|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
মানবজাতির ইতিহাসে যত গণ হত্যার ঘটনা রয়েছে তার মধ্যে সব থেকে ভয়াভহ গণ হত্যার ঘটনা হল,বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়কার ঘটনাগুলো;যা ছিল ইতিহাসের জগণ্যতম গণহত্যার ঘটনা, যার বিন্দু মাত্রও সন্দেহনীতা নেই।এত অল্প সময়ে দেশ স্বাধীন হওয়া
যেমন আমাদের সুখের এবং গৌরবময় ছিল,তেমন আবার অনেক কষ্ট,বেদনাময় দুঃখেরও ছিল;যা কোনো দিনও বাংলার মুক্তিকামী মানুষেরা
ভুলবেনা।৭১ এর মার্চ মাসের ৩য় সপ্তাহ থেকে শুরু হয় যে হত্যা কাণ্ড সেই হত্যাকাণ্ডে ৭১এর মার্চের ৩য় থেকে ৭১এর ডিসেম্বরের ৩য়
সপ্তাহ পযন্ত প্রতিদিন গড়ে ৬ থেকে ১২ হাজার লোককে প্রাণ দিতে হয় আমাদের এই বাংলার বুকে।সেই দুঃসময়ের ঘটণার অন্তরালে ঘটে যাওয়া কিছু কথা বা তারই অবতারনা মাসুদুল হক এর লেখা এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 'র' এবং সিআইএ বইটি; আমি সামন্য কিছু অংশ পড়েছি জানলাম অনেক কিছু,আর তাই আশা করি আপনেরাও পড়লে জানতে পারবেন অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ জানাই,
  মাসুদুল হক স্যারকে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 'র' এবং সিআইএ বইটির মাধ্যমে সে সময়কার অনেক কিছু জানতে দেয়ায়।  
লেখকের কথা:
    বলার অপেক্ষা রাখে না যে এই গ্রন্থ ইতিহাস নয়, ইতিহাসের উপাদান মাত্র।
    তাই রচনাকালে আমি যথাসম্ভব নির্মোহ থাকার চেষ্টা করেছি এবং ঘটনা ও তথ্যের উপস্থাপন করেছি একজন নিরপেক্ষ সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে।
    কেননা, আমি বিশ্বাস করি, কোন ব্যক্তিত্ব একজন সাংবাদিককে প্রভাবিত করতে পারে না।
    তাকে প্রভাবিত করে ঘটনা এবং তথ্য, যেমন প্রভাবিত করে একজন ইতিহাসবেত্তাকে অথবা ইতিহাসের উপাদান সংগ্রহে প্রয়াসী ব্যক্তিকে।
    এই গ্রন্থ রচনায় আমাকে সাহায্য সহযোগিতা নিতে হয়েছে অনেকের। তবে যাঁর নাম সর্বাগ্রে উল্লেখ করতে হয়, তিনি মার্কসবাদী রাজনীতিক-অর্থনীতিবিদ আমার শিক্ষাগুরু ডা, সইফ-উদ-দাহার। বইয়ের প্রতি ছত্রে রয়েছে তাঁর উপদেশ।
    উৎসাহ যুগিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক আখতার-উল-আলম, বার্তা সম্পাদক গোলাম সারওয়ার, আমার বন্ধু অধ্যাপক কাজী ফারুক আহমদ, আমার সহকর্মী বন্ধু সাপ্তাহিক পূর্বাণীর প্রধান প্রতিবেদক রফিকুজ্জামান।
    নিবিড় সহযোগিতার জন্য ঋণী অধ্যাপিকা বেগম নূরুন নাহার ও দৈনিক ইত্তেফাক-এর কূটনৈতিক প্রতিবেদক মতিউর রহমান চৌধুরীর কাছে।
    আমাকে স্মরণ করতে হয় বাংলাদেশ কৃষক-শ্রমিক লীগের (বাকশাল) সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু এবং যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার কথা।
    স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ ও মুজিব বাহিনীর ওপর তথ্য প্রদানে তারা যে সহযোগিতা দিয়েছেন, তা এই গ্রন্থের সমৃদ্ধি ঘটিয়েছে। স্মরণ করতে হয় এই গ্রন্থের প্রথম প্রকাশে চিত্রতারকা মাহমুদ কলির আগ্রহের কথা।
    -মাসুদুল হক
সম্পূণ্য ইতিহাস জানতে নিচের লিঙ্কে যেয়ে মাসুদুল হক এর লেখা,  বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 'র' এবং সিআইএ বইটি পড়ুন,তাহলেই
জানতে পারবেন সে না জানা ভয়াবহ অভিশপ্ত ১৯৭১ সালে বাংলার বুকে ঘটে যাওয়া বহু ঘটণা।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 'র' এবং সিআইএ - মাসুদুল হক
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৪
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের সত্যগুলো জানার তৌফিক দান করুন।
২|  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:২৯
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৫
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ জুনায়েদ ভাই।
৩|  ১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৫
১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: বইটি অবশ্যই সংগ্রহ করবো।
  ১৬ ই আগস্ট, ২০১৮  রাত ২:৫৬
১৬ ই আগস্ট, ২০১৮  রাত ২:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরো কিছু জ্ঞান ভাণ্ডারিয়া বই আছে দেখি সময় করে সেগুলো নিয়েও লেখমু।
৪|  ১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৯
১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৯
রাকু হাসান বলেছেন: 
এমন কিছু বই পড়া হয়েছিল ।      তবে এটা পড়া হয়নি । পরিচিত করে দেবার জন্য অনেক ধন্যবাদ,মামা । সুযোগ পেলেই কিনে ফেলবো ।
  ১৮ ই আগস্ট, ২০১৮  রাত ১:২২
১৮ ই আগস্ট, ২০১৮  রাত ১:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা ভাগিনা এসব বই এখন আমাদের মনে হয় নতুন আলোর পথ দিতে পারে।
৫|  ১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫৯
১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেখি, একদিন সময় করে পুরোটা পড়ব।
  ১৮ ই আগস্ট, ২০১৮  রাত ১:২৩
১৮ ই আগস্ট, ২০১৮  রাত ১:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পড়ে নিয়েন আর পারলে কপি কইরে জানায়েন বা একটা কপি দিয়েন।
৬|  ১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০৪
১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ডাউনলোড করতে পারছিনা তো!!!!!!
  ১৮ ই আগস্ট, ২০১৮  রাত ১:২৫
১৮ ই আগস্ট, ২০১৮  রাত ১:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাই।
৭|  ১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২৩
১৫ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।
  ১৮ ই আগস্ট, ২০১৮  রাত ১:২৬
১৮ ই আগস্ট, ২০১৮  রাত ১:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:২৯
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: কয়েকপাতা পড়লাম। পুরুটা পড়বো ইনশাআল্লাহ।