নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আগামী কাল বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ঘোষনা সরকার

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭


আগামী কাল বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়েছেন সরকার। সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ইএ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যার পর এই আদেশ জারী করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে শিক্ষাসচিব মোঃ সোহরাব হোসাইন এই তথ্য মিডিয়ার সামনে নিশ্চিত করেন এবং তিনি আরো বলেছেন সকল শিক্ষা প্রতিষ্ঠান বলতে যা বোঝায় তা। এতে শুধু মাধ্যমিক স্কুল-কলেজ বোঝায় না। বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এর আওতায় আসবে। প্রাথমিকও বন্ধ থাকবে কি না জানতে চাইলে শিক্ষাসচিব বলেন, প্রাথমিককেও একই নির্দেশনা দেওয়া হচ্ছে। গত রবিবার দুপুরে রাজধানীর এয়ারপোর্ট রোড়ে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু এবং পরের দিন একই কায়দায় কুমিল্লায় ১ ছাত্রী নিহত হবার পর চারদিন যাবৎ রাজধানীর অধিকাংশ স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করে পরিবহন চালকদের শাস্তিসহ বিচার দাবী করে আসছিল। বুধবার শিক্ষর্থীদের অবরোধে যান চলাচলে অচলাবস্থার মধ্যে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রীদের দফায় দফায় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের সকল দাবী মেনে নেয়ার আশ্বাস দেন। সর্বশেষে রাতেই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে।

তথ্যসূত্র ইন্টারনেট।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

ইনাম আহমদ বলেছেন: এটার কারণ কি বলতে পারবেন একটু? মানে একদিনে সরকার কি করতে চাচ্ছে?

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু তআলাই বলতে পারে ভাই।যেখানে ৪দিন গত হয়ে গেল কিছুই করতে পরেনি সেখানে ১দিনে কি করবে কে..?

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

ইনাম আহমদ বলেছেন: বিশ্ববিদ্যালয় বন্ধ কেন? কোটা আন্দোলন তো শেষ। আর আমরা তো সড়ক আন্দোলনে তেমন কিছুই করিনাই।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা সরকারি আদেশ।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:১০

সাইন বোর্ড বলেছেন: ছাত্রদের মুতের ফেনায় কি ভেসে যাওয়ার কোন অালামত দেখতে পাচ্ছে ?

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব সময়ের খেলা ।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

রাকু হাসান বলেছেন: এভাবে সমাধান নয় , দমিয়ে রাখার চেষ্টা ,এতে সরকার কিছুটা সফল হলেও হতে পারে ।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাগ্নে এখন সেরকমই চছে মনে হয়।

৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

ঠ্যঠা মফিজ বলেছেন: পুরো দেশ ছাত্র আন্দলোনের উত্তপ্ত।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু ।

৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


মাফিয়া শাহজাহানকে সরায়ে, এই ঘোষণা দেয়ার দরকার ছিলো।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খবর পেলাম প্রধান মন্ত্রী দাবী মেনেছেন।

৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: কোনো লাভ নাই এসব আন্দলুন করে ।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন মাস্টার সাহেব ।

৮| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: সুশীল এবং পুলিশের বেইল নাই এখন বাংলাদেশে

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

৯| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:২২

কলকন্ঠ বলেছেন: ছাত্রদের এই আন্দলোনে সার্থক হোক।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

১০| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

নাহিদ০৯ বলেছেন: নিরাপদ সড়ক চাই আন্দোলনে সরকার ধন্যবাদ পেতেই পারে

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.