নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মিয়ানমার মিথ্যার আশ্রয়ে ভয়ংকর ভাবে জেগে উঠছে ৭১ কে ১৭তে টেণে আনছে

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩১


ওপরের এই ছবিটা যাচাইয়ের পর রয়টার্স দেখেছে যে ছবিটি আসলে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালিন সময়ে তোলা।
আর এটা পাকিস্তানি হানাদারবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের একটি ছবি।কিন্তু মিয়ানমারের কালোমুখোযধারী রাজনীতিবিধরা এবং
সেনাবাহিনীরা মিলে পর্ব ১ মিয়ানমার পলিটিকস অ্যান্ড দ্য টাটমাডো: পার্ট ১) শিরোনামের একটা বইটি গত জুলাই মাসে
প্রকাশ করে। ১১৭ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে মিয়ানমারের সেনাবাহিনীর জনসংযোগ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বিভাগ।আর এই
বইটিতে তারা এই ছবিটির বিবরনে লিখছেন যে স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার লোকজনকে নৃশংসভাবে হত্যা করেছে বাঙালিরা।
এবং বইটিতে আরো বলা হয়েছে বৌদ্ধধর্মাবলম্বী মানুষজনকে হত্যা করেছে রোহিঙ্গারা আর বইয়ে রোহিঙ্গাদের বাঙালি
হিসেবে উল্লেখ করা হয়েছে।অথচ ছবিটি আসলে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তোলা একটা সাদাকালো ছবি।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪৮

অনল চৌধুরী বলেছেন: ১৯৭১ এ বাংলাদেশ ভারতের সাহায্য পেয়েছিলো।কিন্ত রোহিঙ্গাদের সাহায্য করার কেউ নাই।
রোহিঙ্গাদের উপর বর্মীরা যে অত্যাচার করেছে,সেটা পার্বত্য উপজাতিদের উপর করা হলে এতোক্ষণে এদেশের উপর পশ্চিমা বিমান হামলা শুরু হয়ে যেতো অার চীন,থাইল্যান্ডও এতে মদদ দিতো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না আসলে এসব নিয়ে সকলের ভাবা উচিৎ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিথ্যা দিয়ে আর কত "শাক দিয়ে মাছ" ঢাকবে?
কিন্ত বিষয়টি আর্ন্তজাতিক খেলাধূলায় পরিনত হওয়ায়
ঘোলা পানিতে অনেকেই মাছ ধরতে চায়।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আর্ন্তজাতিক ভাবে বিষয়টি সমাধান না হলে , সামরিক সংঘাত এবং গেরিলা যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশে এখন সর্বপুরি উত্তাল ঢেউ চলছে ভাই।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ ক্ষতিপুরণের কথা আপলাপ করে দেখতে পারে; মগের বাচ্চারা পরিবার প্রতি ক্ষতিপুরণ দিতে চায় কিনা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এ পযন্ত যে ক্ষতি হয়েছে সেটা হিসাব করে বের করলেই অনেক কিছু কিলিয়ার হয়ে যায়।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২০

ইমরান আশফাক বলেছেন: এইসব মিথ্যাচারীতা ধরা পরলেও মিয়ানমারের কিছুই যায় আসে না। আশেপাশের সবদেশই মিয়ানমারের পক্ষে এটা আমাদের বুঝে নিতে হবে। বরং এবার অন্যদের উপর নির্ভর না করে নিজেদেরই কিছু করতে হবে এটাও মাথায় আনতে হবে। আমরা মূখ বুজে সব সয়ে নিলে অদূর ভবিষ্যতে আরও অনেক কিছুই হবে আমাদের বিরুদ্ধে। মনে রাখবেন আশেপাশে আমাদের কোন বন্ধু দেশ নেই, আর যারা আছে তারা আমাদের কোন সহায়তা দিতে পারবে না মৌখিক সমর্থন ছাড়া।

আন্তর্জাতিক মহলের মাধ্যমে মিয়ানমারের উপর ক্রমান্বয়ে চাপ বাড়িয়ে চলতে হবে যাতে ওরা এক পর্যায়ে চাপে ভেংগে পড়ে। ভাল কথা, এই তথাকথিত আন্তর্জাতিক মহল মিয়ানমারকে যতই তলে তলে সমর্থন করুক না কেন উপরে উপরে তাদের ঠিকই মিয়ানমারের বিরোধীতা করতে হবে। কারন নিজ দেশের জনগন এবং ক্রমান্বয়ে প্রভাবশালী আন্চলিক ও বিশ্ব অর্থনৈতিক শক্তি হিসাবে উত্থানরত বাংলাদেশকে সরাসরি উপেক্ষা করার সামর্থ এখন খুব বেশী দেশের নেই।

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে ছিড়ে পড়লে আশে পাশের সবদেশেরই লাভ। সুতরং সুশীল সমাজের কথামত ওখান থেকে সকল সেনাঘাটি/ক্যাম্প সরিয়ে আনা বোকামি হবে। আর রোহিংগাদের এই মূহুর্তে অস্ত্রশস্ত্রে সজ্জ্বিত করে ঐ দেশে ঢুকিয়ে দেয়ার মত আত্নঘাতি সিদ্ধান্ত নেয়া বোকামী হবে। কারন পাকিস্তান তালিবানদের অস্ত্র দিয়ে আফগানিস্তানে ঢুকিয়ে দিয়ে এখন নিজেরাই ওদের দ্বারা নিয়মিত আক্রান্ত হচ্ছে নিজের দেশেই মধ্যেই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৩

সূচরিতা সেন বলেছেন: এত মিথ্যের আশ্রয় নিয়ে কি লাভ ?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই কথা ।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশের পররাস্ট্রমন্ত্রনালয় কি প্রতিবাদ জানিয়েছে?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনো খবর পাইনি |-)

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

কলকন্ঠ বলেছেন: এদের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কে করবে ?

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

পবন সরকার বলেছেন: সব জায়গায় জুয়াচুরি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: যে অন্যের কাছ থেকে জীবনে সম্মান পায়নি সে অপরকে কি করে সম্মান দিবে?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মন্দ বলেন নাই।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

সনেট কবি বলেছেন: এক কথায় জঘণ্য।
আল-আলীম

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত !

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

ব্লগ সার্চম্যান বলেছেন: মিয়ানমার একটা বর্বর জতি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত !

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জঘন্যতার শেষ অবধি চলে গেছে মিয়ানমারের সেনাবাহিনী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.