|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
মহান স্রষ্টার কাছে প্রথনা করি,প্রিয়তমা ভালো থেকো।
দোয়া করি যেখানে যতদূরে থাকো তুমি চির সুখে থেকো।
স্বামী সংসারকে অফুরন্ত ভালোবাসা দিয়ে ঘীরে রেখো।
দোয়া করি তুমি আমার থেকে অনেক বেশি দীর্ঘ আয়ু লাভ করো ।
দোয়া করি স্রষ্টা যেন সব সময় তোমার পাশে থাকে। 
দোয়া করি তোমার স্বামী যেন আমার থেকে বেশি সোহাগ আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে তোমায়।
দোয়া করি পৃথিবীর সকল লম্পট চরিত্রহীন বদমাইশ ইতরদের চোখ যেন কখনো তোমার সুন্দর্যকে স্পর্শ না
করতে পারে।
মহান স্রষ্টার কাছে আরো দোয়া করি এই হতাভাগার মুখটি যেন তোমাকে আর না দেখতে হয়।
 ১৮ টি
    	১৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৪৭
২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনের দৃষ্টি ঠিক থাকলে ফলাফলটা উপভোগ করা সহজ হয় ওস্তাদ। 
২|  ২১ শে জুলাই, ২০১৮  রাত ৮:০৯
২১ শে জুলাই, ২০১৮  রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: আজকাল দোয়া আর দয়া একই জিনিস হয়ে দাঁড়িয়েছে। 
  ২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৪৮
২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোয়া আপনি চাইবেন আর দয়া আপনি করবেন বা পাবেন। 
৩|  ২১ শে জুলাই, ২০১৮  রাত ৮:৪৫
২১ শে জুলাই, ২০১৮  রাত ৮:৪৫
দি এমপেরর বলেছেন: প্রিয়তমার জন্য প্রার্থনা ভালো লাগল!
  ২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৫১
২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৪|  ২১ শে জুলাই, ২০১৮  রাত ৯:৫০
২১ শে জুলাই, ২০১৮  রাত ৯:৫০
সনেট কবি বলেছেন: দোয়াটা মন্দ হয়নি।
  ২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৫৬
২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সনেট মামা।
৫|  ২১ শে জুলাই, ২০১৮  রাত ১০:৫৫
২১ শে জুলাই, ২০১৮  রাত ১০:৫৫
কাইকর বলেছেন: ভালোই
  ২২ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০০
২২ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ কাইকর ভাই।
৬|  ২১ শে জুলাই, ২০১৮  রাত ১১:০১
২১ শে জুলাই, ২০১৮  রাত ১১:০১
স্রাঞ্জি সে বলেছেন: 
প্রিয়তমার জন্য চলনসই আশীর্বাদ।
শিরোনাম টা একটু এডিট করিয়েন। 
  ২২ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০৩
২২ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর পরামর্শ দেয়ার জন্য অনেক ধন্যবাদ স্রাঞ্জি সেন ভাই অথবা বোন 
৭|  ২১ শে জুলাই, ২০১৮  রাত ১১:৪৪
২১ শে জুলাই, ২০১৮  রাত ১১:৪৪
সূচরিতা সেন বলেছেন: ভালো লাগল আপনার প্রিয় মানুষের জন্য সৃষ্টিকর্তার কাছে করা প্রাথনা।
  ২২ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০৩
২২ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ দিদি ভাই।
৮|  ২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৫০
২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৫০
জুন বলেছেন: এত কষ্টের দোয়া হাসু মামা !! ভালো লাগলো আপনার বড় মনের পরিচয় পেয়ে । 
+
  ২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৫৪
২২ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাকে অনেক ভালোবাসতাম জুনআপু কিন্তু সে আমায় বাসেনি। 
৯|  ২২ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:০২
২২ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:০২
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর এই প্রাথনা কবুল হোক।
  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ১২:৪৯
২৩ শে জুলাই, ২০১৮  রাত ১২:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
২১ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
দোয়া করাটা ফ্রি , এবং ইহার ফলাফল অজানা; এটাই হয়তো দোয়ার এত জনপ্রিয়তার কারণ?