নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

যে কারনে একজন মুসলমান ব্যাক্তির কবরে বেশি আজাব হয় ?

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৯


যারা আল্লাহর অবাধ্য হবেন সে সকল মানুষ পরকালে দোযখ ভোগ করবেন। আর যারা আল্লাহর আনুগত্য পথে থাকবে আল্লাহ তাদের চির সুখ-শান্তির নিকেতন জান্নাত দিয়ে ভূষিত বা দান করবেন। এটা একটা মৌলিক এবং শাশ্বত কথা।অনেক কারণে কবরের আজাব হওয়ার কথা হাদিসে পাওয়া যায়।যেমন এক হাদিসে দুইটি কারণের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এক হাদিসে এসেছে, নবী করিম (সাঃ) একদিন কোথাও যাওয়ার সময় পথে তার সঙ্গীদের দুইটি কবর দেখিয়ে বলেন, এই দুটি কবরে আজাব হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন এদের একজন পেশাব করে পবিত্র থাকত না এবং অপরজন চোগলখোরি অর্থাৎ কুটনামি করে বেড়াত। তারপর তিনি একটি খেজুরের ডাল ভেঙে দুই টুকরো করলেন এবং কবর দুইটির ওপর টুকরা দুইটি পুঁতে দিলেন। (বুখারি শরিফ)
হাদিসে রাসুল (সাঃ) আরো বলেছেন যে দুইটি কারণে তাদের আজাব দেওয়া হচ্ছে তা থেকে মুক্ত থাকা তাদের জন্য কোনো কঠিন কিছু ছিল না। অন্যদিকে এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর কাছে গুরুতর অন্যায়। বিষয়টি খুব হালকা নজরে দেখার সুযোগ নেই।

বস্তুত পবিত্রতা ঈমানের অংশ। মুমিনের জীবন সবসময়ই পবিত্র এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকে ও এই ক্ষেত্রে ‍মুমিন সর্বোচ্চ চেষ্টা করে।আর এটা খুব একটা কঠিন কাজও নয়। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উদাসীনতা একদম অনুচিত। তাতে অবহেলার পরিণতি কতটা ভয়ঙ্কর এবং কষ্টদায়ক, উপরোক্ত হাদিস থেকেই বোঝা যায়। তাই পবিত্রতার ব্যাপারে অবহেলা করা কোনোভাবেই উচিত নয়।সুতরাং কুটনামি অথবা পারস্পরিক দ্বন্দ্ব লাগানোর চেষ্টা অত্যন্ত ঘৃণিত এবং গোনাহের কাজ। আর এসকল কাজের জন্য সামাজিক শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়।আরেক হাদিসে পাওয়া যায় চোগলখোররা জান্নাতে যেতে পারবে না।তাই আল্লাহুর কাছে প্রাথনা রইল আমরা যেন এরকম ঘৃণিত ও দূষিত কাজ
থেকে বিরত থাকি। হে মহান আল্লাহুতাআলা হে দয়া করুণাময় আল্লাহু আপনি আমাদের কবরের এরকম ভয়ংকর আজাব থেকে রক্ষা করুন।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

বলেছেন: শিক্ষামূলক পোস্ট হাসু মামা --


দুনিয়া, আখেরাত, কবরের আজাব থেকে মাফ চাই।

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, ব্লগারেরা হুশিয়ার হয়ে যাবেন। কবর ইত্যাদির ছবি টবি দেয়া কেমন যেন অস্বস্তিকর।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

রানার ব্লগ বলেছেন: শুধু মুসলমানদের আজাব কেন বেশি হিবে এটা না ইনসাফ। আমরা আজাবের তেলে কটকটি হব আর অন্যা ধর্মের লোক জলপাইতে লবন মেখে খাবে আর দেখবে এটা হতে পারে না।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

নজসু বলেছেন:




পবিত্রতার এই হাদিসটি আমি পড়েছি।
অনেকে আছেন প্রসাব করে পানি, কুলুপ বা ঢিলা ব্যবহার করেন না।
এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

ভীতু সিংহ বলেছেন: দুনিয়া, আখেরাত, কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাই।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: এই সামান্য খারাপ কাজগুলো থেকে বিরত থাকলেই হয় ।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: যারা কবরে যেতে না চান তাদের জন্য তো মেশিন আছে!

৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আল্লাহু আমাদের হেদায়েত দান করুক। আল্লাহু আপনাকেও উত্তম প্রতিদান করবে ।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: আমার এখন প্রচুর ঘুম দরকার । মনে হয় চি্রস্থায়ী হলেও তেমন ক্ষতি নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.