![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সর্ব প্রথম বাংলাদেশি কোনও গানের ভিডিও ইউটিউবে প্রায় ১৪ কোটি ভিউ পার করলো আর এই মাইলফলক অতিক্রম
করা সেই আলোচিত গানটা হল অপরাধী।আমরা আগে দেখেছি যেখানে বাংলাদেশি কোনও গানের ভিডিও এখন পর্যন্ত
৬ কোটি ভিউ অতিক্রম করতে পারেনি। সেখানে জনপ্রিয় অপরাধী ১০০ মিলিয়ন ভিউ পার করে রেকর্ড গড়েছে।
আশা করি গানটা শুধু ইউটিবিতেই না গ্রীজের বুকেও রেকর্ড হবে।গানটি সাধারণ মানুষ থেকে শুরু করে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দেরও গাইতেও শোনা গেছে। শুধু বাংলাদেশই না দেশের বাইরেও এই গানটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
ভারতে কেউ কেউ হিন্দি ভাষাতেও অনুবাদ করছেন জনপ্রিয় এই গানটি গেয়েছেন।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জানাতে পেরে আমারো আনন্দ লাগছে।
২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মিস নুসরাত ফারিয়ার রে পটাকাও অল্প দিনে অনেক ভিউ এবং সম্ভবত রেকর্ড ডিসলাইক পেয়েছিল। এ গানটা এর আগে শুনেছি এবং যারা শেয়ার করেছেন, তারা কোনো ভালো গান হিসাবে না, জাস্ট ফান করে এবং অনেকটা তাচ্ছিল্য করেও শেয়ার করেছেন। এর বেশকিছু ফানি ভার্সনও হয়েছে। মাঝে মাঝে কিছু কিছু জিনিস/গান জাস্ট ফর নাথিং, বেশি প্রচার পেয়ে যায়। রে পটাকা, অপরাধী এ জাতীয় গান।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হতে পারে আপনার ভাবনায় ঠিক।
৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের ইতিহাসে আরেকটা খারাপের রেকর্ড হল...
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি শুনেছিলাম গানবাজনা শুনলে নাকি মরনের পরে কানের ভিতর সিষা ঢেলে দেয়া হবে ।
৪| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: মানুষ কতবার গানটা বাজিয়েছে অফলাইনে, সে হিসেব করা গেলে, মাথা ঘুরে যাওয়ার মত একটা হিসেব পাওয়া যাবে।
গান যেমনি হোক, এতোবার ভিউ হওয়া বিশাল ব্যাপার
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
৫| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
মীর শাহেদুর রহমান বলেছেন: এ গান এত হিট করেছে শুনে ভাল লাগলো। বাংলাদেশি হিসাবে এটা গর্বের। এ গান টা প্রকৃতভাবে শোনার জন্য ভাল হেডফোন বা ইয়ারফোন লাগবে। নর্মাল স্পিকারে সুর তাল লয় টান ঠিকমত বুঝা যায়না।
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বলেন কি এসব
৬| ২৬ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৮
সোহানী বলেছেন: তাই নাকি!!!!!!!!!!!!!!!
২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ।
৭| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: খুব ভাল।
২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাতো অবশ্যয়।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬
বাকপ্রবাস বলেছেন: প্রথম শুনলাম, ভাল লাগল।