|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
  
এক স্বরণীয় ২১ শে আগস্টঃ
ওপরের ছবি দেখেই হয়ত আপনেরা বুঝে গেছেন আমার ১ম স্বরণীয়ের কথা,যার মাঝে লুকিয়ে বহুশ্রত ব্যথা। হ্যা আমি বা আমার দেখা 
আওয়ামীলিগের স্বরণীয় বা বাংলাদেশের মানুষ চিরকাল স্বরণ রাখবে সেই আইভি রহমান এর কথা বলছি। এরা স্বার্থের জন্য নয় দলকে ভালোবেসে রাজনীতি করেছেন এবং হাসতে হাসতে দেশের জন্য জীবন দিয়েছেন । আজকের এই দিনে অর্থাৎ ২০০৪ সালের ২১ আগস্ট,  ঢাকায় এক মিটিং বা সভা অনুষ্ঠানে গ্রেনেডের হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। অতঃপর ২০০৪ সালের ২৪শে আগস্ট রাত ২টায় তিনি প্রয়াত হন,আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। এই প্রিয় নেত্রীর জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি থাকল।  
  
  
দুই স্বরনীয় হল বাংলাদেশের অমর নায়ক রাজ রাজ্জাক তিনি ২০১৭ সালের ২১শে আগস্ট সন্ধ্যা ৬:১৩ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপতালে মৃত্যুবরণ করেন।প্রিয় এই অভিনেতা প্রায়  ৩০০টি বাংলা এবং উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন,
 আর তার পাশাপাশি তিনি সব মিলিয়ে প্রায় ১৬টি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। আর সেই চলচ্চিত্রগুলোর মধ্যে বেশির ভাগই মালিকানা হলেন রাজলক্ষী প্রোডাকশন।প্রিয় এই অভিনেতার যে চলচ্চিত্রগুলো আমার মনে পড়ে,নীল আকাশের নীচে, জীবন থেকে নেয়া, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা এবং বড় ভালো লোক ছিল,আরো কিছু ভালো ভালো চলচ্চিত্র
আছে যেগুলোর নাম মনে করতে পারছি না।আজ এই প্রিয় অভিনেতার মৃত্যু বাষিকীতে থাকল আমার গভীর শ্রদ্ধাঞ্জলি। 
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৭
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত। এই দিনটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ দিন।
২|  ২১ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:১৪
২১ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: এই দিনটি নিয়ে আমার একটা ভয়াবহ সৃতি আছে। 
যদি আজ সময় পাই তাহলে লিখব।
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৯
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছেও গুরুভাই এই দিনটা বেশ গুরুত্বপূর্ণ একটা দিন।
৩|  ২১ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:২৩
২১ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কলঙ্কময় দিন।
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৯
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
৪|  ২১ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:২৪
২১ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১০
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক।
৫|  ২১ শে আগস্ট, ২০১৮  রাত ৮:০২
২১ শে আগস্ট, ২০১৮  রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন: 
২১ শে আগষ্টের  হত্যাকান্ডের বিচার শেষ করতে পারেননি এখনো শেখ হাসিনা; উনি ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাচ্ছেন?
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১০
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ওস্তাদ। ঈদ মোবারক।
৬|  ২১ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৩৪
২১ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ২১ শে আগস্ট গ্রেন্ড হামলায় মৃত্যু বরনকারিদর আত্মর মাফেরাত কামনা করছি।
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১১
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই। ঈদ মোবারক।
৭|  ২২ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:৫৪
২২ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:৫৪
ঠ্যঠা মফিজ বলেছেন: দুঃখজনক ঘটনা।
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১১
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই। ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৭
২১ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: স্মরণীয় তো বটেই শোকাবহও।