|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমি একবার রেখেছি বুকের মাঝে
আবার মাথার ওপর রাখি
সে যে আমার পরান পাখি
তারে সারা আমি একলা কেমনে থাকি।
জেনে রেখো পৃথিবী তারে নিয়ে আমি,
সর্বক্ষনী ভাবি
সে যে আমার জীবনের চেয়েও দামী।
সে আমার উত্তর,সে আমার দক্ষিন,
সে ছাড়া জীবন আমার মূল্যকহীন ।
সে আমার সুখ দুঃখের সকল আশা
সে যে আমার সকল প্রত্তাশা
ওরে আমার আত্মার আত্মা,
সে যে আমার স্বপ্নপুরী
তুই যে আমার রঙ্গীন ঘুড়ি
মন চায় তোরে সঙ্গে নিয়ে,আমি নীল আকাশে মেঘের বনে উড়ি।
তারে পদ্ম জলে রাখবো করে পদ্ম রাণী,
এটা আমার আসল বাণী
হোক সে গরীব
হোক সে কোটি পতি কোনো ধনী। 
ছবি গুগল। 
আমি রাজনীতি মুক্ত লোক।
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৬
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক  ! 
ব্লগ বেশ গরম মনে হচ্ছে  
২|  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১৫
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: কথা ছিল ঈশ্বরের মতোই,
পাশে থাকবে।
 কথা ছিল দেবশিশুর মতোই
 ভালবাসবে।
 
বলুন কার লাইন?
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:২৪
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কার মনে হয় কবি গুরুর। 
৩|  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩০
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩০
শাহারিয়ার ইমন বলেছেন: রাজনীতি মুক্ত কেউ নয় । ঈদ মোবারক
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩৫
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যি বলছি প্লীজ আমায় বিশ্বাস করুন আমি ইয়ে মুক্ত লোক ।  ঈদ মোবারক।
 ঈদ মোবারক।
৪|  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩২
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩২
বিজন রয় বলেছেন: এমন কবিতা লেকার দরকার নেই।
ঈদ মোবারক।
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩৬
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তিকআচ্ছে। ঈদ মোবারক। 
৫|  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩৯
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩৯
শাহারিয়ার  ইমন বলেছেন: আচ্ছা মানলাম  
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৫১
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৬|  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১১:২১
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১১:২১
বর্ণা বলেছেন: বাহ বেশ
  ২৩ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৮
২৩ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৭|  ২৩ শে আগস্ট, ২০১৮  রাত ২:০৪
২৩ শে আগস্ট, ২০১৮  রাত ২:০৪
বাকপ্রবাস বলেছেন: 

 (
(
 :হাসু মামা  রাজনীতি মুক্ত লোক, বিজনদা কবিতা মুক্ত হবার জন্য পরামর্শ দিল, তাইলে যাবে কোথায় সেটাই ভাবছি
:হাসু মামা  রাজনীতি মুক্ত লোক, বিজনদা কবিতা মুক্ত হবার জন্য পরামর্শ দিল, তাইলে যাবে কোথায় সেটাই ভাবছি
  ২৩ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৯
২৩ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি আর করার ব্লগ থেকে বিতারিত বা বনবাস চলে যাওয়া ছাড়া। 
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৫
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:০৫
সনেট কবি বলেছেন: ঈদ মোবারক