![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরত শুরু হতে না হতেই সামুতে চলছে গরমের তাপ দেয়া
যারে আমি ভালোবাসি!
সেতো আমায় বাসে না,
সে ভালোবাসে পাড়ার সর্দারকে !
অথচ ঘুম আসেনা আমার তারে এক নজর না দেখলে,
তারে আমি টাণি কাছে;
সে আমায় দেয় দূরে ঠেলে!
২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয় আবার সেই তাপ..............।
২| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
ল বলেছেন: মজা পেলাম
২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আইচ্ছা মজা যখন পেলেন তখন টাকা দেন।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনি একজন ব্যর্থ প্রেমিক মামা
২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইটা অবশ্য খারাপ কন নাই।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: এডি কি কবিতা?
২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: ভালোবাসাবাসি আপাতত বন্ধ রাখুন। সামনে নির্বাচন।
২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নির্বাচন দিয়ে আমি কি করমু ? দেখা যাইবো আমি ভোটকেন্দ্রে যাওয়ার আগেই আমার ভোট হইয়া যাইবো।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
ফোয়ারা বলেছেন:
আমার আজকের পোস্ট রিমাদের জীবন পড়ার অনুরোধ।
২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পড়েছি।খুব ভালো হয়েছে।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
তারেক ফাহিম বলেছেন:
২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোবাসা শব্দটাকে চিরতরে নিষিদ্ধ করা হোক; এটাই সব নষ্টের গোড়া।
২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: তাপ