![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসিফ কান্দে প্রিয়া প্রিয়া কইরা,
মনির কান্দে নিয়ে অঞ্জনা
তাদের মাঝে একই কান্না
কিন্তু বউ ছাড়া আর প্রিয়া মিলেনা।
এন্ডোকিশোর কান্দে মনের সুখে
হবে সে বাপের মত শিল্পী,
হয়েছে তার চেয়েও বড় কিছু,
আহা! কি ভাগ্য কি তার নিয়তী !
নাসির কান্দে নদীর ঢেউ এর সাথে তাল মিলিয়ে
পায় না খুঁজে নদীর কূল কিনারা যায় শুধু শুধু চোখের পানি বিলিয়ে,
মনের মাঝে দুঃখ রেখে
গানের সুরে যায় পাগলা হারিয়ে ।
খালিদ হাসান মিলু গেল চলে অকালে কোন সে ফিরে না আসা বনে
এখন হাজার কাঁদলেও আসবে না সে কোনও শ্রোতার টাণে !
পিতার মত পুত্র পথিক হাসানেরও গলা
দেখ দেখি মিলছে কত সুন্দর মাশশাল্লা মাশশাল্লা !
মমতাজও বা কম কিছে
গায় গাণ ককিলের সুরে
কণ্যা আছে দুইজন
তারাও মমতাজের থেকে নয় দূরে !
হাসি তামাসা বাদ দিয়া,
কন চাই মনযোগ দিয়া,
আছেন যত ব্লগার ভাই,বোনেরা আরো আছেন যত,মামা ও বোনপুত ও খালারা
হইছে কেমন আমার কবিতার পাট ধারা ?
২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১১
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন হাসু ভাই।
২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মফিজ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা হয়েছে।