কবিরা কি ঘোড়ার গাছ কাটবো ভাই। 
৫|  ১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৪৩
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৪৩
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার নামে এইবার মামলা হবে।
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:১৯
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৬|  ১৭ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
১৭ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
ব্লগ মাস্টার বলেছেন: সে যে কেন এলো না কিছু ভালো লাগেনা এবার আসুক তারে মজা দেখামু। 
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২০
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:০৯
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: সুপারি গাছ, তোমার মেরুদণ্ড নাই
তাও কেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছ!