|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ওপরের যে পায়ের ছবিটা আমরা দেখতে পারছি এটাকে রোমান পা বলে  এই পাটি আকৃতিতে সাধারণত তিন প্রকার হয়,
 এই পাটি আকৃতিতে সাধারণত তিন প্রকার হয়,
ছবিতে একটু লক্ষ করলে দেখা যায় প্রথম পায়ের একটি সোজা লাইন গঠন করে। যাদের এই ধরনের পা আছে তারা সাধারণত বন্ধুত্বপূর্ণ ধরণের মৃশক টাইপের লোক হয়ে থাকেন। এই ধরনের পায়ের মানুষ প্রাচীনকালের জনসংখ্যার মধ্যে তুলনামূলক সবচেয়ে বেশি ছিল। তাই এই আকৃতির পায়ের নাম রোমান পা Roman legs। 
  
 
 ওপরের যে দুই নং ছবিটা দেখছেন এটাকে কৃষক পা বলে।এই সমস্ত আকৃতির পায়ের আঙ্গুল যে দৈর্ঘ্যের হয় সে দৈর্ঘ্যের পা এখন সচারআচর চোখে পরেনা বলা চলে এটা বিরল প্রজাতির পায়ের আকার । এজাতের পায়ের দুটির ভিতর একটা একটি পা বেশ কৌণিক, কিন্তু স্থির মনে হয়। ছবির মত পা যাদের সে মানুষদের ব্যবহার বেশ চমকিয় এবং এরা যাই বলেন খুব হিসেব এবং যুক্তিসঙ্গত বলেন;ও খুব শান্ত প্রিয় মানুষ হয়ে থাকেন। তারা বেশ বিশ্বস্ত হন এবং সব কিছুকেই খুব সহজেই গুরুত্ব দিয়ে থাকেন।তারা দায়িত্ববান লোক হন। 
 
 ওপরের তিন নম্বর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একে সাধারনত গ্রিক পা বলে।
এই ধরনের পায়ের আকারের লোকজন সাধারনত বেশ ধনী বর্গের বা বৃত্তবান হয়ে থাকেন। তারা বেশ অর্থশালী ব্যক্তিবর্গ হয়ে থাকেন।
তারা ব্যবসা বানিজ্য ও চাকুরি বা প্রতিটা কর্ম ক্ষেত্রেই বেশ সাফলতা অর্জন করেন। তবে এ ধরনের পায়ের মানুষেরা সাধারণত শৈল্পিক এবং নেতাদের হতে বেশ আগ্রহ করেন।   
 
  
  
 ওপরের যে পায়ের ছবি দেখছি আমরা একে সাধারনত আমরা সাহসী বলেই গণ্য করি।
এধরনের পা যার আঙ্গুল পায়ের পাতা থেকে সামান্য সরানো ছিটানো থাকে এ জাতের পায়ের মানুষেরা বেশি ত্যাজি বা জিদ্দি ও
সাহসী প্রকৃতির হয়ে থাকেন।এরা বেশ আবিস্করক বা বিজ্ঞান মনস্কের লোকও হয়ে থাকেন। 
এই ধরনের মানুষেরা সব সময় ক্রমাগত নতুন নতুন জিনিস বা বিষয় অনুসন্ধান করা কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তারা খুব সহজেই সাহসী, হয়ে ওঠেন এবং খুব সহজেই যখন তখন নিজের চালচলন সবকিছু পরিবর্তন করে ফেলতে পারেন। 
  
  
ওপরের ছবির মত এই ধরনের পাকে আমরা সাধারনত মিশরীয় পা বলে চিহ্নিত করি।
এধরনের আকৃতি পায়ের মানুষদের মেজাজ সুইং প্রবণ হয় মুহুর্তেই গরম আবার মুহুর্তেই ঠান্ডা  । তারা একাকী থাকতে
 । তারা একাকী থাকতে 
খুব ভালোবাসেন এবং খুব গোপনীয়তা বজায় রাখতেও ভালোবাসেন,এরা নিজেদের সম্পর্কে কোনো কিছু বা নিজেদের
মনের কথা সহজে প্রকাশ করতে চান না।   
 
 ২০ টি
    	২০ টি    	 +৭/-০
    	+৭/-০  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৪
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল মামা।
২|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৩
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৩
অপ্সরা বলেছেন: হায় হায় পা মিলাতে গিয়ে তো আমার সবকটার সাথেই মিল মিল লাগছে!  
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৬
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলেতো আমার আপু সবকটা গুণে গুণবতী।  শুভ সকাল আপু।
 শুভ সকাল আপু।
৩|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৭
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৭
চাঁদগাজী বলেছেন: 
শীতে আমেরিকান মেয়েরা বুট পরে থাকে, বুট খোলানোর বুদ্ধি আঁটতে হবে, দেখছি। আপনি কি নিয়ে ব্লগিং করবেন, সেটা এখনো ঠিক করতে পারলেন না?
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০০
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ও শুভসকাল শ্রদ্ধেয় গুরু আমার প্রিয় ওস্তাদ।ওটা কোনো বেপার না হুটহাট মেয়েদের বলবেন এই তোর পায়ে জুটার
ভিতর দেখলাম বিচ্ছু ঢুকেছে আর না হলে তেলাপোকা ।   
 
আমি সব দিক ও সব ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। 
৪|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪৯
অপ্সরা বলেছেন: হা হা তাই তো মনে হচ্ছে ভাইয়া।   
 
তবে চাঁদগাজী ভাইয়া আবার পরীক্ষা করতে মেয়েদের বুট খুলতে গেলে তো বিপদ।
ভাইয়া তোমার পোস্টে শুধু মেয়েদের পা দেখে ভেবেছে পোস্টটা শুধু মেয়েদের পায়ের।
ভাইয়া ছেলেদের পায়ের ছবি দেওয়াও উচিৎ ছিলো তো! 
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা আমিও ভাবছি আপু তাও আবার এই বৃঃ বয়ঃ শেষমেষ কি হয় আমি জানিনা ।ধরা খাইলে আমেরিকার মত জায়গায়
ওস্তাদেরে বাঁচাইতে কে যে যাইবো আল্লাহু মালুম।  
৫|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৯
অপ্সরা বলেছেন: তুমিই যাবে!
মানে ফেঁসে যাবে ভিখারুননেসার টিচারদের মত !  
 
মানে প্রমান হলে এই পোস্ট লিখে তুমিই  তাকে উৎসাহিত  করেছও আমেরিকান মেয়েদের পা নিয়ে গবেষনা করতে।  
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:১২
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপু তুমি গোমর ফাঁস করে দিলে ! 
৬|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২০
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২০
কথার ফুলঝুরি! বলেছেন: সব দেখছি মেয়েদের পা, কোন ছেলের পা নেই কেন   
  
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৮
০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ছেলেদের পা,সুন্দর না তাই দেইনি মেয়েদের পাগুলো মাশাল্লা বেশ সুন্দর হয়। 
৭|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৬
০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৬
ভুয়া মফিজ বলেছেন: রোমান হোক আর জার্মান হোক, আমার প্রথম ছবির পা-ই পছন্দ! 
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৫৫
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওটা আপনার জন্য বরাদ্দ দেয়া হল। 
৮|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: চমৎকার কুসংস্কার।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৫৫
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৯|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩২
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: মামীর পা কোনডা  
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৫৬
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হেইটা কমু ক্যা ? 
১০|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৮
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৮
ঠ্যঠা মফিজ বলেছেন: এই প্রথম জানলাম বিষয়টা।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৫৭
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যিই।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪০
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪০
সনেট কবি বলেছেন: বেশ