নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ফ্লাডিং কারিদের আইপি ব্যন করা পক্ষে বা আইনি মামলা মোকার্দমার পক্ষে আমি সমর্থন করিনা

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

আসলে ফ্লাডিং বা ব্যক্তিমূলক আক্রমন কারীদের আইপি ব্যান বা আইনিও ব্যবস্থা কোনটাই মূল সমাধান নয় সমাধান হলো আমাদের মানষিক চরিত্র বদলানো
এবং নিজের চিন্তা শক্তিকে আগে সজাগ করতে হবে ।যারা ছদ্ধ নামে ব্লগে ফ্লাডিং নামে নোংড়ামি করছেন তাদের উদ্ধেশে বলছি দেখুন এটা যখন একটা মুক্ত
মতামত প্রকাশের প্রকাশ্য স্থান তখন এখানে আমরা বিভিন্ন জন বিভিন্ন মতামত প্রকাশ করবো এটা যেমন নিত্যান্ত সত্য বাক্য তেমন সবার মতামত সবার ভালো নাও
লাগতে পারে তাই বলে নিজের ভালো লাগাতা অন্যের কাঁধে জোর করে চাপিয়ে দেয়া ঠিক না বা চাপিয়ে দেয়া যাবেনা । অন্যের মতামত আপনার ভালোলাগে নাই বেশ ভালো কথা তার লেখার বীপরিত পক্ষে আপনিও একটা লেখা পোস্ট করে সেই লেখক বা তার লেখা বিষয় বস্তুটা নিয়ে সমালোচনা করুন,তাহলেই চুকে গেল ব্যাস।আমার মতে একজন ভালো এবং দায়িত্বশীল ব্লগার হতে হলে আগে ব্লগকে নিজের পরিবারের একটা অংশ ভাবতে হবে।যেদিন থেকে সামহোয়ার ইন ব্লগে লেখতে শুরু ও কমেন্ট
করতে শুরু করেছি সেদিন থেকে একটা বিষয়ে আমার খুব জোরালো এবং শক্ত বিশ্বাস
জন্মেছে আর তা হল আসলে মানুষের রক্তের সম্পর্কই বড় কোনো সম্পর্ক বা মিল নয়
আসল সম্পর্ক হচ্ছে মনের মিল এবং আত্মার সম্পর্ক ।সেই আত্মার ভালোবাসা আত্মার মিল আত্মার সম্পর্কটা আমি সামহোয়ার ইন ব্লগের অনেক সহ ব্লগারের মাঝেই খুঁজে পেয়েছি।এটাই কিন্তু প্রতিটা মানুষের চাওয়া এবং এটাই প্রতিটা মানুষের বড় পাওয়া
যার জন্য সামহোয়ার ইন ব্লগে ব্লগীং করে আমি নিজেকে ধন্য মনে করি এবং খুব গর্ববোধ করি।কয়েকদিন আগে ফ্লাডিং নিয়ে ব্লগার কাল্পনিক_ভালোবাসা একটা পোস্ট দেন আর সেই পোস্টে সকলে এসে ফ্লাডিং বিষয় যাতে ভালো আলাপ আলোচনা করেন সেই লক্ষে ব্লগার কাল্পনিক_ভালোবাসার সেই পোস্টটি স্টিকি করা হয়। আর সেই পোস্টে অনেকের মন্তব্য পড়ে আমার কাছে তাদেরকে খুবই সহজ সরল মনে হল
আর তাই তাদের নিয়েই আমার এই লেখা।
স্টিকি সেই পোস্টে অনেকেই খুব ভালো ভালো পরামর্শ দিয়েছেন মডারেটরকে ঠিকি তবে পরামর্শগুলোর ভিতরে ভালো বুদ্ধির ছোঁয়া
ছিল না।
যেমন ব্লগার সিগন্যাস বলেছেন কাভা ভাই যে আইপি থেকে ফ্লাডিং হয় সেই আইপি দিয়ে কি আসল মানুষটাকে ট্রেস করা যায় না?

যেমন আবার অনেক বলেছেন ফ্লাডিং যারা করছে, নীতিমালা বিরুদ্ধ হলে ব্যবস্হা নিন। আইপি ব্লক দিন।

যেমন সিনিয়র ব্লগার আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,




ভেবেছিলুম লেখাটি নোটিফিকেশন বা দৃষ্টি আকর্ষণ হিসেবে আসবে । এসেছে এবং বেশ কঠিন বার্তা নিয়েই এসেছে ।
আশা করি এই কঠিনতা শিথিল হবেনা কখনও ।
অনেকেই বলেছেন , তেমন সব আইপি ব্লক করে দিতে । এটা করা কি সম্ভব নয় ?


এরকম আরো অনেকেই ফ্লাডিং কারিদের শাস্তি হিসেবে তাদের আইপি ব্লক করার মত দিয়েছেন ।আমিও ছোটখাটো একজন
আইটি সেক্টরের লোক তাই আমার জানা মতে প্রযুক্তি দুই ভাবেই দ্রুতগতিতে বেশ এগিয়ে যাচ্ছে ১। খারাপ ২। ভালো।
যেমন
১। যারা ব্লগে ফ্লাডিং করছেন তারা নিঃসন্দেহে খারাপ করছেন ।
২। যারা এদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা গ্রহন করছেন তারাও ভালো করছে।

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আইটিসেক্টরে চুরির দিক দিয়ে সব থেকে বেশি উন্নত যেমন যদি কোনো ব্লগার
একের পর এক আইপি বিভিন্ন কৌশল বা vpn এর সাহায্যে পরিবর্তন করেন তাহলে আপনি যতই আইপি ব্যান করুন না কেন
কোনো লাভ নাই ।কেননা আজকাল আসল আইপি সহ বিভিন্ন কৌশলে আইপি পরিবর্তন করা যায় যার কারনে সহজে আইপি
ব্যান করেও কোনো লাভ নাই।

সুতরাং আমি ব্যাক্তিগতভাবে মনে করি ব্লগ মডারেটরদের যে সকল ব্লগারদের ফ্লাডিংকারী ব্লগার মনে হয় তাদের মূল যে আইডি সেখানে তাদেরকে আলেদা ভাবে নোটিশ দিয়ে বা তাদের মেলে নোটিশ অথবা ম্যাসেজের মাধ্যমে ফ্লাডিং আইডির মুল নিক কারীকে সতর্ক করা যেতে পারে।আর এটাই হবে বড় বুদ্ধিমানের কাজ।

শুধু তাইনা প্রয়োজনে যাদের সন্দেহ হয় তাদের ফোন নাম্বার বা অন্য কোনো কৌশলে সম্ভব হলে সাক্ষাত করা যেতে পারে।
শুধু শুধু সন্দহের নজরে রেখে কারো বিরুদ্ধে আইনী কোনো ব্যবস্থা গ্রহন করা ঠিক হবে না।এতে করে অনেক ভালো ব্লগার
হয়রানী স্বীকার হতে পারে আর মধ্যে থেকে লাভ হবে পুলিশ উকিলদের।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩০

নূর আলম হিরণ বলেছেন: সেই পোষ্টে কমেন্ট করতে গিয়েও করি নাই, কারন সবাই মোটামুটি একই ধরনের ভাব প্রকাশ করছিলেন। আসলে যখন দেখলাম বলা হয়েছে ব্লগারদের সব ব্যক্তিগত তথ্য কর্তৃপক্ষের কাছে আছে এবং ফ্লাডিং এর জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে। নিজের ব্যক্তিগত তথ্য গুলোর কথাও মনে পড়ে যায়। বিশেষ করে যারা ধর্মের পক্ষ বিপক্ষে লিখেন। তাদের তথ্য যদি অসতর্কতা বশতও লিক হয়ে যায়!! যদিও আমাদের বিশ্বাস ব্লগ কর্তৃপক্ষের নিকট আমাদের ব্যক্তিগত তথ্য নিরাপদই থাকবে।
(সচেতন ব্লগার মানেই ফ্লাডিংর বিপক্ষে) আপনার পরামর্শ ভালো, এরচেয়ে আরো কোন বেটার অপশান খোঁজা উচিত।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নূর আলম হিরণ ভাই।আমিও আশাবাদী কৃতপক্ষ কখনই আমাদের গোপন তথ্য ফাস করবেন না।

২| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: ব্লগে নতুন হিসেবে আমার কিছু বলার নেই। তবে "নূর আলম হিরণ" দাদার মন্তব্যের সাথে আমি পুরোপুরি একমত।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো পরামর্শ।

তবে, আমি আইটি সেক্টরের লোক না আপনার মতো, তবু বলবো, আইপি ব্যান করা হোক। ভিপিএন দিয়ে একের পর এক নতুন আইডি ক্রিয়েট করার ক্ষমতা বা নলেজ সবারই নাই। সবাই আপনার মতো/অন্য অনেকের মতো আইটি কোয়ালিফাইড না; সেজন্য আমি মনে করি, আইপি ব্যান করা হলে একটা বড়ো অংশেই ফ্লাডিং বন্ধ হবে। তদুপরি, যারা এই কর্মটি অব্যাহত রাখবেন, তাদেরকে আপনার সুপারিশ মতো মেসেজ দিয়ে সতর্ক করা যেতে পারে এবং তার আইপি থেকে আরো কোন কোন নিক দ্বারা ফ্লাডিং করা হচ্ছে, সেটাই তাকে জানিয়ে দিতে হবে। এতে ঐ ফ্লাডার বিব্রত/লজ্জিত হবেন এবং তার সুকর্মগুলো থেকে বিরত থাকবেন বলে আশা করি।

এইরকম কুৎসিত ভিডিও ফ্লাডিং দেখেছি অতি সাম্প্রতিককালে, মাত্র একটা বা দুটো নিক থেকে (আমি ব্লগে নিয়মিত না থাকার কারণে হয়ত বেশি ফ্লাডিং আমার চোখে পড়ে নি)। এজন্য বলছি, এটা নিয়ে এতো শঙ্কিত হবারও কিছু নেই মনে হয়। এসব ভিডিও ফ্লাডিঙের বাইরে 'ক্যাঁচাল' পোস্টে অনেক বাক-বিতণ্ডা দেখা যায়; সেগুলো খারাপ না বরং ব্লগের আকর্ষণ, যতক্ষণ তা শালীনতার মধ্যে থাকে। কিছু শব্দ/ইমেজ অটোফিল্টারিঙের ব্যবস্থা করা যায় কিনা, সে ব্যাপারেও আপনার আইটি নলেজ শেয়ার করতে পারেন।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাইকে সুন্দর মন্তব্যের জন্য। আপনি যা যা বলেছেন তাতে আমি পুরোপুরি একমত হতে
পারলাম না। কারন যারা ফ্লাডিং করছে তারা অবুঝ বা কম বুদ্ধিমান সহজ সরল হলে কখনো ফ্লাডিং করার কথা ভাবতো না
এমনকি সাহসও করতো না।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

রাকু হাসান বলেছেন: সুচিন্তনীয় পোস্ট পড়ে ভাল লাগলো । ফ্লাডিং জিনিস না হোক , গঠনমূলক সমালোচনা হোক ইচ্ছামত । ব্যক্তিগত আক্রমণ চাইন না ।
অামার কাছেও তাই মনে হয় । আমি কোন আইটি এক্সপার্ট না ,তবে অন্য আইপি দিয়ে চালাতে পারবো , তথ্য-প্রযুক্তির যুগে অাইপি হাইড করে নেট ব্রাউজ করা ,সহজ কাজ গুলোর মধ্যে একটি বলে মনে হয় । আর যারা এখানে ব্লগিং করে তারা গুগল বা বেশ কিছূ কলা কৌশলের ব্যাপারে জানার কথা । যদিও সে পরিবেশ কখনও তৈরী হোক আমার জন্য চাই না ,শুধু আমার জন্য না ,কারও জন্য এমন হোক, চাইবো না ।

এটা সঠিক সমাধানের পথে অন্তরায় । তাদের কে সুযোগ দেওয়া যেতে পারে ..আরেক বার ,আর যদি সামু অই রকম ব্যবস্থা গ্রহণ করে পারে ,যে আইপি বন্ধ করে সমাধান করতে পারবে ,করুক । আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝলাম ,খুব বেশি দূর এগিয়ে যাওযার কথা না ,তবু শুভকামনা । যা সবচেয়ে বেশি ভাল হয় ,সেটাই সামু করুক । ব্যক্তিগত মতাতম টা মামা রাখলাম মাত্র ।

৩১ শে জুলাই, ২০১৮ ভোর ৬:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নে। ভালো মতামত;)

৫| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৯

আহমেদ জী এস বলেছেন: :):):)(:(:(:হাসু মামা ,




বলেছেন , আসল সমাধান হলো " মানষিক চরিত্র বদলানো.......করতে হবে । "
কিন্তু প্রায় সব মানুষের যে চরিত্রই ( চরিত্র বলতে আমরা যা বুঝি ) নেই , সেই চরিত্র মানুষ বদলাবে কি করে ?
আপনি নিজেই তো তা প্রকারন্তরে স্বীকার করেছেন ৩ নং মন্তব্যের জবাবে ----" আমি পুরোপুরি একমত হতে
পারলাম না। কারন যারা ফ্লাডিং করছে তারা অবুঝ বা কম বুদ্ধিমান সহজ সরল হলে কখনো ফ্লাডিং করার কথা ভাবতো না
এমনকি সাহসও করতো না।" এর ভেতরে সুপ্ত যা অর্থ তা হলো --- ঝানু বুদ্ধিমানরাই ফ্লাডিং করে এবং তাদের চরিত্র বদলানোর নয় । কারন চরিত্র বদল করলে তো সেও অবুঝ বা কম বুদ্ধিমান । এইতো ? এদের চরিত্র কিভাবে বদলাবেন ?
একটা প্রবাদ আছে --- বাঙালীরে রাখতে হয় মাইরে আর দৌঁড়ে। । মাইর দেন তো বাঙালী ঠিক সোজা হয়ে হাঁটবে । আর বাঙালীকে দৌঁড় পড়ান , দেখবেন বেশ কিছুদিন আর এমুখো হবেনা । ( পাঠকদের খারাপ লাগলেও এটুকু সত্য )

যাই-ই বলুন , আমরা মানসিকতার পরিবর্তনের কথা শুধু মুখেই বলে "ভালো মানুষ" সাজতে চাই অথচ তা কাজে না দেখিয়ে নিজের এই শুধু বলে যাবার মানসিকতাটাই পাল্টাতে পরিনে ।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই চমৎকার করে সব বলে গেছেন কি করা উচিৎ ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শ্রদ্ধেয় জী এস ভাই শুধু মাত্র মেল পাসওয়ার্ড চেঞ্জ সিষ্টেম করে সামু আমার ৩৬৫টা নিক শেষ করে দিয়েছে :P
অথচ আমি একাই ৩৬৬টা নিক খুলেছিলাম যার অনেকগুলোর লেখাই প্রথম পাতায় আসতো । :) এবং সেগুলোর
বেশ কিছু লেখা নির্বাচিত পাতাও স্থান পেয়েছিল । :(

৬| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল আপনার মতামত।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: আমি সব সময় ভালোর পক্ষে থাকতে চাই।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই সেটাই ভালো। :)

৮| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা মানসিকভাবে একটি নতুন জেনারেশনের মানুষ; ফ্লাডিং'এর মতো অপরাধ করার মতো ব্লগার পাওয়া যাবে না শীঘ্রই।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলেই ভালো।

৯| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

প্রশ্নবোধক (?) বলেছেন: আমার তো কোনও পোষ্ট পাবলিষ্ট হয়না। আমি আবার কোন ফ্লাডি্ং করলাম (!!!!!!!!!!)

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি মেইল করে জানান ব্লগ টিমকে সব ঠিক হয়ে যাবে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.