নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকল জন সাধরনকে এগিয়ে আসতে হবে

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪


রাজধানী ঢাকা একদিকে যেমন যানজট তেমন জলাবদ্ধতা একটা শহর। ঢাকায় অন্য যেকোনো দূষণের চেয়ে বেশি এগিয়ে আছে বায়ুদূষণ। এখন ঢাকার বাতাসে প্রতি ঘনমিটারে সিসার গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অন্তত প্রায় ১০ গুণ বেশি। সালফারডাই অক্সাইড
এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি। শুধু বায়ুদূষণের কারণেই প্রতি
বছর প্রায় ১৫ হাজার মানুষ মারা যাচ্ছে।

অন্যদিকে ঢাকার যানজটের কথা বলাই বাহুল্য। ভূমি ব্যবহারের যথাযথ নীতিমালা না মেনে নগরীতে বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা অপরিকল্পিত অবকাঠামো প্রায় ৭৩ শতাংশই। জলাশয় এবং নিম্নাঞ্চল ভরাট করে অপরিণামদশীর্ উন্নয়নের ফলে অনিয়ন্ত্রিত
হয়ে পড়েছে ঢাকা শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা।

শহরের বাসিন্দাদের নিবিের্ঘ যাতায়াতের জন্য মোট আয়তনের ২৫ শতাংশ সড়কের প্রয়োজন হলেও রাজধানীতে রয়েছে মাত্র ৮ শতাংশ। নদীগুলো বিষাক্ত হয়ে গেছে। পানিতে কমে দ্রবীভ‚ত অক্সিজেন। অথচ, রাজধানীর চারপাশের নদীগুলো নগরীর পরিবেশ ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূণর্ ভ‚মিকা রাখতে পারত।

এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে রাজধানী ঢাকা সেবা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে প্রায়ই জনদুভোর্গ
চরম আকার ধারণ করতেছে। আর এই সমস্যা সমাধানে সিটি গভনের্মন্ট ব্যবস্থা চালু করার বিষয়ে অনেক আলোচনা হলেও এ
বিষয়ে এখনো পযন্ত তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।

নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুযোের্গের সাথে লড়াই করে বাঁচার আশায় অনেকে মানুষ উদ্বাস্তু হয়ে একপযাের্য় এই ঢাকা শহরে
এসে ভিড় করছেন।আর এসব উদ্বাস্তুর কারনেও নগরীর আইন-শৃঙ্খলা ও নগরবাসীর সাবির্ক জীবনমানে নেতিবাচক প্রভাব পড়ছে।
তবে দীর্ঘ সময় ধরে একদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক অস্থিরতা, জননিরাপত্তার অভাব এবং স্বাস্থ্যসেবার
নিম্নমানের জন্য ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় পেয়েছে দ্বিতীয় স্থান। তবে আন্তরজাতির্ক গভেষকদের মতে
ঢাকা শহর বিশ্বের অবসবাসযোগ্য দ্বিতীয় নগরী হিসেবে স্থান পেয়েছে। আর তাই এ বিষয়টিকে দলমত নির্বিশেষে একদিকে যেমণ সকল রাজনীতি বিধদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। তেমনি রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকল জন সাধারনকেও এগিয়ে আসতে হবে।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


বাতাসে সালফার ডাই অক্সাইড বেশী থাকলে, মানুষের প্রশ্রাবে দামী সালফিরিক এসিড থাকার ক্থা

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা প্রতিতা মানুষের পশ্রাব খুঁজে দেখতে বলা হবে পাওয়া গেলে ঢাকা কেন্দ্রীয় যাদুগারে রাখার নির্দেশ দেয়া হইল। ;)

২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: শিরোনামে সহমত ।মানুষ সচেতন না হলে উন্নয়ন টেকসই হয় না ।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি। এবিষয় নিয়ে একটা কবিতা চাই।

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: লিখবো। সব বিষয়েই লিখবো ।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অপেক্ষায় রইলাম ভাই। :)

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৪

রাকু হাসান বলেছেন:

সরকার বেশ কিছূ মহা পরিকল্পনা হাতে নিয়েছে ,যদি ঢাকাতে বাসযোগ্য করতে ও পরিবেশ নিয়ে মহা পরিকল্পনা নিত । এমনিতে ঢাকা বিরাট ঝুঁকিতে আছে ।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই দেখছি ভাগ্নে। আমরা শহরবাসীরা আছি বেশ রিস্কের মধ্যে।

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: মামা ভালো পোষ্ট।
এই রকম পোষ্ট বেশি বেশি লিখবেন।
ব্লগারদের কাজ হচ্ছে লিখে লিখে সব সমস্যা তুলে ধরা।
ইনশাল্লাহ একদিন আমরা ব্লগাররা লিখে লিখে বদলে দিব দেশ।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক :)

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১

ব্লগ সার্চম্যান বলেছেন: বড় আশ্চার্য বিষয় হল ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ অথচ ব্লগে এ বিষয় কোনও পোস্টই কেহ দিচ্ছে না।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক :)

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১০

সূচরিতা সেন বলেছেন: সচেতামূলক পোস্ট। এটা নিয়ে আরো বেশি আলোচনা প্রয়োজন আর সেজন্য লেখাটা স্টিকি হওয়া প্রয়োজন।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক :)

৮| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:





ব্লগ সার্চম্যান বলেছেন: বড় আশ্চার্য বিষয় হল ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ অথচ ব্লগে এ বিষয় কোনও পোস্টই কেহ দিচ্ছে না।
-আপনি কি করছেন? মুড়ি ভাজছেন?

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক :)

৯| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

ব্লগ সার্চম্যান বলেছেন:
@ভ্রমরের ডানা মুড়ি ভাজা আর চুল বাধা সাথে রাধা এগুলো মেয়ে লোকর কাজ।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.