নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মেন’স ফেয়ার অ্যান্ড লাভলী খুঁজে বেরাচ্ছেন অপ্রতিরোধ্য স্পাই মাসুদ রানাকে

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৮


একটা সুখবর হেব্বি হ্যামচাম সুপুরুষদের জন্য শুরু হচ্ছে মেন’স ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো -
কে হবেন মাসুদ রানা ?
প্রতিযোগিতা!
গল্পে পড়া, কল্পনায় দেখা, অপ্রতিরোধ্য স্পাই মাসুদ রানাকে খুঁজছেন মেন’স ফেয়ার অ্যান্ড লাভলী আয়োজকরা।
মেন’স ফেয়ার অ্যান্ড লাভলী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রমাণ করে দিন আপনিই সেই মাসুদ রানা ।
বিজয়ী হয়ে অভিনয় করুন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত মাসুদ রানা-কে নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রধান চরিত্রে।

রেজিস্ট্রেশনের জন্য বা লগইন করার ঠিকানা http://www.mensfairandlovelyhero.com

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ খবর ভাই, হ্যান্ডসামরা এবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছে।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও সুযোগটি দেহি কাজে লাগাতে পারি কিনা ;)

২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:৪৬

অনল চৌধুরী বলেছেন: মাসুদ রানা ইয়ান ফ্লেমিং এর জেমস বন্ড চরিত্রের হুবহু নকল।এই চুরির হোতা কাজী অানোয়ার হোসেন।
বাংলাদেশ জন্য তার কোন শাস্তি হয়নি।এ্যামেরিকা হলে জেলে না গেলেও অাদালতে দাড়াতে হতো।
অার বাংলাদেশের পাঠকরাও বিচিত্র।
তারা নকল-কাটপিস ছবির সমােলোচনা করে কিন্ত কাটপিস মাসুদ রানার ভক্ত।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫২

চাঙ্কু বলেছেন: ঠিক আছে, আজকে থেকে পেপার অ্যান্ড লাভলী মাখা শুরু করুম :-*

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৪| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:



দেশে ইডিয়টের সংখ্যা বাড়ছে

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাছা কইছেন ওস্তাদ আপনি। :)

৫| ২৪ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জনাব অনল চৌধুরীর বক্তব্যের সাথে একমত নই | মাসুদ রানার উপন্যাসগুলোর অনেকগুলোই আলিস্ট্যায়ার মাকলিন্সয়ের থ্রিলারসগুলো (Where Eagles Dare, The Guns of Navarone, Fear Is the Key, ইত্যাদি )অবলম্বনে লিখিত | কাজী আনোয়ার হোসেন মাসুদ রানার উপন্যাসগুলোতে উল্লেখও করেছেন "বিদেশী কাহিনী অবলম্বনে" | তিনি ওই সকল চরিত্র এবং গল্প সরাসরি অনুবাদ না করে আমাদের দেশীয় আদলে রূপান্তরিত করতে চেষ্টা করেছেন, যার কারণে ওই উপন্যাসগুলো অনেক বেশি পাঠযোগ্য হয়ে উঠেছে আমাদের কাছে |

বাংলাদেশের অনেক পাঠক সৃষ্টির পিছনে কাজী আনোয়ার হোসেনের অবদান অনস্বীকার্য | অনেকেই মাসুদ রানা দিয়ে শুরু করে ধীরে ধীরে সিরিয়াস লেখকদের লেখার দিকে ঝুকে পড়েছে যা সত্যি প্রশংসনীয় |

তবে ফেয়ার এন্ড লাভলীর মাসুদ রানা খুঁজে বেড়ানোর বিষয়ে "চাঁদগাজীর" মন্ত্যব্যটি সুপার হয়েছে !

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৬| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: হাতে সময় থাকলে একবার টেরাই মারতাম =p~

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিকাচ্ছে :)

৭| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১০

অনল চৌধুরী বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ,অনুমতি ছাড়া তার সৃষ্ট চরিত্র ব্যবহার করা কপিরাইট অাইন অনুযায়ী অপরাধ।অার বিদেশী কাহিনী অবলম্বনে লিখলেই অন্যের লেখা এক বা একাধিক বই থেকে কাটপিস বানানো বৈধ হয়না।
এসব উন্নত দেশে বড় অপরাধ।
কাজী কি কখনো স্বীকার করেছেন যে স্বীকার করেছেন যে জেমস বন্ড চরিত্র থেকেই রানা নামটা নকল করা?
এমনকি ক্লিন্ট ইষ্টউড অভিনীত ও পরিচালিত ফায়ারফক্স ছবির নকল করেও ১৯৮৭ সালে অগ্নিপুরুষ লেখা হয়েছে।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৮| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩০

আরণ্যক রাখাল বলেছেন: বয়স ২৭ হতে হবে, এমন বাধাধরা নিয়ম নেই তো?
মাসুদ রানা আবার আজীবন ২৭ B-)

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: টিভিতে খুব এড দিচ্ছে।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসে পাশে বেশ হৈচৈ কেমন হবে কে জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.