|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
 গত বুধবার আকস্মিকভাবে লেগুনা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন; ঢাকার ফার্মগেইট থেকে ধানমণ্ডি-জিগাতলা
 যাওয়ার যাতায়াতকারীরা, যাদের অধিকাংশই হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী।যদি পুরোপুরি সব স্থানের
লেগুনা বন্ধ হয়ে যায় তবে চরম দুর্ভোগ পোহাতে হবে রাজধানী ঢাকার অনেক এলাকার লোকদের তাই আগে এর বিকল্প কিছু
ছাড়েন তারপর না হয় বন্ধ করুন। শুধু তাই না একবার ভেবে দেখেছেন এই লেগুনার নামের ছোট গাড়িগুলোর উপরে ভরসা করে
কতগুলো পরিবহন শ্রমিকদের সংসার চলছে। এরা যখন কোনো কাজ না পাবে তখন কি করবে ?
নিশ্চয় এই সকল শ্রমিকরাই সংসার চালানোর দায়ে সন্ত্রাসী চাঁদাবাজীর মত ক্রাইমে জরাবে নয়ত ইয়াবা,মদ,গাজা,হিরইন,ফেন্সিডিলের
বানিজ্যে জরাবে ।সুতরাং যে কোনো কাজে হাত দেয়ার আগে আমাদের ভালোভাবে ভাবা উচিৎ।
 ২০ টি
    	২০ টি    	 +২/-০
    	+২/-০  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৬
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই।আমিও সেটাই বলি।
২|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৩০
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: লেগুনা বন্ধ হওয়াতে উপকার টাই বেশি।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৯
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুই একটা উপকারের লক্ষণ দেহান গুরু ভাই। 
৩|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:২০
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:২০
রাকু হাসান বলেছেন: লেগুনা বন্ধ করে ইতিমধ্যে বিপদে উপভোগ করছি । সরকার বিভিন্ন পয়েন্টে লেগুনার বিকল্প হিসাবে পর্যাপ্ত যানবাহন রাখে নি ।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫০
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেই কথা কে কাকে বোঝাবে ?
৪|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৪২
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৪২
সনেট কবি বলেছেন: সহমত
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫১
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা।
৫|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:১৯
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:১৯
নজসু বলেছেন: কিন্তু এগুলো তো ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫২
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুই একটা কারন দেখান !
৬|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৬
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৬
টারজান০০০০৭ বলেছেন: কয়েকদিন আগে এক লেগুনা আমার পায়ের উপর উঠিয়া গেল ! ড্রাইভাররে কইলাম , আমার পায়ের উপর উঠাইলা কেন ? হ্যায় কইলো , আফনেই না চাক্কার নিচে পা নিয়া গেলেন !!
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৮
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দূর্ঘটনা দূর্ঘটনাই, দূর্ঘটনা কখনো কাউকে বলে আসে না ভাই।
৭|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০৩
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাই এই গাড়ির না আছে কিছু। ফিটনেস না ড্রাইভার লাইসেন্স
।।
এগুলো এক একটা  মহা বিপদ।
উল্টে যায়। এগুলো শহরে চলতে দেয়া।।।জানি এগুলো হতে পুলিশ নেতা সবাই
চান্দা খায়। আমি নিজে দেখেছি। যাই হোক এতো আন্দোলন করে লাভ হইলোনা।
নিরাপদ সরক আর হইলোনা ।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:১৯
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবু ভালো মন্দ মিলে কতজনের সংসার চলছে হিসাব করে দেখছেন ভাই ?
৮|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০৩
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো একটা বিষয় সামনে তুলে এনেছেন।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২১
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
৯|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৩
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৩
পদ্মপুকুর বলেছেন: সরকার যা-ই করুক, মাঝখান দিয়া ধরা খায় পাব্লিকেই। যদিও আমি লেগুনা উঠিয়ে দেওয়ার পক্ষে, কিন্তু লেগুনা বন্ধ হওয়ার সাথে সাথেই আমার এলাকায় চলাচলকারী বাসগুলো ব্যাপক স্বেচ্ছাচারিতা শুরু করে দিয়েছে।
দিন শেষে তাই পাব্লিকেরই সমস্যা।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২০
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসল কথা এবং সত্য কথা বলছেন ভাই ।
১০|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
কোয়েজার বলেছেন: কর্মস্থল দুইকিলোর ভিতরে থাকলে যানবাহন ব্যাবহার নিষীদ্ধ ঘোষণা করা হোক। হাটুন, সুস্থ থাকুন ।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:১৮
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা তাইনাকি ভালো খারাপ বলেন নাই । 
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৩
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৩
কাওসার চৌধুরী বলেছেন:
বিকল্প ও আরো উন্নতমানের পরিবহনের ব্যবস্থা না করে লেগুনা, সিএনজি ইত্যাদি বন্ধ করা যাবে না; এমনিতেই পাবলিক পরিবহনের অনেক সংকট৷সরকারের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিৎ ৷