নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মনে দুঃখ মনে লইয়া, যাই মনবন্ধুর বাড়ির পাশ কাটাইয়া

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:০২


দুঃখকে চাই আমি ছাড়িবার,
দুঃখ আমায় আকড়ে ধরে বারবার,
কাকে বোঝাবো ?
সে দুঃখ দেখার,
বুকে জমেছে যে দুঃখের পাহাড়,
একটা মানুষ নাই আমার,
বুক ছিড়িয়া সেই দুঃখ দেখিবার।
মনে দুঃখ মনে লইয়া,
যাই মনবন্ধুর বাড়ির পাশ কাটাইয়া
বন্ধু একবারো যে তাকায় না ফিরিয়া,
কি করে দেখাই বলো ?
যে দুঃখ রেখেছে বুকের পাজর আমার ঘিরিয়া,
যাই শুধু মনের দুঃখকে নিয়ে,
ছন্দ তালে হাজারো গান বান্দিয়া।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪

বলেছেন: সর্বশক্তিমান প্রত্যেকের দু:খ দুর করুন

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন!

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩

শামছুল ইসলাম বলেছেন: দু:খ নিয়ে চমৎকার কবিতা ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় দুঃখে আছি ভাই।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


পল্লীগীতি, কবিতা, উভয়ই?

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছুটি সেরকমি।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

মিক্সিং করছেন! রিমিক্স ভার্সন কবিতা!

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি জানতাম এই বিষয়টা আপনার নজর এড়াতে পারবে না বরং আপনার কাছে ধরা খামু। ;)

৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

স্টাইল ভাল্লাসে!

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যি কইছেন ? না আমারে হালকার ওপর ঝাপছে দিলেন ? ;)

৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

আরে না ভাই! ভাল হইছে! গানের মত কবিতা। কন্ঠ দিয়ে ইউটিউব এ দেন শুনি!

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা আপনার পরামর্শ মাথায় রাখলাম,সময় করে কাজে লাগাইয়া দিমুনি। :)

৭| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৩০

সূচরিতা সেন বলেছেন: গীতি কাব্য ভালো প্রচেষ্ঠা।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কু সুচরিতা আপু।

৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৫১

blogermassud বলেছেন: ভালো লিখেছেন #:-S

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই :)

৯| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:০৮

কাওসার চৌধুরী বলেছেন:



একটি ভিন্ন স্বাদের কবিতা; ভাল লাগলো পড়ে............

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী ভাই।

১০| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:২০

চাঙ্কু বলেছেন: এত দু:খ কেনু?

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৫:৪১

স্রাঞ্জি সে বলেছেন:

মন্দ লাগেনি।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না ভাবছি এখন থেকে নিয়মিত কবিতা লেখা শুরু করে দিমু যদি আপনেরা পড়েন। ;)

১২| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! গুরু ভাই আপনার মন্তব্য পেয়ে পুলকিত হলুম। ;)

১৩| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

ব্লগ মাস্টার বলেছেন: মনমুগ্ধকর কবিতা ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

রাকু হাসান বলেছেন: মামা ভাগিনা আছে না ,দুঃখ বলার ;) ? ভাল লাগলো ,লেখার সাথে ছবি নির্বাচন পারফেক্ট হয়েছে ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাগিনা ৩৮ বছর বয়স এখন, আর এই বয়সে হঠাৎ মনে কেন যে ফাগুন এল বুঝবার পারছিনা। ;)

১৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

তারেক ফাহিম বলেছেন: চমৎকার গীতিকাব্য।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

ইব্‌রাহীম আই কে বলেছেন: আহা.... :P

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মন কান্দে মনও বন্ধুর জন্য । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.