|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমাদের দেশে বর্তমান প্রধান একটা সমস্যা হল বেকারত্ব ! এটা এমন একটা সমস্যা যা কমার পরিবর্তে দিনদিন বেড়েই চলছে ।
মনে হচ্ছে আমাদের পূর্ব পুরুষদের অভিশপ্ত কোনো পাপের ফল,তাই দেশ উন্নয়নে এগিয়ে নিতে হলে আমাদের এখন আগে বেকার
যুব সমাজের দিকে নজর দিতে হবে এবং যে কিছুর বিনিময় হোক তাদের বেকারত্ব দূরকরনীয় নজর দিতে হবে।
প্রথমে আমাদের দেশের প্রতিটা অফিসের ওভার টাইম ডিউটি বাদ দিতে হবে । তারপর প্রতিটি অফিসে পারফেক্ট ডিউটির সময় সূচি
৬ থেকে ৭ ঘন্টা করতে হবে।সময় সূচি এরকম হবে যেমন সকাল ৬টা থেকে ১ম সিফটি ডিউটি শুরু করতে হবে আর ১ম সিফটি 
ডিউটি শেষ হবে দুপুর ১২টা থেকে ১টা'র ভিতর।
এরপর ২য় সিফটি ডিউটি শুরু হবে ১২ থেকে ১টা'র মধ্যে আর ২য় সিফটির ডিউটি শেষ হবে ৬টা থেকে ৭টার ভিতর।আবার ৩য় 
সিফটি ডিউটি শুরু হবে ৬থেকে ৭টার মধ্যে এবং ৩য় সিফটি ডিউটি শেষ হবে ১২টা থেকে ১টার ভিতর।
এই ভাবে কাজের সময় সূচি শুরু করলে দেশের অনেক অংশেই বেকারত্ব কমে আসবে। 
তাছাড়াও আমাদের এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যাতে করে কর্মক্ষম জনগোষ্ঠি তৈরি হয়। অর্থাৎ তারা কারিগরি এবং বৃত্তিমুলক
 শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন।এছাড়াও বেকারত্ব দূরীকরণে দেশে ব্যাপকহারে কল-কারখানা স্থাপন এবং বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। 
আমার দেশে এখন রাজনীতির যে অবস্থা তাতে দিনে দিনে বেকারত্বে ঝুকি বেড়ে যাওয়ার সম্ভবনাই বেশি,তাই আমাদের 
ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক প্রতিষ্ঠা করতে হবে তাহলে যেমন শিল্প কল-কারখানা প্রতিষ্ঠা বিনিয়োগ উৎপাদন 
বাধাগ্রস্ত হবেনা তেমন বৈদেশিক বিনিয়োগও বাড়বে । 
আমাদের বিপুল সংখ্যক শিক্ষিত বেকার যুব-সমাজ রয়েছে।আমাদের সকলের মনে রাখতে হবে এই তরুণ যুব সমাজই পারে
আমাদের এই ক্ষুদ্র দেশকে আগামী দিনে সুন্দর একটা দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে। আর সেজন্য আমাদের ব্যাপক
কর্মসংস্থান সৃষ্টি করে তরুণ বেকারদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে তাদের কাজে লাগাতে হবে।
সরকার এবং সরকার বিরোধী দলদের সমমিলিত ঐক্যবদ্ধ ভাবে অবশ্যই বেকারত্ব দূরীকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
আমাদের স্বাধীনতার চার দশক এগিয়ে গেলেও এখনও অনেক সমস্যা রয়েগেছে। বলা চলে আমাদের সমস্যায় জর্জরিত জনজীবন।
 আর বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থায় অন্যতম সমস্যা হচ্ছে আমাদের এই বেকার বা বেকারত্ব যুব সমাজ। তাই আসুন ঐক্যবদ্ধ
পরিকল্পনার মাধ্যমে দেশের বেকারত্ব দূরকরণীয় কাজে হাত লাগাই।
 ২৪ টি
    	২৪ টি    	 +২/-০
    	+২/-০  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ আমাদের দেশে এখন সকাল ৭টা বা৮টা থেকে রাত ৭টা বা ৮টা পযন্ত টাণা ১২ঘন্টা কাজ করানো হয় ১জন ব্যক্তি দ্বারা যখন
এই ১২ ঘন্টাকে ৬বা ৭ঘন্টায় আনা হবে তখন ১ জনের জায়গায় ২জনকে কাজে লাগানো যাবে।
২|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
চাঁদগাজী বলেছেন: 
আপনি বলছেন যে, কাজের সময়সুচী বদলালে বেকারত্ব কমে যাবে; "বেকারত্ব নিয়ে" এই রকম ভুল কথা আমি জীবনে প্রথম শুনলাম।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৮
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ আমাদের দেশে এখন সকাল ৭টা বা৮টা থেকে রাত ৭টা বা ৮টা পযন্ত টাণা ১২ঘন্টা কাজ করানো হয় ১জন ব্যক্তি দ্বারা যখন
এই ১২ ঘন্টাকে ৬বা ৭ঘন্টায় আনা হবে তখন ১ জনের জায়গায় ২জনকে কাজে লাগানো যাবে।  
ওস্তাদ আমার মনে হয় আপনি একটু ভালো করে ভাবলে আমার লেখার বিষয়টা বুঝতে পারবেন।
৩|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৭
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বেকারত্ব কমানোর জন্য আমিও দশটা আইডিয়া দিতে পারি, কিন্তু এসব কাজে লাগাবে কে???
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩৬
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই কাল কি হবে সেটা পরের কথা আজ কি হবে তা নিয়ে ভাবুন।
৪|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৮
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৮
বাকপ্রবাস বলেছেন: আপনার পয়েন্টগুলো কাজে লাগুক আর না লাগুক সেটা সরিয়ে রেখে বেকার নিয়ে আপনার উৎকন্ঠা যে আছে সেটাকেই অভিনন্দন। এগুলো দেশ প্রেমের ভাবনা। দেশকে ভাল বাসলে এমন ভাবনাগুলোর জন্ম হয়।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।
৫|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৩
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৩
সোনালী ঈগল২৭৪ বলেছেন: ভাই আপনি কি জাপানে থাকেন ,আমিও জাপানে আছি
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি এখন ইউরোপে আছি ভাই।
৬|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৫
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৫
আরোগ্য বলেছেন: বিষয়টা ভালো। জনমত তৈরি করা দরকার।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও তাই চাই।
৭|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০০
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০০
আহমেদ জী এস বলেছেন: 

 (
(
 :হাসু মামা  ,
:হাসু মামা  , 
চাঁদগাজীর মতোই বলি, একাধিক শিফটে কাজ করার জন্যে নতুন কর্ম সংস্থান হবে বটে কিন্তু বেতনের টাকা যোগাবে কে ? যে বতনে একজন দিয়ে কাজ চালিয়ে নেয়া যায় , কোন পাগলে সেই কাজ ৩গুন বেতন দিয়ে করাতে চাইবে ? 
সরকার তো কর্মসংস্থানের জন্যে কতো প্রনোদনাই তো দিয়ে থাকেন , তাতে কাজের কাজ কি কিছু হয় ? 
আমার তো মনে হয় সরকার এটা ভেবে দেখতে পারেন  ----------- কালোটাকা সাদা না করে ( তাতে ১০% কালোটাকা সাদা হয় , ৯০% টাকাই কালো থেকে যায় বিদেশে, প্রমানিত ) সব কালো টাকাওয়ালাদের বলতে পারেন , " ভাইসব ! আপনাদের কালোটাকাগুলো দেশে বিনিয়োগ করুন ।  আপনাদের টাকার কোনও উৎস জানতে চাওয়া হবেনা । দিতে হবেনা কোনও ধরনের ট্যাক্স । আপনারা কেবল শিল্প-কলকারখানা গড়ে তুলুন যেখানে কর্মসংস্থান হয় । সরকারকে আয়কর দিতে হবেনা একটি টাকাও । 
রাস্তাঘাট - সেতু ইত্যাদি বানিয়ে দেশকে আধুনিক করনের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নত করুন ।  সেখানে টোল বসিয়ে টোলের টাকাটাও আপনার নিয়ে নিন । সরকার কিচ্ছুটি বলবেনা । 
পারলে সরকারকে মাত্র ২% ট্যাক্স দিন , না দিতে চাইলে নাই । আপনাদেরকে সকল রকমের ইনডেমনিটি দেয়া হবে । "   
এটা করে দেখতে বলুন সরকারকে , তারপরে দেখুন কি বিপ্লব ঘটে যায় কর্মসংস্থানের জায়গাটিতে । দেশটি উন্নত দেশের কাতারে যোগ দিলেও অবাক হবার কিছু থাকবেনা ।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি খুব ভালো পরামর্শ দিছেন তবে সরকার কি কান দিবে এসব বিষয়ে।
৮|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০৪
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব হল সদিচ্ছার ব্যপার। শতভাগ কর্মসংস্থান আমেরিকাতেও সম্ভব হয় না। তবে বেশীরভাগের করা যায়। আমাদের দেশে কিছু পেশাতে এখনও একটু নীচু ভাবে দেখা হয়। যেমন - ড্রাইভার, কেয়ারটেকার, হাউজমেইড ইত্যাদি। সেটা কমিয়ে আনা গেলে বেকারত্ব অনেক কমবে। বিদেশীরা এসে কাজ করে যাচ্ছে ঐসব পোস্টে বাংলাদেশীদের বসানোর মত কোন উদ্যোগও নেই। আর দেশের স্বার্থে কিছু বেকারকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থাও করতে হবে...
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:০২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় ভাই আমার কাছে সহজ কথা কাজ কাজই হোক সে কুলি হোক আরো অন্যকিছু ।শুধু চুরি আর ভিক্ষা
না করতে হলেই চললো। 
যেমন গত কয়েকদিন আগে আমি একটা অফিসে কম্পিউটার হাডওয়ার বিভাগে চাকুরির জন্য যাই সেখানে যেয়ে
 দেখি সেই পদ ব্লক হয়ে গেছে পরে খোঁজ নিয়ে জানতে পারি সেখানে অন্য আরেকটি পদ বলতে ক্লিনিয়ার পদে লোক লাগবে
আমি একজনকে জিজ্ঞাসা করলাম ওই পদে বেতন কত ? ওনারা প্রথমে বললো বেতনের কথা আপনার জেনে কি লাভ হবে ?
আপনিতো এই পদে আর চাকুরি করবেন না । আমি বললাম বলুন দেখি ভেবে করা যায় কিনা পরে ওনারা বল্ল মাত্র ৮হাজার
আমি বললাম আরেকটু বাড়ানো যায়না মানে ১২ হাজার করা যায়না পরে অবশ্য আমার কথা শুনে উনারা আমাকে ৯ হাজার
পযন্ত দিতে চাইছিল কিন্ত আমি রাজি হইনাই। তাই আমার কাছে সোজা কথা কাজ কজই হোক সেটা ছোট গাটো কাজ।
৯|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:১০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের সাথে একমত হতে পারলাম না।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন গুরুভাই ?
১০|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালই বলেছেন।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যি বলছেন  ? 
১১|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০৪
ডার্ক ম্যান বলেছেন: আমি একজন বেকার বলছি
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুনেছি পোশাক শ্রমিকদের ৮০০০টাকা বেতন ধরবে। 
১২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১৪
ডার্ক ম্যান বলেছেন: দারুণ বলেছেন। কিন্তু কাম পারি না। আপনার কারখানা থাকলে বলুন
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অকর্মা লোকদের কোনো দাম নাই। দ্রুত কাম শিইখ্খা লন।  
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩২
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন যে, কাজের সময়সুচী বদলালে বেকারত্ব কমে যাবে; এই রকম ভুল কথা আমি জীবনে প্রথম শুনলাম।