|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আজ আমি কিছু দুইমুখো সাপের ছবি দিলাম তবে ভয় পাবেন না কেউ ছবি দেখে পাওয়ার মত কিছু নেই।  
 
  
 
এই সাপের মাথা দুটি সেটা ঠিক আছে  কিন্তু ভাইরে শরীর একটাই। জেসন ট্যালবট নামে বিদেশী একজন ব্যক্তি এই ছবিটা তোলেন 
 
এই অদ্ভুত সাপের খবর জেসন ট্যালবটকে জানায় তার বন্ধু। শুনেই ক্যামেরা নিয়ে দ্রুত তিনি বেরিয়ে পড়েন আর ছবি সংগ্রহ করেন ।
 
ট্যালবট যা বলেন সাপ নিয়েঃ
আমি সাপ এবং সরীসৃপ জাতীয় প্রাণী খুব পচ্ছন্দ করি ।জীবনে শত শত সাপের ছবি তুলেছি। কামড়ও খেয়েছি। তবে আমার সৌভাগ্য যে সেগুলো ছিল বিষহীন।অবাক ব্যাপার হলো এই সাপের দুটি মাথার একটি কিন্তু বেশি আক্রমণাত্মক। সেই মাথাটি প্রায়ই অন্য মাথাটিকে আক্রমণ করে। তবে বাঁচতে হলে দুটি মাথাকেই এক সাথে কাজ করতে হয় বলে বললেন ট্যালবট। 
 
বেশিরভাগ দুইমুখো সাপই কয়েক মাসের বেশি বাঁচে না। প্রতি ১০ হাজার সাপের মধ্যে একটি সাপ দুই মাথা নিয়ে জন্ম নিতে পারে। তবে সেই সংখ্যা সম্পর্কেও নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ এরা বন্য প্রাণী। 
  
  
 
তবে সাপ নিয়ে সবসময় অদ্ভুত এক ভয় কাজ করে মানুষের মধ্যে কিন্ত।আর যদি হয় দুই মাথা তাহলে কি হয় অবস্থা ভেবে দেখেেন। 
 
 আরেকটা কথা কিছু ছবি আমি গুগল থেকে নিয়েছি।
তথ্যসূত্র : বিবিসি নিউজ ।  
তথ্যসূত্রঃ
 ৩৪ টি
    	৩৪ টি    	 +৫/-০
    	+৫/-০  ১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১৬
১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভয় পেলে কি আর চলে 
২|  ১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪৭
১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 
ভয় লাগে!
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৪৫
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ তাইজুল ভাই।
৩|  ১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:০৭
১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:০৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: সাপগুলোর ছবি দেখে মনে হচ্ছে ভয়ংকর, বিষাক্ত হবে।
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৪৭
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো তাই মনে হছচ্ছে তবে তাদের সাহস আছে বলতে হবে।
৪|  ১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:১৭
১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাপ দেখলেই ফিট খাই ! 
তারপরে আবার দুই মুখয়ালা
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৪৭
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও একই অবস্থা।
৫|  ১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪৮
১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪৮
ডার্ক ম্যান বলেছেন: আজ থেকে ২২/২৩ বছর আগে আমার বাসার পাশে দেখেছিলাম
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৪৯
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি কখনো দেখি নাই ভাই আর না দেখাই ভালো।
৬|  ১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০৮
১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০৮
ব্লগ মাস্টার বলেছেন: দেখেই আমি শেষ । মারা যাওয়ার অবস্থা। 
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৪
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে না ভাই  ভয় পেয়েন না,ভয় পাওনের মত কিছুই না। তাছাড়াও একদিন সবাইকেই চলে যেতে হবে এই মায়ার দুনিয়া ছেড়ে
আরেক দুনিয়ায় ।
৭|  ১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৫
১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: সাপ আমি প্রচন্ড ভয় পাই।
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৫
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু সবাই কম বেশি ভয় পায় এই বিষাক্ত প্রাণী;কে ।
৮|  ১২ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২০
১২ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
দু'মুখো শাপ ভালো
কিন্ত দু'মুখো মানুষ ভয়ংকর।
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৬
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা বড় ভয়ানক ব্যাপার । 
৯|  ১২ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫০
১২ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫০
নজসু বলেছেন: 
আমি দুমুখো সাপের একটা ভিডিও দেখেছিলাম। 
আপনার পোষ্টটা চমৎকার।
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৭
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
১০|  ১২ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:০১
১২ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:০১
私 বলেছেন: পোষ্টটা চমৎকার হয়েছে।
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৭
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাছা কইছেন ? আপনার নাম কই ?
১১|  ১২ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১২
১২ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১২
অপু দ্যা গ্রেট বলেছেন: 
সাপ তো ঠিক আছে 
তবে মানুষের মধ্যেও দু মুখো আছে
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৮
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু আছে আর তারা নাকি খুবই ভয়ংকর হয় ।
১২|  ১২ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:৩১
১২ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:৩১
হাবিব বলেছেন: সাপ দেখে খুব ভয় পাই আমি
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৯
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা ভয় পাওয়ার মতই আকটা প্রাণী । ধন্যবাদ ভাই।
১৩|  ১৩ ই জানুয়ারি, ২০১৯  রাত ১২:২৬
১৩ ই জানুয়ারি, ২০১৯  রাত ১২:২৬
সূচরিতা সেন বলেছেন: সর্প দেখলে ভয় লাগে।
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:১১
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাইরো একই বিষয় শুধু আপনি একা না। ধন্যবাদ দিদি ।
১৪|  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:০২
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:০২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার।
  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:১১
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
১৫|  ১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪২
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪২
সোহানী বলেছেন: ওরে বাপরে, সাপ থেকে একশ হাত দূরে। কিন্তু দেখেন আমার বীর কন্যা ও তার সাঙ্গরা কিভাবে সাপ নিয়ে খেলা করছে ...
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৪
১৪ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সোনামানিকদের জন্য ভালোবাসা থাকলো আপু ।
১৬|  ১৩ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৩
১৩ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৩
নাইম রাজ বলেছেন: সাপ দেখলে শরীরে জর এসে যায় আমার।
  ১৪ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৪
১৪ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নাইম ভাই । 
১৭|  ২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ৮:২০
২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ৮:২০
জুন বলেছেন: ঠিক আছে হাসু মামা আপনার কথা মেনে নিয়ে দুমুখো সাপ ভয় পেলামনা। তবে দুমুখো মানুষকে আমি ভীষণ ভয় পাই 
  ২২ শে জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৩২
২২ শে জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ জুনআপু। দুই মুখো সাপ বলতে গেলে এখন বিরল কিন্তু দুই মুখো মানুষ দিন দিন বেড়েই চলছে তাই সাবধান আপু। 
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১৩
১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১৩
তারেক ফাহিম বলেছেন: দুই মুখো সাপ, দেখতেই ভয় ভয় লাগে। যদিও পোষ্টের শুরুতে অভয় দিলেন। 
 

হাতের তালুতে সাপ রেখে ছবি তোলে, সাহস আছে দেখি