|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
সেদিন একটা স্টিকি পোস্টে কৈতিপক্ষ স্পষ্ট ভাবে বলে দিয়েছে আমরা দুইনাম্বরি নিক মানে ব্লগে ছদ্ধ নামে নিক খুলে যে যতই রংবাজী 
করিনা কেন সব কিছুই কিন্তু কৈতিপক্ষের হাতের মুঠোয় থাকছে । সুতরাং যে কোনো ব্লগারকে চাইলে কৈতিপক্ষ যখন তখন ব্যন ব্লক
করা ছাড়াও তারা চাইলে আইনের মারফতে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। না আমি দুই নাম্বারি নিক ব্যবহার করি না তাই সে দুই নম্বারি
নিকের মামলা মোকর্দামার ভয়ও আমার নাই ।কিন্তু আমার ভয় হল মাঝে মধ্যে এই বর্তনাম সময়ের রাজনীতি প্রেক্ষাপট নিয়ে আমরা সরকার এবং বিরোধী দলকে নিয়ে বিভিন্ন সময় সাময়িক সমালোচনা করি আর এতে করে যদি সরকার সামুর কোনো ব্লগারের উপরে ক্ষেপে যেয়ে সামুকে চেপে ধরেন যে ওই ব্লগারের নাম ঠিকানা সে কোথায় কোন আইপি থেকে ব্লগীং করছে তখন অবস্থা কি হবে ? 
সত্য কথা বলতে হঠাৎ আজ কেন জানি ব্লগে নিজেকে বড় অনিরাপদ মনে হচ্ছে । 
উপল পথ গড়িয়ে নির্মল আকাঙ্খা মারিয়ে,
ঝরে জল রাশি রাশি,
দক্ষিণা প্রবাহে ফেনা ফেনা সুদ্ধ কণা
আসে বেরিয়ে যেন সবটুকো শোসনের দানা ।
হাস্যপ্রিয় মধুময়ী 
সবটুকো ধৈর্যেরা কালজয়ী !
চঞ্চলা নির্ঝরিণী বেঁকেচুরে করে কলরব
কিউবা প্রিয়শ্রী খুশী কি তার সৌরভ।
 ফেনিয়ে ফুলে 
যায় ব্যথা ভুলে
মিষ্টি মাধুরী 
নেয় গোলাপ কলি খোপাতে তুলি।
বহু অবক্ষয় অবশ্রণী
আকড়ে ওঠ আনন্দধ্বনি,
হায়রে বধুরিনী
হলো কি অপরূপ সোহাগা নির্লজ্জনী ।
 ৫৬ টি
    	৫৬ টি    	 +৮/-০
    	+৮/-০  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪০
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার সাথে সহমত,তাছাড়াও আপনি, আমি,আমরা সবাই কিন্ত মনে প্রাণে সামুকে ভালোবাসি,এবং সামুও আমাদের ভালোবাসে
কিন্ত আমাদের মতামত এবং দলাদলিও কিন্ত ভিন্ন ।আমার মনে হয় যেমন আমরা চাইবো না সামুর কোনো ক্ষতি তেমনি সামুও
চাইবে না আমাদের ক্ষতি,কিন্ত তার পরেও চাপের মুখে পড়লে কি অবস্থা হবে বা কি করবো সেটাই ভাবছি ।
২|  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩০
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩০
স্রাঞ্জি সে বলেছেন: 
সদা সত্যটাই যেন ফুটে উঠল আপনার কথায়। 
  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৩
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কারও বিশ্বাস হবে কি না আমি জানিনা ভাই,তবে কাল সারা রাত বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে শেষ পযন্ত আমার ঘুম হয়নি।
৩|  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩২
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩২
শায়মা বলেছেন: তাহলে কি ব্লগে লগিং বন করে দিতে হবে!!!!!!!!!  
  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৮
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শায়মা আপু আপনেরা সিনিয়ার পার্সন ব্লগার আছেন যারা বিষয়টা নিয়ে একটু গভীর ভাবে ভাবুন দেখুন আমাদের বাঁচানো এবং সেটা সামুকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে তেমন কোনো পথ বের করা যায় কিনা। আমি আশাবাদি আপু আপনেরা উদ্ধেগ নিলে পথ
অবশ্যয় বের হবে ।
৪|  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৬
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৬
সাইন বোর্ড বলেছেন: এখন বাস্তব কথা বলতে উপমা ও রূপকের অাশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই, কিন্তু সেটা কি সবার পক্ষে সম্ভব ?
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৬
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যেমন আমিই কোনো উপমা বানাতেই পারিনা ব্যবহারতো দুরের কথা।
৫|  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৩
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৩
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ হাসু মামা- আপনার উদ্বেগ ও উৎকন্ঠা বাস্তব। আপনার শুভ কামনা করছি ।
  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৭
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার জন্যও প্রীশু (প্রীতি ও শুভেচ্ছা)
৬|  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৫
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: 
এতো ভয় কিসের?
  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫১
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভয়তো আপনাকে   না ইয়ে মানে সেটা আপনে বুঝবেন না ।জীবনের ভয় সবারই আছে ।কেচি কলে পড়ল বুঝবেন মজা কারে
 না ইয়ে মানে সেটা আপনে বুঝবেন না ।জীবনের ভয় সবারই আছে ।কেচি কলে পড়ল বুঝবেন মজা কারে
কয়। 
৭|  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫১
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫১
নজসু বলেছেন: নতুন এসে ভয় লাগছে।
  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৪
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভয়ের কিছু নেই । ব্লগে আপনাকে স্বাগতম, তবে সমালোচনা খুব খেয়াল কইরা করবেন দয়া করে ।
৮|  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৩
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৩
রাকু হাসান বলেছেন: 
দুঃখজনক ।আমি তোমার সাম্প্রতিক পোস্ট গুলো পড়েছি সেখানে কোন তেমন নেতিবাচক কিছু পায়নি । সামু কৃতপক্ষ কে অনুরোধ করবো কার্যকর ব্যবস্থা নিতে । ব্লগিং করাই হয় স্বাধীন মতামত আদান প্রদানের জন্য । যতি মামা অনিরাপদ মনে করে ,সেটা বাকি ব্লগার ওঅনিরাপদ  মনে করার যথেষ্ট কারণ আছে । এছাড়া স্বাধীন মত প্রকাশে সামুর নীতিমালায় আছে । সেটা উপর দাঁড়িয়ে সামু আজ এ জায়গায় । তাই তো ভালবাসি । আশাকরি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । পাশে আছি ,থাকবো ।
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৪
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নে । প্রীশু রইল। সকল ব্লগার সামুর তরে সামুও যেন সকল ব্লগারকে তার আত্মার অংশ ধরে । 
আমরা সকলে সকলের পাশে আছি এবং থাকবো সে প্রত্তাশাই থাকলো।
৯|  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৪
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: হাসু মামা তো একদম খাঁটি একটা কথা বলেছেন । আসলেইতো নিরাপদ নই আমরা   তাঁর উপর এদেশে ব্লগারদের খুন করার ও রেকর্ড আছে
 তাঁর উপর এদেশে ব্লগারদের খুন করার ও রেকর্ড আছে   আমি কিংবা আপনি কোনদিন যদি রাস্তাঘাটে হঠাৎ খুন হয়ে যাই কিংবা পুলিশ পাকড়াও করে নিয়ে যায় অবাক হবার কিছু নাই
 আমি কিংবা আপনি কোনদিন যদি রাস্তাঘাটে হঠাৎ খুন হয়ে যাই কিংবা পুলিশ পাকড়াও করে নিয়ে যায় অবাক হবার কিছু নাই   
 
বিভিন্ন ঘটনায় আমার বাবা আমাকে সাবধান করে ফেসবুকে যেন এটা ওটা শেয়ার না দেই, কিছু না লিখি আর তিনি যদি জানতে পারেন আমি ব্লগ লিখি বেচারা তো আরও ভয় আর টেনশন এ পরে যাবে   যদিও ভাই আমি নিরীহ ব্লগার
 যদিও ভাই আমি নিরীহ ব্লগার  
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৩
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ কথার ফুলঝুরি । আপনি সুন্দর করে কথা বলতে পারেন যদিও আমি শুনিনি তবে আপনার কমেন্ট পড়লেই বোঝা
যায়। শুভেচ্ছা থাকল।আঙ্কেলকে মানে আপনার বাবাকে মনের ভুলেও এ কথা বলবেননা। আর বললেও সমস্যা নেই
আপনি যেখানে থাকেন সেখানে পুলিশ অত টাকা খরচ করে বিমান ভাড়া দিয়া যাইবো না।  শুভকামনা থাকল।
  শুভকামনা থাকল।
১০|  ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৯
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৯
নূর আলম হিরণ বলেছেন: রাজনৈতিক চেয়ে বড় কথা যারা ধর্মীয় ব্যপার নিয়ে লিখালিখি করে(যদিও সেটা তুলনামূলক অনেক কম) তাদের নিরাপত্তার কি হবে? কর্তৃপকক্ষের সবাই কি মুক্তচিন্তা বিশ্বাস করে? তাদেরকে সনাক্ত করতে উগ্রদের সাহায্য করবে না কতৃপক্ষ সেটার নিশ্চয়তা কি?
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:২১
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার কিছু কথা ঠিক আছে,তবে আমি আশাবাদি এবং নিশ্চিত কৃতপক্ষ কখনই আমাদের ক্ষতি চাইবেন না কারন সামু না থাকলে
যেমন অনেক ব্লগার থাকবে না,তেমনি অনেক ব্লগার না থাকলেও সামুকে প্রাণহীন ভাবে বেঁচে থাকতে হবে ।
১১|  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১০
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১০
ঢাবিয়ান বলেছেন: ব্লগের নীতিমালা না মেনে ব্লগিং করলেতো ব্যান হয়ে হয়ে যাবার নিয়ম আছেই। সুতরাং ব্লগারদের নিরাপত্তাতো এই নিয়ম দিয়েই সংরক্ষিত হবার কথা। ব্লগ কতৃপক্ষ ব্লগারদের ইনফরমেশন চাপের মুখে দিয়ে দেবে, এটা ভাবনাটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না!
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৮
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চাচা আপন জান বাঁচা । আপনি এক ঘৈয়মি ভাবছেন অথচ ভাবনার শেষ নেই ।
১২|  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৪
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৪
ভ্রমরের ডানা বলেছেন: 
লেখক বলেছেন: ভয়তো আপনাকে   
লা হাওলা ওয়া কুতুবি.... 
আমি তো যা বলার মুখের উপ্রে বলে দেই। এতে ভয়ের কি আছে!
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৭
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার সে বিষয়টা আমাকে মুগ্ধ করে। ঈদমুবারক। কখন মরে যাই বলা যায়না, তাই ভুলত্রুটি ক্ষমা জনি ।
মনে কষ্ট রাখবেন না।
১৩|  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:১৩
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:১৩
নাজিম সৌরভ বলেছেন: আপনার উদ্বিগ্ন হওয়া যৌক্তিক। সরকারের সমালোচনা করে কোন পোস্ট দেয়া মোটেই নিরাপদ নয়, সেই সমালোচনা যতই বস্তুনিষ্ঠ হোক না কেন। বর্তমান সরকার ভিন্নমতের প্রতি টলারেটেড নয়। তারা অবশ্যই ফেসবুকের পাশাপাশি সামুতে নজর রাখছে। শহীদুল আলমের মত ব্যক্তির অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি। আমাকে আপনাকে দুনিয়া থেকে গায়েব করে দেয়া আইন শৃংখলা বাহিনীর জন্য মাত্র এক ঘন্টার ব্যপার। আমরা যদি ভিন্নমত পোষণ করে পোস্ট দিই তবে সরকার সামু কর্তৃপক্ষকে চাপ দিয়ে আমাদের তথ্য নিয়ে নেবে। সরকার যদি সামু কর্তৃপক্ষকে ব্লগ বন্ধ করে দেবার হুমকি দেয় তখন উনারা সুড়সুড় করে সব তথ্য দিয়ে দেবেন এতে কোন সন্দেহ নেই। তারপর এদেশের কোন এক নদী অথবা ডোবায় আমাদের লাশ ভাসবে। 
যদি বাচতে চান, দুটো উপায়: 
১. হাসান কালবৈশাখীর মত সীমাহীন আনুগত্যমুলক পোস্ট দিন। সরকার যত অন্যায় করুক, সেই অন্যায়কে পজেটিভ বানিয়ে পোস্ট দিন। কিভাবে পাচাটা পোস্ট দিতে হয় তা হাকা থেকে শিখে নেবেন। 
অথবা, 
২. রাজনীতি বাদ দিয়ে ফুল ফল, প্রকৃতি, প্রেম ভালোবাসা এসব নিয়ে পোস্ট দিন।
  ২১ শে আগস্ট, ২০১৮  রাত ১২:১০
২১ শে আগস্ট, ২০১৮  রাত ১২:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আপনার দুটি উপায় খুব কাজের বলে মনে হচ্ছে।
১৪|  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:২৮
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:২৮
চাঁদগাজী বলেছেন: 
আপনি না বুঝে, ব্লগারদের মাঝে ভু ও সংশয়ের সৃ্ষ্টি করছেন মাত্র।
  ২১ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৪৯
২১ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক 
১৫|  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:৩৭
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:৩৭
  ২১ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৪৮
২১ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক 
১৬|  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:৪৬
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:৪৬
পদ্মপুকুর বলেছেন: চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর....
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়,
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি,
পৌরুষেরে করে নি শতধা, নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা,
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ;
ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত॥ 
কবিগুরু এই কবিতাটা লিখেছিলেন ১৯১০ সালে। তখন ভারত ইংরেজের কাছে পরাধীন ছিলো।
  ২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:০৩
২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক  
 
কবিগুরু এই কবিতাটা লিখেছিলেন ১৯১০ সালে। তখন ভারত ইংরেজের কাছে পরাধীন ছিলো।  
এখন ২০১৮ সালে আমরা আমাদের কাছে পরাজিত ও পরাধীন। 
১৭|  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:৫৪
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:৫৪
চাঁদগাজী বলেছেন: 
আপনি না বুঝে, ব্লগারদের মাঝে ভয় ও সংশয়ের সৃ্ষ্টি করছেন মাত্র।
  ২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:০১
২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক  
 
আপনার মত বুদ্ধিজ্ঞান কি আর আমার আছে ওস্তাদ ।
১৮|  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:১৮
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:১৮
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ নাজিম সৌরভ- সহমত।
  ২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:০৪
২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক 
১৯|  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৩
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৩
নাহিদ০৯ বলেছেন: আপনার সবাই শুধু গা বাচাতে চান কেনো? ১৯৭০-৭১ এ যখন মানুষ এর ভিন্নমত কে টুটি চাপা দেয়া হয়েছিলো, যখন এদেশের মানুষ এর উপর কাল হয়ে দাড়িয়েছিলো অভিশপ্ত প্রশাসন তখন কি চাদগাজি, সেফুদা রা গা বাচিয়ে ছিলো ?
আর যদি নিতান্তই গা বাচাতে চান তাহলে, রাজনীতি বাদ দিয়ে ফুল ফল, প্রকৃতি, প্রেম ভালোবাসা এসব নিয়ে পোস্ট দিন।
  ২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:১৩
২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক 
২০|  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৮
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:৩৮
বিজন রয় বলেছেন: ধুরররররররররররররর!!!!
ভয়ে ডরে না বীর।
  ২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:১৪
২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক 
২১|  ১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:৫৩
১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: মূল সমস্যা কি?
২২|  ১৯ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০২
১৯ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: শেষাংশের কবিতাটা ভালো লাগলো।
২৩|  ১৯ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১৩
১৯ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবুও প্রতিবাদ চলুক-----
২৪|  ১৯ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৩
১৯ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৩
ব্লগ সার্চম্যান বলেছেন: একটু সতর্ক হলেই চলে ।
২৫|  ১৯ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৪৯
১৯ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী বলেন! চাঁদগাজী না হয় আমেরিকা থাকেন, আমরা তো দেশেই ফেরত আসব...
২৬|  ২০ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৩৯
২০ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৩৯
শাহারিয়ার  ইমন বলেছেন: আমার কি হবে  
২৭|  ২০ শে আগস্ট, ২০১৮  রাত ১:২০
২০ শে আগস্ট, ২০১৮  রাত ১:২০
আরণ্যক রাখাল বলেছেন: এমনটা করবে না, এই ভরসা রাখি। এতটুকু ভারসা না রাখলে ব্লগিং করারই মানে নাই। 
এমন ভয় করলে, পৃথিবীর কোন সাইটেই ঢুকতে পারবেন না। কারণ প্রত্যেকটি সাইট আপনার তথ্যগুলো রাখে। গুগোল আর  ফেইসবুক তো জানে আপনি কোথায় যান, না যান, কবে কী করেছেন সব। ওড়া চাইলেই সব পারে। কিন্তু করে না। আবার কিছুদিন আগে ইউএস নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেও নিয়ে ফেসবুক ফেসে গেছে। আবার অন্যদিকে এপল মিলিটান্টদের তথ্যও দেয়না কোন সরকারকে। 
এই বিশ্বে কেউই নিরাপদ নই। তবুও কিছু সাইটকে বিশ্বাস করতেই হয়
২৮|  ২০ শে আগস্ট, ২০১৮  ভোর ৪:১৩
২০ শে আগস্ট, ২০১৮  ভোর ৪:১৩
কেএসরথি বলেছেন: কিছু মনে করবেন না, তবে সামহোয়্যার-ইন-ব্লগ এত শক্তিশালী নয় যে তারা সরকারের হুকুম অমান্য করতে পারবে। আর সরকার তো আইনী ঝামেলাে যাবে না - কর্তৃপক্ষের কাউকে তুলে নিয়ে দিবে প্যাদানি, সাথে সাথে সব গড়গড় করে বলে দিবে।
২৯|  ২০ শে আগস্ট, ২০১৮  সকাল ৭:৩১
২০ শে আগস্ট, ২০১৮  সকাল ৭:৩১
অক্পটে বলেছেন: এই ব্লগে সরকারের বিরুদ্ধে তেমন কেউতো লিখেনা। আর হাসু মামা তো নো নেভার। এই ব্লগ জুড়ে আ.লীগ ঘরানার লোকে ভর্তি মামা আপনাদের কোন সমস্যা নেই। এটা হলো বিএনপিকে ক্লোরক্স দিয়ে ধোয়ার নিরাপদ ব্লগ।
৩০|  ২০ শে আগস্ট, ২০১৮  সকাল ৮:৪৪
২০ শে আগস্ট, ২০১৮  সকাল ৮:৪৪
সোহানী বলেছেন: আপনার সন্দেহ বা ভয় অমূলক নয়। যা দেখছি চারপাশে কোন কিছুই অসম্ভব নয়। এবার ছাত্র আন্দোলনে ফেসবুকের পোস্টদাতাদের ধরে ধরে যেভাবে প্যাদানো পোস্ট দেখেছি তাতেতো মনে হয়না কেউ নিরাপদ।
৩১|  ২০ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:১২
২০ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:১২
রানার ব্লগ বলেছেন: ঘুমের ঔষাধ খেয়ে ঘুমিয়ে যান সব নিরাপত্তা ফিরে পাবেন !!!
  ২১ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২২
২১ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নাহ! আপনারে সঙ্গে লইয়ি মাল খামু ।ঈদ মোবারক 
৩২|  ২০ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:১৬
২০ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:১৬
তারেক ফাহিম বলেছেন: অারে মামা এত ভয় কেন?
আপনার কথায় আমিওতো এখন ভয় পাচ্ছি।
  ২১ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২১
২১ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভয় পাবেন না সব কিছুর মালিক ওপর আলা তিনিই রক্ষা করবেন ।ঈদ মোবারক 
৩৩|  ২১ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২৫
২১ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২৫
ঈশ্বরকণা বলেছেন: ইয়া নফসি, ইয়া নফসি জপা ছাড়া আর কিছুই করার নাই এই জামানায় ! ভয় পাইতে পাইতেই ঈদ মুবারক দিলাম,নিয়েন মামা I
  ২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:০০
২১ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক 
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩০
১৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩০
বাকপ্রবাস বলেছেন: দেশটাই যেখানে অনিরাপদ ব্লগ কেনইবা বাদ পড়বে, সবার মনেইতো আতংক। যে লিখছে সে ভাবছে ধরবেনাতো!! ব্লগ কতৃপক্ষ ভাবছে লেখক মতামত দিচ্ছে উল্টো আমি ফেসে যাবোনাতো!!