|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
রাতের প্রেম ভালবাসা অনেক বড় 
তাই রাতের আকাশ হয় উজ্জ্বল,
আমি চলে যেতে চাই,
আপাত কোনো দৃষ্টিশক্তি ছাড়াই !!
যেখানে কোনো প্রেম বিলাসীতা নাই।
ওগো আমার রাতের প্রেম ভালবাসা,
তোমার মর্ম তুমি !
সেখানে করুন এক হতভাগ্য মানুষ আমি,
কি করে বুঝবো তুমি কত অতুলনীয় দামী।
ব্যথার সঙ্গে আছে নীরবতার সুর,
সেটা যায়না দেখা,
সে যে অন্ধকারে মিশে একা! 
সে থাকে আমায় থেকে বহু দূর।
ওগো আমার রাতের প্রেম ভালবাসা
আমাকে একটু দয়া কর,
ওগো আমার রাতের প্রেম ভালবাসা,
অনুগ্রহ করে আমাকে আলিঙ্গন করো,
আমি আমার চোখ বন্ধ করে,
তোমায় আমি আমার সবটুকো ভালোবাসায় ভিজিয়ে দিবো।
 ২৬ টি
    	২৬ টি    	 +৭/-০
    	+৭/-০  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:২২
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ কুহক।
২|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:৩৮
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:৩৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাতে যত গভীর হয় ভালোবাসা তত নিকটে আসে মনে হয় (৩, ৬ আর ৭ নাম্বার চরণটা মনে হয় ঠিকমতো হয় নি)!
  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:৫৫
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মিসটেক । ঠিক করে দিয়েছি।
৩|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:৫৪
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:৫৪
স্রাঞ্জি সে বলেছেন: 
 শুভ সকাল ও প্রীশু। (প্রীতি ও শুভেচ্ছা)   
লাইক দিলুম মামা ।
ভালোবাসা যুগ যুগ জিউক।
  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:০১
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জিউ জিউযে লাভ,স্রাঞ্জি ভাগ্নী । শুভ সকাল ।  খুব ভালো লাগে এবং গর্ব বোধ করি ভাগ্নে তোমাদের নতুন নতুন শব্দের জন্য ।
যেমণ,প্রীশু আগে বুঝিনী এখন এ শ-ব্যা-বুঝলুম।তোমাকেও ঐ জানালুম । 
৪|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:০০
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:০০
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা।
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১২
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রীশু
৫|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৬
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৪
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই।
৬|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:১১
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:১১
বিজন রয় বলেছেন: আজকাল আপনার প্রেম দেখি বড্ডই বেসামাল!
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৬
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুঁটি রাইখেন পাশে বেশি বেসামাল দেখলে সামাল দিওন লাগবোতো । 
৭|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৩
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৩
অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগলো
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৭
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
৮|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৫২
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই রাতের কুলে নিজেকে সপে দেয়ার অনুভুতি।
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৯
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই । অনেকদিন পরে দেখলাম।
৯|  ১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০৪
১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! সুন্দর উপস্থাপন।
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৮
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
১০|  ১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:১৯
১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:১৯
রাকু হাসান বলেছেন: বাহ চমৎকার কবিতা মামা ,ব্যথ্যার সঙ্গে রয়েছে নীরবতার সুর  ভাল লাগলো ,সব মিলিয়ে  
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪০
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নে । না তেমন আর ভালো করতে পারলাম কই।
১১|  ১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:২২
১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:২২
রাকু হাসান বলেছেন: শেষ লাইন টা ও কিন্তু চমৎকার ছিল ।   অনেক বেশি শুভকামনা ,ভালবাসা
  অনেক বেশি শুভকামনা ,ভালবাসা
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪১
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নে ।আমার লেখার চেয়ে তোমাদের মন্তব্যেই বেশি অনুপেরনা পাই।
১২|  ১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:৫৬
১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:৫৬
সূচরিতা সেন বলেছেন: অসাধারন । শুভেচ্ছা নিবেন।
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪২
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু।
১৩|  ২৩ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫০
২৩ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫০
বর্ণা বলেছেন: পড়লাম। ভাল লাগলো। আমার ব্লগ এ ঘুরে আসলে আর ও ভাল লাগবে।
  ২৪ শে আগস্ট, ২০১৮  রাত ১:১০
২৪ শে আগস্ট, ২০১৮  রাত ১:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অবশ্যয়ই যাবো।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:১৭
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:১৭
স্বপ্ন কুহক বলেছেন: পড়লাম