|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
শেষ পযন্ত যশোর রোডের ভারতীয় অংশে থাকা অতি প্রাচীন সেই ৩৫৬টি গাছ কেটে ফেলার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্ট।
তবে প্রতিটি গাছের পরিবর্তে আইন অনুযায়ী পাঁচটি করে নতুন গাছও লাগানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
অন্যদিকে এই গাছের বিষয়ক মামলাকারী মানস দাস বলছিলেন এই রায়ের বিরুদ্ধে সে সুপ্রিম কোর্টে যাবে।এবং
তার আশা সে সেখানে সঠিক বিচার পাবে। বিশেষ করে এই রায়ে অনেকেই হতাশ আর তার কারন হল
কোর্ট অফিসাররা সরেজমিন পর্যবেক্ষণ করে যে রিপোর্ট দিয়েছিলেন সেগুলোকে কোনও অগ্রাধিকারই দেয়া হয়নি।
সূত্র বিবিসি বাংলা
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৬
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বলতে পারিনা ।
২|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৭
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @৩৫৬টি গাছ কেটে ফেলার অনুমতি দিলেনকলকাতা হাইকোর্ট।তবে প্রতিটি গাছের পরিবর্তে আইন অনুযায়ী পাঁচটি করে নতুন গাছও লাগানোর নির্দেশ দিয়েছেন আদালত।        
ঠিকই তো আছে।
দরকার পড়লে গাছ কাটতে হবে। সমস্যা কোথায়??
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৭
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো সমস্যা কোথায়? 
৩|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৪
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৪
লায়নহার্ট বলেছেন: {আচ্ছা, আমি বিষয়টা সম্পর্কে সঠিক জানি না, গাছগুলো কি কোন সমস্যা সৃষ্টি করছে?}
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৮
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুনেছি ফ্লাইওভার হবে।
৪|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৯
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৯
ভাইয়ু বলেছেন: ভাল উদ্যেগের জন্য হলে এটা অবশ্যই গ্রহনযোগ্য, কিন্তু চিন্তা যদি থাকে পকেট ভরার তাহলে ইহা খুবই মর্মান্তিক ৷ তবে সৎ চিন্তা করার মত ভাল লোক নিজ দেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে অণুবিক্ষন যন্ত্র দিয়ে খুঁজতে হবে... 
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৮
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৫|  ০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
সৈয়দ ইসলাম বলেছেন: 
সাইন বোর্ড বলেছেন: এবার এপারের গাছ কাটারও একটা অজুহাত খাড়া করা যাবে । 
ভাই সাইন বোর্ড,  আমরা জন্ম থেকে গণতন্ত্র সব, হ্যা সবকিছুতেই ভারতের কাছ থেকে শিক্ষা নিচ্ছি, বলা যায় বন্ধু রাস্ট্র আমাদের হোম টিউটর।
 সুপ্রিম কোর্টে গেলেও মনে হয়, এই গাছগুলো এবং এর স্বপক্ষে উড্ডীন দাবীগুলো কোন প্রভাব ফেলবে না
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৪
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে দূর শুধু শুধু সময় অপচয়।
৬|  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:০৩
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুখবর রোডটির জন্য
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৩
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাতো বটেই ভাই আর দুঃখ গাছগুলোর । ওই কেউ সুখী আবার সেই সুখে কেউ দুঃখী এই আর কি। 
৭|  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১১
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১১
সূচরিতা সেন বলেছেন: গাছগুলোর জন্য দুর সংবাদ ।
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪১
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই তবে জন্মিলে একদিন মরিতেই হবে। 
৮|  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:২৮
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।
  ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৪৩
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম জাতি হতাশজনকও বেশ ।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৯
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৯
সাইন বোর্ড বলেছেন: এবার এপারের গাছ কাটারও একটা অজুহাত খাড়া করা যাবে ।