|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের দুই ধাপ অগ্রগতি হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল অনুযায়ী চলতি বছর অর্থাত ২০১৯ সালে ৪১ তম অবস্থানে রয়েছে সজন্মভূমি আমাদের বাংলাদেশ। গত বছর দেশটির অবস্থান ছিল  ৪৩ তম। গত ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে আভাস দেয়া হয়েছে সামনের বছরগুলোতে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করবে। ২০৩৩ সাল নাগাদ বিশ্বের শীর্ষ ২৫ বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায়ও নাম লেখাবে আমাদের বাংলাদেশ।ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল (ডব্লিউইএলটি) ২০১৯ শিরোনামের সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস এন্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। সিইবিআর-এর প্রতিবেদনের দশম সংস্করণ ছিল এটি। ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত নেয়া তথ্য পর্যালোচনা করে মূল্যায়ন করা হয়েছে ১৯৩টি দেশের বার্ষিক অবস্থান। পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাব্যতা বিচার করে ২০৩৩ সাল পর্যন্ত দেশগুলোর অবস্থানের পূর্বাভাসও দেয়া হয়েছে। তালিকায় শীর্ষ পাঁচ অর্থনীতির দেশ হিসেবে নাম রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি এবং ভারতের।ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল অনুযায়ী, আগামী ১৫ বছরে উল্লেখযোগ্য মাত্রায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। ২০২৩ সাল নাগাদ শীর্ষ অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৬ তম হবে। আর ২০২৮ সাল নাগাদ ২৭ তম অবস্থানে চলে আসবে বাংলাদেশ। ২০৩৩ সাল নাগাদ এ অবস্থান হবে ২৪ তম। 
সূত্র ইন্টারনেট
 ১৮ টি
    	১৮ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:০৯
০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয় তয় হেব্বি কষ্ট হয়েছে আর এখন তোমার মামী তার বাপের বাড়ি সেই সুযোগে চান্স লইলাম।  ইয়োনে ভাগ্নে কেমন আছো?
  ইয়োনে ভাগ্নে কেমন আছো?
২|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১১
০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: মামা যেখানে ভালো আমিও তাই  
  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১৪
০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওকে,চলুক তাইলে বাধ ভেঙে জমিয়ে ব্লগিং। 
৩|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১৫
০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 
পোস্ট পরবর্তী ১ম প্রতিমন্তব্যের মাধ্যমে বুঝিলাম দেখ সত্যি এগিয়ে গেছে। আজকে সেরা দুটি খবর আপনার থেকে প্রকাশ পেলো। 
অনেক অনেক শুভকামনা উভয় সংবাদের উপর...
  ০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:২৮
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ তাজুল ভাই।
৪|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১৬
০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: মামী না থাকলেই চলবো  
  ০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৩০
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা কি আর হয় বাপু। মরার আগ পযন্ত সেই যে আমার সঙ্গী হয়ে থাকবে ।
৫|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:২০
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ!!!
  ০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৩২
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আলহামদুইল্লাহু !
৬|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:০৫
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:০৫
সাইন বোর্ড বলেছেন: এম্নি তো আর হ্যাট্রিক করেনি সরকার !!!
  ০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৩৪
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৭|  ০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৩:২৪
০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৩:২৪
ইলি বলেছেন: শুভকামনা প্রিয় জন্মভুমি।
  ০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৩৬
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এগিয়ে চলো বাংলাদেশ।
৮|  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৭
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৭
খাঁজা বাবা বলেছেন: এক চামচ উন্নয়ন এক গেলাস স্বৈরচন্ত্রের সাথে ভাল করে ঘোটাইয়া খাইয়া ফালাইলেই শান্তি। 
আহহহহহহহহ
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৫
১৩ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হা হা হা দারুন বলেছেন।
৯|  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪০
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪০
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
দেশ এগুবে। সামনে আরো এগুবে।
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৪
১৩ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:০৬
০৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ইয়েই... মামা ইজ ব্যাক 
 

মামী তবে শান্ত ধরে নিতে পারি