|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হে গুণবতী
হে তুমি যে বড় লজ্জাবতী ।
এসো সন্ধেবেলা বাঁশ বাগানে
শোনাবো মনের কথা। 
আকাশের বৃষ্টি ঝরা 
বুঝবে তুমি মেঘকণিকার কত ব্যথা ।
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ২:০৯
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু এক্কে বারে তালা চাবি মাইরা দিছে আমারে । হুনলাম ভাগ্নে তোমরা কয়েকজন মিলে আমার নামে নালিস করেছো   
  
যাইহোক কামটা ভালো করো নাই ।   
 
খোদায় তোমাগো মন্গল করুক   
 
আর আমার নামে রিপোট যে যে করেছো তারও বিচার আল্লাহু করবে । 
২|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  ভোর ৬:৪৪
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  ভোর ৬:৪৪
স্রাঞ্জি সে বলেছেন: 
আল্লাহ সহায় হোক।  
  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১৬
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক পরম করুনাময়ের কাছে অশেষ কৃতজ্ঞতা যে সত্যটা স্বীকার করেছে আমার ভাগ্নে।  
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
স্রাঞ্জি সে বলেছেন:

মামা হাতপা বন্দি নাকি.....