|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
শনিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এতে করে আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। হাজিরা ১৮ই আগস্ট সন্ধ্যার পরপর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন এবং ১৯ শে আগস্ট সারাদিন মিনাতে অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন হাজিরা। ২০শে আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। হজের খুতবা শেষে জোহর এবং আসরের নামাজ একত্রে আদায় করবেন সকল হাজিরা।আর সেদিনই সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফায় যাবেন এবং সেখানে গিয়ে হাজিরা মাগরিব ও এশার নামাজ সকলে এক সাথে আদায় করবেন । মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থান করবেন এবং শয়তানের প্রতীকী স্তম্ভে কঙ্কর নিক্ষেপের জন্য তা সংগ্রহ করবেন।ফজরের নামাজ শেষে বড় জামারায় প্রতীকী বড় শয়তানকে পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দিবেন হাজিরা।
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ১৩ ই আগস্ট, ২০১৮  ভোর ৫:৩৭
১৩ ই আগস্ট, ২০১৮  ভোর ৫:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও ঈদ মোবারক। ২২ তারিখে সারা দেশ রক্তাক্ত হবে। 
২|  ১২ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৯
১২ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: আহা ঈদ ।।
  ১৩ ই আগস্ট, ২০১৮  ভোর ৫:৪০
১৩ ই আগস্ট, ২০১৮  ভোর ৫:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক গুরু ভাই।আর মত্র ৯দিন বাকি।
৩|  ১২ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০৩
১২ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আজ হয়তো বাংলাদেশের আকাশেও উঠবে।
  ১৩ ই আগস্ট, ২০১৮  ভোর ৫:৪১
১৩ ই আগস্ট, ২০১৮  ভোর ৫:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ২২ তারিখে সারা দেশ রক্তাক্ত হবে।  আর মত্র ৯দিন বাকি।
 আর মত্র ৯দিন বাকি।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:১১
১২ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:১১
বিজন রয় বলেছেন: আচ্ছা, অগ্রিম ঈদ মোবারক।