|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
সর্ব প্রথমে আমি আজ যে কথা বলবো সেটা হল দেশের মানুষদের বাক স্বাধীনতা অধিকার নিশ্চিত করতে হবে । শুধু এখানেই
শেষ নয় অনলাইন ফেসবুক,ব্লগ,পত্রিকা,সংবাদ,সোসাল মিডিয়া ও সাংবাদিকদের প্রতিটা ক্ষেত্রে আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে
হবে । আমাদের দেশকে সত্য কথা বলার অধিকার দিতে হবে । আমারা বাঙ্গালীরা যে এই বাংলাদেশের নাগিরক সে কথা সরকার এবং বিরোধী দলের নেতা কর্মীদের মনে রাখতে হবে ।
তবে সাংবাদিক,ব্লগার,ফেসবুকে ও অন্যান্য সোসাল মিডিয়া জড়িত থাকা আমরা যে লেখকেরা আছি,তারা ভুল করতেই পারি আর সে
সকল ভুলগুলো ঠিক বুঝারর মত সুযোগ আমাদের দিতে হবে । আমাদের ভুল এবং সে ভুলের কতটুকো মাত্রায় সাজা হবে তা আমরাই
নিধধারণ করবো সে সুবিধা চালু করতে হবে।আর সে জন্য দেশে আলাদা অনলাইন নেটওয়ার্ক ভুল সংসোধনীয় মন্ত্রণালয় গঠন করিতে
হবে । যখন তখন আমাদের ওপর নজর রাখা বন্ধ করতে হবে ।
দেশের প্রধান মন্ত্রী বা সরকার সাহেবরা শুধু বড় বড় কাজ নিয়েই কিন্তু ব্যস্ত থাকেন তারা কিন্তু দেশের ছোট ছোট বিষয়গলো জানেননা
যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিমুহুর্ত ঘটে চলছে।আজ ফেসবুক,ব্লগ ও বিভিন্ন সোসাল মিডিয়ার কল্যানে আমার সকলে মিলে দেশের
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেই সকল ছোট ছোট ঘটনাগুলোর সংবাদ পৌঁছে দিতে সফল ভূমিকা পালন করছি এবং বেশ সফলও হয়েছি
সে বিষয়টি মাথায় রাখতে হবে । দেশের প্রতি অনলাইনে অাকটিভ থাকা প্রতিটা সোসাল মিডিয়া ব্লগ,ফেসবুকের লেখকরাই এখন অনেক
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাও বিনা বেতনে শুধু মাত্র দেশের স্বার্থে এটা কি কম কিছু । এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং
আমাদের বাকস্বাধীনতায় পূর্ণ স্বাধীনতা দিতে হবে ।
 এখকার বেশিরভাগ শিক্ষ্যাপ্রতিষ্ঠানগুলো ও হাইস্কুলগুলো এবং কলেজ ইনভার্সিটিগুো কেন শিক্ষাপ্রতিষ্ঠান নামে ব্যবসা সফল লাইসেন্স পেয়ে গেছে সে দিকে লক্ষ রাখতে হবে ।  
 
২৭-১২-২০১৮ 
________________ 
আমার ইশতেহারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন  
নির্বাচন প্রসঙ্গ লেখা 
নির্বাচনে আমাদের কি যায় আসে!!! 
ভোট রঙ্গ  
 
ঐক্যফ্রন্ট কেন এত জনপ্রিয়
প্রিয় লেখকদের ইশতেয়া 
আমার পছন্দের নির্বাচনী ইশতিহার 
সামুতে আরো অনেক ইশতেহার নিয়ে লেখা এসেছেঃ
নির্বাচিত পাতায়
নির্বাচন উপলক্ষে লিখুন আপনার পছন্দের ইশতিহার এবং জিতে নিন উপহার।  
আমি কোন দলের প্রধান হলে আমার নির্বাচনী ইশতিহারে যা যা থাকবে
ইশতেহার 
আমার ইশতেহার 
আমার ইশতেহার 
আমার ইশতেহার  
জীবন যেখানে যেমন ......... নির্বাচনের প্রবাসী ইশতেহার... এক চিমটি প্রত্যাশা সাথে এক মুঠো ভালোবাসা !!! 
আমার কিছু খসড়া ইশতেহার আর কিছু মনে পড়া প্রশ্ন ?????????   
নির্বাচনেক ঘীরে মনের ক্ষোপ আর কষ্টে লেখা যা ইশতেহার সমতুল্য 
নির্বাচন আসছে....
বঙ্গবন্ধু বেঁচে থাকলে মানুষের দেশ বানিয়ে ছাড়তেন
বাংলাদেশের উন্নয়ন , পশ্চিমাবিশ্ব ও আওয়ামীলীগ । নির্বাচন পোস্ট  
রাজনৈতিক জীবন আর পুকুর ভর্তি শিং মাছ। 
আমাদের.....   অদূর ভবিষ্যতের জন্য একটা মাষ্টার প্ল্যান.....
 অদূর ভবিষ্যতের জন্য একটা মাষ্টার প্ল্যান.....   
 
আরো লিঙ্ক যোগ হবে বা আবডেট হবে নেট স্লো তাই এখন করতে পারছিনা । 
অনেক সময় কবিতার মাঝেও অনেক গভীরতা লুকিয়ে থাকে যা খোলা চোখে বোঝা যায়না দেখতে হয় মনের দৃষ্টি দিয়ে।
উল্টাসনে ঋ দর্শনে
 ১৮ টি
    	১৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৭
২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই পাশে থাকার জন্য।শুভ দুপুর।
২|  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১০
২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১০
নজসু বলেছেন: 
সুন্দর কাজ।  গুরুত্বপূর্ণ পোষ্টের লিংকগুলো একসাথে।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৭
২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই । আরো লিঙ্ক সংযোগ হবে।
৩|  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৩৩
২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৩৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: 
আপনার পোস্ট সুন্দর। আমাকে নিরাপদ হতে সাহায্য করুন।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৯
২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই শুভ কামনা থাকল। এখানে মেল করুন সমস্যা সমাধান
হয়ে যাবে।
৪|  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:০০
২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:০০
বিজন রয় বলেছেন: আমার ইশতেহার নাই কোন।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩১
২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন আপনার কি মনে প্রেম নাই ? 
৫|  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:০৫
২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:০৫
স্রাঞ্জি সে বলেছেন: 
সুন্দর.......  আর আমি কোন ক্ষোভ নিয়ে লিখি নাই। 
ভাল থাকুন।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩২
২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ । ওটা একটা উপসঙ্কার।
৬|  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৮
২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৮
ঢাবিয়ান বলেছেন: আমি এবার ইশতেহারের পাঠক। সবারটাই পড়ছি। সবাই যে দেশকে ভালবাসে , দেশের মানুষকে ভালবাসে সেটাই ফুটে উঠছে সবার ইশতেহারে। ভাল লাগছে পড়তে।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৩
২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাও কম কিছে । অনেক ধন্যবাদ । তবে ইশতেহার প্রয়োজন ছিল।
৭|  ২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:২৬
২৭ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:২৬
পক্ষবাদী বলেছেন: ভালো সঙ্কলন ।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১:০৯
২৮ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৮|  ২৮ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১২:২৯
২৮ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১২:২৯
প্রামানিক বলেছেন: সবগুলো ইশতেহার দিয়ে একটি বই ছাপলে মন্দ হয় না। ধন্যবাদ
  ২৮ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১:১২
২৮ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই । দেখি আপনার প্রস্তাবটি মাথায় রেখে কাল একটা পোস্ট দিমু।
৯|  ২৯ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৪
২৯ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৪
ব্লগ মাস্টার বলেছেন: ভালো একটা কাজের উদ্ধেগ্য ছিল আপনার ।পোস্টটি আরো একটু ভালো করে লেখে স্টিকি করা হলে ইশতেহার সফলমূলক 
সঙ্কলনে পরিনিত হতো লেখাটি।
  ২৯ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১১:৪২
২৯ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১১:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জ্ঞানমূলক মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৬
২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টে আমার ইশতেহার যোগ করার জন্য।