|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
আজ কয়েকদিন থেকেই এলাকায় দেখছি স্মাট কার্ড দেয়া হচ্ছে ।  সকলে পুরনো ন্যাশানাল আইডি কাড জমা দিয়ে হাসি মুখে নিচ্ছেন নতুন
 স্মাট কাড।কিন্তু হাসি খুশী মুখের ভিড়েও দেখলাম অনেকেরি মন খারাপ তখন আমি একজনকে প্রশ্ন করলাম কি হয়েছে ভাই আপনার মন
খারাপ  কেন  ? 
উনি বললেন ভাই মন খারাপ হইবো না আসছিলাম স্মাট কাড নিতে কিন্ত নিতে পরলাম না । আমি বললাম কেন ভাই  ? 
উনি বললেন ভাই আমার আগের আইডিটি হারিয়ে গেছে তাই। 
তখন আমি বললাম তাহলে উপায় ? উনি বললো উপায় একটা আছে ভাই। আমি বললাম কি উপায়  ? 
উনি বললো আগে যাইতে হবে নির্বাচন তথ্য কেন্দ্রে তারপর ওখান থেকে আগের এন আইডির মানে জাতিয় পরিচয় পত্রের আইডি নাম্বার
নিতে হবে,তারপর ওই নাম্বার নিয়ে সোনালী ব্যাংকে যেয়ে ওই নাম্বার দেখিয়ে ৩৬০টাকা জমা দিতে হবে । এরপর সোনালী ব্যাংক
থেকে একটা সিলিপ দিবে আর ওই সিলিপ নিয়ে আপনার মহল্লায় যেখানে স্মাট কাড দিচ্ছে সেখানে দেখাতে হবে,আর ওটা দেখালেই
তারা আপনাকে স্মাট কাড দিয়ে দিবে। তার মানে সোজা কথা যাদের আগের ন্যাশানাল আইডি কাড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে
তাদের এখন স্মাট কাড ওঠাতে ৩৬০ থেকে ৪০০টাকা জরিমানা দিতে হবে ।
কিন্তু আমার প্রশ্ন কেন এই জরানা হোয়াই ?   
আমার কথা হল আমি নিশ্চয় এই দেশের নাগরিক আর এই নাগরিকত্বের দলিল দেয়ার দায়িত্ব সরকারর । কোনো কারন বসতো
হয়ত আমার পুরান কাড নষ্ট হয়ে যেতই পারে আর যেহেটু সরকার দেশের সকল নাগরিকর জন্য স্মাটকাড বানিয়েছেন সেহেটু 
এখানে জরিমানা কোনো যুক্তি হতে পারে না।
তাছাড়াও অনেকরি এই জরিমানা দেয়ার সমর্থক নাও থাকতে পারে তাহলে তাদের কি হবে ?
 ১৬ টি
    	১৬ টি    	 +১/-০
    	+১/-০  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:১৬
১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু অনেকরি এই জরিমানা দেয়ার সমর্থক নাও থাকতে পারে তাহলে তাদের কি হবে ?
২|  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:৩০
১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা নির্দিষ্ট সময় পর সরকার পরিবর্তন বা নতুন দিতে বাধ্য থাকিবে। তার আগে হারিয়ে ফেললে বা নষ্ট করলে অবশ্যই ব্যবহারকারীকে জরিমানা দিতে হইবে...
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২৭
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার মাথায় বুঝ আসেনা ভাই।
৩|  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:৩৩
১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:৩৩
কাইকর বলেছেন: নতুন করে ভাবতে হবে আবার ।অনেকেই এই সমস্যায় ভুগছেন।
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২৮
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাবা ছাড়া রাস্তা দেখছি না।
৪|  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:৩৭
১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:৩৭
করুণাধারা বলেছেন: আপনি ঠিকই বলেছেন, আগে ন্যাশনাল আইডি কার্ড হারালে কোন জরিমানা ছাড়াই নতুন কার্ড পাওয়া যেত। এখন সরকারের টাকার দরকার, তাই পদে পদে জরিমানা করছে।
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২৯
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভেবে দেখছি কি করা যায় ।
৫|  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:৫৬
১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:৫৬
কল্পদ্রুম বলেছেন: আক্কেলসেলামি
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩০
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু সামনে আবার ঈদ।
৬|  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ৯:১৩
১৯ শে জুলাই, ২০১৮  রাত ৯:১৩
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
জাতীয় পরিচয়পত্র দেয়া কি নির্বাচন কমিশনের কাজ? এই কাজটি আমার মনে হয় স্থানীয় সরকার বিভাগ করতে পারত। যার কাজ  তারই করা উচিত।
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩০
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাই আসল কথা।
৭|  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ১১:১২
১৯ শে জুলাই, ২০১৮  রাত ১১:১২
সূচরিতা সেন বলেছেন: আমিও এখনো ওঠাতে পারি নাই ।আমার আগেরটা হারিয়ে গেছে।
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩১
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার ৩৭৮টাকা জরিমানা লাগবে।
৮|  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ১১:৫৪
১৯ শে জুলাই, ২০১৮  রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: সরকারি কাজ মানেই ঝামেলা।
  ২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩২
২০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তেমন আবার লাভ হয় সরকারি কাজে ঘুষ খাওয়া দেয়া চলে ভালো। 
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:১৪
১৯ শে জুলাই, ২০১৮  রাত ৮:১৪
কাইকর বলেছেন: সুন্দর পোস্ট